এক ঝলক (২০ সেপ্টেম্বর ২০১৮)

১ / ১৯
বিদ্যুতের তারে বসে আছে তিলাঘুঘু। পাঁচমাইল এলাকা, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি সদর, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
বিদ্যুতের তারে বসে আছে তিলাঘুঘু। পাঁচমাইল এলাকা, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি সদর, ১৯ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
২ / ১৯
স্থানীয় জাতের পান বিক্রির জন্য বাজারে বসেছেন পাহাড়ি নারী-পুরুষেরা। এক বিড়া (৭২টি) পান ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। পানবাজার, খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
স্থানীয় জাতের পান বিক্রির জন্য বাজারে বসেছেন পাহাড়ি নারী-পুরুষেরা। এক বিড়া (৭২টি) পান ৩০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। পানবাজার, খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
৩ / ১৯
বৃষ্টির পানিতে অন্য রকম সৌন্দর্য ফুটেছে অলকানন্দা ফুলে। য়ংডবৌদ্ধ বিহার, খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
বৃষ্টির পানিতে অন্য রকম সৌন্দর্য ফুটেছে অলকানন্দা ফুলে। য়ংডবৌদ্ধ বিহার, খাগড়াছড়ি, ২০ সেপ্টেম্বর। ছবি: নীরব চৌধুরী
৪ / ১৯
সিলেট শহরতলির বড়শলা এলাকার এই টিলার একাংশে অনেক দিন আগে ফাটল দেখা দেয়। ফেটে যাওয়া অংশ কয়েকবার ধসে দুর্ঘটনা ঘটে। এখনো প্রতিদিন ঝুঁকিপূর্ণ টিলা ঘেঁষে যাত্রীবাহী যানবাহন চলাচল করে। বড়শলা, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট শহরতলির বড়শলা এলাকার এই টিলার একাংশে অনেক দিন আগে ফাটল দেখা দেয়। ফেটে যাওয়া অংশ কয়েকবার ধসে দুর্ঘটনা ঘটে। এখনো প্রতিদিন ঝুঁকিপূর্ণ টিলা ঘেঁষে যাত্রীবাহী যানবাহন চলাচল করে। বড়শলা, সিলেট, ১৯ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
ঝাঁকি জাল দিয়ে খালে মাছ শিকারের পর খালুইয়ে ভরা হচ্ছে। আহমদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
ঝাঁকি জাল দিয়ে খালে মাছ শিকারের পর খালুইয়ে ভরা হচ্ছে। আহমদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৯
সিলেট অঞ্চলের নদ-নদী-হাওর এখন পানিতে টইটম্বুর। তাই এই সময়ে বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে সিলেট নগরে ভ্রমণে আসেন লোকজন। সুরমা নদী, টুকেরবাজার, সিলেট, ২০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট অঞ্চলের নদ-নদী-হাওর এখন পানিতে টইটম্বুর। তাই এই সময়ে বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে সিলেট নগরে ভ্রমণে আসেন লোকজন। সুরমা নদী, টুকেরবাজার, সিলেট, ২০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে নারকেলগাছে গর্ত করার প্রস্তুতি নিচ্ছে কাঠঠোকরা। শুকরছড়ি এলাকা, রাঙামাটি, ২০ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
ঠোঁট দিয়ে ঠুকে ঠুকে নারকেলগাছে গর্ত করার প্রস্তুতি নিচ্ছে কাঠঠোকরা। শুকরছড়ি এলাকা, রাঙামাটি, ২০ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৯
শিকারের খোঁজে উড়ে যাচ্ছে বক পাখি। গোদারপাড়া হাট, বগুড়া সদর, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
শিকারের খোঁজে উড়ে যাচ্ছে বক পাখি। গোদারপাড়া হাট, বগুড়া সদর, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
৯ / ১৯
বগুড়ায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এরুলিয়া এলাকা, বগুড়া সদর, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
বগুড়ায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এরুলিয়া এলাকা, বগুড়া সদর, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১০ / ১৯
যমুনা নদীর জেগে থাকা চরে ঘাস খাচ্ছে ঘোড়া। দীঘাপাড়া চর এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
যমুনা নদীর জেগে থাকা চরে ঘাস খাচ্ছে ঘোড়া। দীঘাপাড়া চর এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২০ সেপ্টেম্বর। ছবি: সোয়েল রানা
১১ / ১৯
ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ-নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পরে লাঠিপেটাও করা হয়। সার্ক ফোয়ারা এলাকা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: হাসান রাজা
ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ-নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পরে লাঠিপেটাও করা হয়। সার্ক ফোয়ারা এলাকা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: হাসান রাজা
১২ / ১৯
ঢাকা–মাওয়া সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। দিনের অধিকাংশ সময়ই এমন ধুলায় ছেয়ে থাকে মহাসড়কের বিভিন্ন অংশ। জুরাইন, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ঢাকা–মাওয়া সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। দিনের অধিকাংশ সময়ই এমন ধুলায় ছেয়ে থাকে মহাসড়কের বিভিন্ন অংশ। জুরাইন, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৩ / ১৯
শ্যামপুরের শিল্প এলাকার একটি কারখানায় কাজ করে এই শিশু। অবসরে কুকুরের সঙ্গে সময় কাটায় সে। শ্যামপুর, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
শ্যামপুরের শিল্প এলাকার একটি কারখানায় কাজ করে এই শিশু। অবসরে কুকুরের সঙ্গে সময় কাটায় সে। শ্যামপুর, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৪ / ১৯
রাজধানীর নষ্ট সিগন্যাল বাতিগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মেরামত করছেন শ্রমিকেরা। শিক্ষা ভবন এলাকা (শিক্ষা অধিকার চত্বর), ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর নষ্ট সিগন্যাল বাতিগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মেরামত করছেন শ্রমিকেরা। শিক্ষা ভবন এলাকা (শিক্ষা অধিকার চত্বর), ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৯
ঘামে ভেজা শরীরে লেপ্টে আছে শ্রমিকের জামা। প্রখর রৌদ্রেও ঠেলাগাড়ি টানা বন্ধ নেই তাঁর। শ্যামপুর শিল্প এলাকা, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
ঘামে ভেজা শরীরে লেপ্টে আছে শ্রমিকের জামা। প্রখর রৌদ্রেও ঠেলাগাড়ি টানা বন্ধ নেই তাঁর। শ্যামপুর শিল্প এলাকা, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
১৬ / ১৯
পুরান ঢাকায় নিয়মিতভাবেই আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বহুতল ভবনে শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ করিয়ে থাকেন। কৈলাশ ঘোষ লেন, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকায় নিয়মিতভাবেই আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বহুতল ভবনে শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ করিয়ে থাকেন। কৈলাশ ঘোষ লেন, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
১৭ / ১৯
ট্রাফিক আইন অমান্য করে ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করছেন এই মোটরসাইকেলের চালক। বাংলামোটর মোড়ে, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ট্রাফিক আইন অমান্য করে ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করছেন এই মোটরসাইকেলের চালক। বাংলামোটর মোড়ে, ঢাকা, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
১৮ / ১৯
ট্রাফিক পুলিশকে হাতের ইশারা দেখিয়ে উল্টো পথে আসছে গাড়িটি। বাংলামোটর মোড়, ঢাকা, ২০ সেপ্টেম্বর, বিকেল ৪টা ৫০ মিনিট। ছবি: দীপু মালাকার
ট্রাফিক পুলিশকে হাতের ইশারা দেখিয়ে উল্টো পথে আসছে গাড়িটি। বাংলামোটর মোড়, ঢাকা, ২০ সেপ্টেম্বর, বিকেল ৪টা ৫০ মিনিট। ছবি: দীপু মালাকার
১৯ / ১৯
ইউ টার্নের নিষেধাজ্ঞা না মেনে গাড়ি ঘোরাতে গিয়ে ট্রাফিক পুলিশের সামনেই পড়ে এই গাড়িটি। পরে অবশ্য গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন এই চালক। বাংলামোটর মোড়, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
ইউ টার্নের নিষেধাজ্ঞা না মেনে গাড়ি ঘোরাতে গিয়ে ট্রাফিক পুলিশের সামনেই পড়ে এই গাড়িটি। পরে অবশ্য গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন এই চালক। বাংলামোটর মোড়, ২০ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার