প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ছবি: পিআইডি
২ / ১৩
মেট্রোরেলপথ চলাচলের পিলারে স্প্যান বসানো শুরু হয়েছে। প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দিয়াবাড়ী, উত্তরা, ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৩ / ১৩
পাহাড়ি ছড়ায় ভাসছে বাঁশের ভেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সেই ভেলায় দাঁড়িয়ে শিকারের অপেক্ষায় দুই বক। কুতুকছড়ি ছড়া, রাঙামাটি সদর, ১৩ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
ভাঙাচোরা গাড়ির পেছনের অংশ ঢেকে রাখা হয়েছে ব্যানার দিয়ে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পরেও এমন ভাঙাচোরা গাড়ি অবাধে চলছে। জোয়ার সাহারা, প্রগতি সরণি, ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৫ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সড়ক বিভাজকে এগুলো স্থাপন করা হয়েছে। মাজার রোড, মিরপুর, ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৬ / ১৩
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে পটচিত্র সংবলিত বোর্ড। পটচিত্রে নিরাপদ সড়কের বিষয়টিও স্থান পেয়েছে। ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৭ / ১৩
রাজধানীর তেজগাঁও স্টেশন রোডে বৃষ্টির পানি জমায় রাস্তাটির অবস্থা বেহাল। স্থানীয় লোকজনের অভিযোগ, সুয়ারেজ লাইন ভরাট হয়ে যাওয়ায় পানি নামে না। আর বাধ্য হয়ে ভোগান্তি নিয়েও সড়কটি ব্যবহার করেন তাঁরা। ঢাকা, ১৪ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৮ / ১৩
কেরানীগঞ্জের জিনস প্যান্টের ফ্যাক্টরিতে কাজ করছেন এক কর্মী। বিভিন্ন ধরনের জিনস প্যান্ট সেলাইয়ের পর রং দেওয়া হলে তা স্থায়ী করার জন্য ওয়াশ করতে আনা হয় এখানে। গুদারাঘাট, ১২ অক্টোবর। ছবি: দীপু মালাকার
৯ / ১৩
পূজার পঞ্চমীতে এমন সাজে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৪ অক্টোবর। ছবি: টুইটার
১০ / ১৩
পূজার পঞ্চমীতে এমন সাজে ভারতীয় অভিনেত্রী শুভশ্রী। ১৪ অক্টোবর। ছবি: টুইটার
১১ / ১৩
বিয়ের সাজে সোহা আলী খান। ১৪ অক্টোবর। ছবি: টুইটার
১২ / ১৩
নৌকায় ফুল নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ডাল লেক, কাশ্মীর, ভারত, ১৪ অক্টোবর। ছবি: এএফপি
১৩ / ১৩
গোলাপি পাগড়ি পরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করছে এরা। চণ্ডীগড়, ভারত, ১৪ অক্টোবর। ছবি: রয়টার্স