এক ঝলক (১৭ অক্টোবর ২০১৮)

১ / ২০
সূর্য অস্ত যাচ্ছে। এ সময় কুয়াশাও পড়েছে। চর টবগী, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৬ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
সূর্য অস্ত যাচ্ছে। এ সময় কুয়াশাও পড়েছে। চর টবগী, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৬ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
২ / ২০
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানান স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। মনক্লোয়া প্যালেস, মাদ্রিদ, স্পেন, ১৬ অক্টোবর। ছবি: এএফপি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানান স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। মনক্লোয়া প্যালেস, মাদ্রিদ, স্পেন, ১৬ অক্টোবর। ছবি: এএফপি
৩ / ২০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভেনেজুয়েলার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করে আফসোস করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার জেফারসন সাভারিনোর (ডানে)। বার্সেলোনা, স্পেন, ১৬ অক্টোবর। ছবি: এএফপি
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভেনেজুয়েলার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে গোলের সুযোগ হাতছাড়া করে আফসোস করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার জেফারসন সাভারিনোর (ডানে)। বার্সেলোনা, স্পেন, ১৬ অক্টোবর। ছবি: এএফপি
৪ / ২০
পূজামণ্ডপে প্রার্থনা করছেন কয়েক জন তরুণী। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা, ১৬ অক্টোবর। ছবি: ফোকাস বাংলা
পূজামণ্ডপে প্রার্থনা করছেন কয়েক জন তরুণী। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা, ১৬ অক্টোবর। ছবি: ফোকাস বাংলা
৫ / ২০
জোয়ার আসছে। পানিতে ভেসে আসবে মাছ। সেই মাছ শিকারের অপেক্ষায় বক দুটি। করাতির খাল, চর টবগী, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৬ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
জোয়ার আসছে। পানিতে ভেসে আসবে মাছ। সেই মাছ শিকারের অপেক্ষায় বক দুটি। করাতির খাল, চর টবগী, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৬ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
৬ / ২০
নরসিংদীর গাঙ পাড় এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির কাছে আর্মড পুলিশের এক সদস্যের সতর্ক অবস্থান। নরসিংদী, ১৭ অক্টোবর। ছবি: তানভীর আহাম্মেদ
নরসিংদীর গাঙ পাড় এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির কাছে আর্মড পুলিশের এক সদস্যের সতর্ক অবস্থান। নরসিংদী, ১৭ অক্টোবর। ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ২০
ইসরায়েলি সেনাদের বিমান হামলায় ফিলিস্তিনের নাজি আল-যানিন নিহত হওয়ায় স্বজনদের আহাজারি। এমন আহাজারি ওই অঞ্চলের নিয়মিত ঘটনা। গাজা, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
ইসরায়েলি সেনাদের বিমান হামলায় ফিলিস্তিনের নাজি আল-যানিন নিহত হওয়ায় স্বজনদের আহাজারি। এমন আহাজারি ওই অঞ্চলের নিয়মিত ঘটনা। গাজা, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
৮ / ২০
সাংহাই ফ্যাশন উইকে র‍্যাম্পে মডেলদের পরিবেশনা। সাংহাই, চীন, ১৭ অক্টোবর। ছবি: এএফপি
সাংহাই ফ্যাশন উইকে র‍্যাম্পে মডেলদের পরিবেশনা। সাংহাই, চীন, ১৭ অক্টোবর। ছবি: এএফপি
৯ / ২০
খামারে মুরগির পরিচর্যা করছেন এই ব্যক্তি। ড্যানঝাই, গুইজু প্রদেশ, চীন, ১৭ অক্টোবর। ছবি: এএফপি
খামারে মুরগির পরিচর্যা করছেন এই ব্যক্তি। ড্যানঝাই, গুইজু প্রদেশ, চীন, ১৭ অক্টোবর। ছবি: এএফপি
১০ / ২০
গ্রামে মাড়াইয়ের পরে ধানের বস্তা সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। বস্তার ওপরে খেলছে এই শিশু। তার সঙ্গে আছে আরও কয়েকজন। ল্যাং গ্রাম, পাতিয়ালা, পাঞ্জাব, ভারত, ১৫ অক্টোবর। ছবি: এএফপি
গ্রামে মাড়াইয়ের পরে ধানের বস্তা সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে। বস্তার ওপরে খেলছে এই শিশু। তার সঙ্গে আছে আরও কয়েকজন। ল্যাং গ্রাম, পাতিয়ালা, পাঞ্জাব, ভারত, ১৫ অক্টোবর। ছবি: এএফপি
১১ / ২০
ঐতিহ্যবাহী পোশাকে তুর্কমিনিস্তানের নারীরা। জাপান ও দক্ষিণ কোরিয়ার সহায়তায় নতুন কেমিক্যাল কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তাঁরা সবাই। কিয়ানলি, তুর্কমিনিস্তান, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
ঐতিহ্যবাহী পোশাকে তুর্কমিনিস্তানের নারীরা। জাপান ও দক্ষিণ কোরিয়ার সহায়তায় নতুন কেমিক্যাল কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন তাঁরা সবাই। কিয়ানলি, তুর্কমিনিস্তান, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
১২ / ২০
হেমন্তে পার্কে ঘুরছেন তাঁরা। টিয়ারগার্টেন পার্ক, বার্লিন, জার্মানি, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
হেমন্তে পার্কে ঘুরছেন তাঁরা। টিয়ারগার্টেন পার্ক, বার্লিন, জার্মানি, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
১৩ / ২০
কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্তার প্রতিবাদে ভারতের সাংবাদিকদের মানববন্ধন। নয়াদিল্লি, ভারত, ১৩ অক্টোবর। ছবি: রয়টার্স
কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্তার প্রতিবাদে ভারতের সাংবাদিকদের মানববন্ধন। নয়াদিল্লি, ভারত, ১৩ অক্টোবর। ছবি: রয়টার্স
১৪ / ২০
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি বিয়ের পাঁচ মাসের মাথায় প্রথম আনুষ্ঠানিক রাজকীয় সফরে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে থাকা অবস্থায় কেনসিংটন প্যালেসের বরাতে গত সোমবার বলা হয় ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স বাবা-মা হতে যাচ্ছেন। ভিক্টোরিয়া পার্ক, ডাবো, অস্ট্রেলিয়া, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি বিয়ের পাঁচ মাসের মাথায় প্রথম আনুষ্ঠানিক রাজকীয় সফরে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে থাকা অবস্থায় কেনসিংটন প্যালেসের বরাতে গত সোমবার বলা হয় ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স বাবা-মা হতে যাচ্ছেন। ভিক্টোরিয়া পার্ক, ডাবো, অস্ট্রেলিয়া, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
১৫ / ২০
সড়কে চলছে ড্রাগন আকৃতির সাইকেল। সাইকেলটি বানানো হয়েছে আইসক্রিমের কাঠি দিয়ে। তিয়েলিং, লায়োনিং প্রদেশ, চীন, ১৫ অক্টোবর। ছবি: রয়টার্স
সড়কে চলছে ড্রাগন আকৃতির সাইকেল। সাইকেলটি বানানো হয়েছে আইসক্রিমের কাঠি দিয়ে। তিয়েলিং, লায়োনিং প্রদেশ, চীন, ১৫ অক্টোবর। ছবি: রয়টার্স
১৬ / ২০
জাপানের টোকিওতে চলছে বিশ্ব রোবট সামিট। সেখানে রোবট ‘তত্ত’-এর সঙ্গে কথা বলছেন একজন দর্শনার্থী। জাপানের টেলিভিশন ব্যক্তিত্ব তেতসুকু কুরুইয়ানাগির আদলে এই অ্যান্ড্রয়েড রোবোটটি তৈরি করা হয়েছে। টোকিও, জাপান, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
জাপানের টোকিওতে চলছে বিশ্ব রোবট সামিট। সেখানে রোবট ‘তত্ত’-এর সঙ্গে কথা বলছেন একজন দর্শনার্থী। জাপানের টেলিভিশন ব্যক্তিত্ব তেতসুকু কুরুইয়ানাগির আদলে এই অ্যান্ড্রয়েড রোবোটটি তৈরি করা হয়েছে। টোকিও, জাপান, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
১৭ / ২০
ট্রেনের ইঞ্জিনে ঝুঁকি নিয়ে বসেছেন যাত্রীরা। এভাবে বগির বাইরে ঠাসাঠাসি করে যাতায়াতে অনেক সময় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। গেন্ডারিয়া রেলস্টেশন, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ট্রেনের ইঞ্জিনে ঝুঁকি নিয়ে বসেছেন যাত্রীরা। এভাবে বগির বাইরে ঠাসাঠাসি করে যাতায়াতে অনেক সময় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। গেন্ডারিয়া রেলস্টেশন, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
ঢাকা ওয়াসার ‘খিলগাঁও-বাসাব’ খালটি ভাগাড়ে পরিণত হয়েছে। ওয়াসা খালটিকে সংকুচিত করে দেয়াল তুলেই দায় সেরেছে। উত্তর বাসাবো, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ঢাকা ওয়াসার ‘খিলগাঁও-বাসাব’ খালটি ভাগাড়ে পরিণত হয়েছে। ওয়াসা খালটিকে সংকুচিত করে দেয়াল তুলেই দায় সেরেছে। উত্তর বাসাবো, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশন করছেন বিশ্ববিদালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন। আজ বুধবার তাঁর কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। রাজু ভাস্কর্য, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনশন করছেন বিশ্ববিদালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন। আজ বুধবার তাঁর কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা। রাজু ভাস্কর্য, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
২০ / ২০
রাজধানীর জুরাইন-পোস্তগোলা এলাকায় চলছে উড়ালসড়ক নির্মাণের কাজ। পুরো এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। জুরাইন, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম
রাজধানীর জুরাইন-পোস্তগোলা এলাকায় চলছে উড়ালসড়ক নির্মাণের কাজ। পুরো এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। জুরাইন, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: আবদুস সালাম