এক ঝলক (২৭ অক্টোবর ২০১৮)

১ / ১১
বাগানে ফুটেছে টাইম ফুল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ অক্টোবর। ছবি: সাজেদুল আলম
বাগানে ফুটেছে টাইম ফুল। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ অক্টোবর। ছবি: সাজেদুল আলম
২ / ১১
টবে এখন শুধু শৌখিন ফুলের গাছ নয়, চাষ হচ্ছে সবজিও। মৌসুমের শুরুতে শিম গাছে ফুল এসেছে। খারদ্বার, বাগেরহাট সদর, বাগেরহাট, ২৬ অক্টোবর। ছবি: ইনজামামুল হক
টবে এখন শুধু শৌখিন ফুলের গাছ নয়, চাষ হচ্ছে সবজিও। মৌসুমের শুরুতে শিম গাছে ফুল এসেছে। খারদ্বার, বাগেরহাট সদর, বাগেরহাট, ২৬ অক্টোবর। ছবি: ইনজামামুল হক
৩ / ১১
ফুলের পসরা সাজিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। কিয়েভ, ইউক্রেন, ২৬ অক্টোবর। ছবি: রয়টার্স
ফুলের পসরা সাজিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। কিয়েভ, ইউক্রেন, ২৬ অক্টোবর। ছবি: রয়টার্স
৪ / ১১
ইনভিকটাস গেমস সিডনির সমাপনী অনুষ্ঠানে প্রিন্স হ্যারির স্ত্রী ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মার্কেল। সিডনি, অষ্ট্রেলিয়া, ২৭ অক্টোবর। ছবি: রয়টার্স
ইনভিকটাস গেমস সিডনির সমাপনী অনুষ্ঠানে প্রিন্স হ্যারির স্ত্রী ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মার্কেল। সিডনি, অষ্ট্রেলিয়া, ২৭ অক্টোবর। ছবি: রয়টার্স
৫ / ১১
চায়না ফ্যাশন উইকে এক মডেলের পরিবেশনা। বেইজিং, চীন, ২৭ অক্টোবর। ছবি: এএফপি
চায়না ফ্যাশন উইকে এক মডেলের পরিবেশনা। বেইজিং, চীন, ২৭ অক্টোবর। ছবি: এএফপি
৬ / ১১
চায়না ফ্যাশন উইকে এক মডেলের পরিবেশনা। বেইজিং, চীন, ২৭ অক্টোবর। ছবি: এএফপি
চায়না ফ্যাশন উইকে এক মডেলের পরিবেশনা। বেইজিং, চীন, ২৭ অক্টোবর। ছবি: এএফপি
৭ / ১১
লাতিন আমেরিকার বিভিন্ন দেশের এই শরণার্থীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে চলেছে। অপেক্ষায় থাকা এসব শরণার্থী একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। অ্যারিগা, মেক্সিকো, ২৬ অক্টোবর।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশের এই শরণার্থীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে চলেছে। অপেক্ষায় থাকা এসব শরণার্থী একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। অ্যারিগা, মেক্সিকো, ২৬ অক্টোবর।
৮ / ১১
ইসরায়েলের বিমান হামলায় ধংসস্তূপে পরিণত হয়েছে গাজার এই এলাকা। এর মধ্য দিয়ে স্কুলে যাচ্ছে ফিলিস্তিনের এই খুদে শিক্ষার্থী। গাজা সিটি, ফিলিস্তিন, ২৭ অক্টোবর। ছবি: রয়টার্স
ইসরায়েলের বিমান হামলায় ধংসস্তূপে পরিণত হয়েছে গাজার এই এলাকা। এর মধ্য দিয়ে স্কুলে যাচ্ছে ফিলিস্তিনের এই খুদে শিক্ষার্থী। গাজা সিটি, ফিলিস্তিন, ২৭ অক্টোবর। ছবি: রয়টার্স
৯ / ১১
বিভিন্ন কারখানার রাসায়নিক মিশ্রিত পানি ও বর্জ্যের কারণে বেহাল ঢাকার শ্যামপুর বিসিক শিল্প নগরীর সড়কগুলো। চলাচলে এভাবেই গর্তে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কলেজ রোড, কদমতলী, ঢাকা, ২৭ অক্টোবর । ছবি: দীপু মালাকার
বিভিন্ন কারখানার রাসায়নিক মিশ্রিত পানি ও বর্জ্যের কারণে বেহাল ঢাকার শ্যামপুর বিসিক শিল্প নগরীর সড়কগুলো। চলাচলে এভাবেই গর্তে পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কলেজ রোড, কদমতলী, ঢাকা, ২৭ অক্টোবর । ছবি: দীপু মালাকার
১০ / ১১
ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাঙ্গণে সুমন বর্মনের ‘জাদুতে জল’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠানে দর্শনার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রাঙ্গণে সুমন বর্মনের ‘জাদুতে জল’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠানে দর্শনার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ অক্টোবর। ছবি: দীপু মালাকার
১১ / ১১
‘সমাজে বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক স্মারক বক্তৃব্য দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এতে সভাপতির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ২৭ অক্টোবর। ছবি: দীপু মালাকার
‘সমাজে বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক স্মারক বক্তৃব্য দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এতে সভাপতির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ২৭ অক্টোবর। ছবি: দীপু মালাকার