এক ঝলক (০৩ নভেম্বর ২০১৮)

১ / ৮
প্রায় ৮০ বছরের এই কাঠ মালতীগাছটিকে রেখেই সীমানাপ্রাচীর দিয়েছে গাছটির মালিক পুরান ঢাকার বিউটি বোর্ডিং কর্তৃপক্ষ। আলোকিত সবুজকে ধ্বংস না করে নগরায়ণের এ দৃশ্য সত্যিই বিরল। বাংলা বাজার, ৩ নভেম্বর। ছবি: দীপু মালাকার
প্রায় ৮০ বছরের এই কাঠ মালতীগাছটিকে রেখেই সীমানাপ্রাচীর দিয়েছে গাছটির মালিক পুরান ঢাকার বিউটি বোর্ডিং কর্তৃপক্ষ। আলোকিত সবুজকে ধ্বংস না করে নগরায়ণের এ দৃশ্য সত্যিই বিরল। বাংলা বাজার, ৩ নভেম্বর। ছবি: দীপু মালাকার
২ / ৮
বৈদ্যুতিক তারে বসে আছে জোড়া ঘুঘু। বাঁশবাড়িয়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ০৩ নভেম্বর। ছবি: সোয়েল রানা
বৈদ্যুতিক তারে বসে আছে জোড়া ঘুঘু। বাঁশবাড়িয়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ০৩ নভেম্বর। ছবি: সোয়েল রানা
৩ / ৮
দিন শেষে পাটে যাচ্ছে সূর্য। নৌকা নিয়ে বাড়ি ফিরছেন জেলে। পদ্মা নদী, রাজবাড়ী, ২ নভেম্বর শুক্রবার। ছবি: তৌহিদী হাসান
দিন শেষে পাটে যাচ্ছে সূর্য। নৌকা নিয়ে বাড়ি ফিরছেন জেলে। পদ্মা নদী, রাজবাড়ী, ২ নভেম্বর শুক্রবার। ছবি: তৌহিদী হাসান
৪ / ৮
পথের পাশে ফুটে আছে ফুল। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২ নভেম্বর শুক্রবার। ছবি: সাজেদুল আলম
পথের পাশে ফুটে আছে ফুল। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২ নভেম্বর শুক্রবার। ছবি: সাজেদুল আলম
৫ / ৮
সচেতনতার অভাবসহ নানা কারণে সড়কে প্রতিদিন প্রাণ যাচ্ছে। এরপরও সতর্ক হচ্ছেন না মানুষ। হেলমেট ছাড়াই এক মোটরসাইকেলে পাঁচ কিশোর এভাবেই যাত্রা করছে। মেহেদীবাগ এলাকা, চট্টগ্রাম, ৩ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
সচেতনতার অভাবসহ নানা কারণে সড়কে প্রতিদিন প্রাণ যাচ্ছে। এরপরও সতর্ক হচ্ছেন না মানুষ। হেলমেট ছাড়াই এক মোটরসাইকেলে পাঁচ কিশোর এভাবেই যাত্রা করছে। মেহেদীবাগ এলাকা, চট্টগ্রাম, ৩ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
৬ / ৮
ধানের শিষে হেমন্তের হাসি। ভবানীপুর গ্রাম,আত্রাই, নওগাঁ। ছবি: খায়রুল ইসলাম
ধানের শিষে হেমন্তের হাসি। ভবানীপুর গ্রাম,আত্রাই, নওগাঁ। ছবি: খায়রুল ইসলাম
৭ / ৮
সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম একটি হাত হারালেও হারাননি সাহস। দারিদ্র্য বাধা হয়ে দাঁড়িয়েছে লেখাপড়া ও জীবনের চলার পথে। তবে ইচ্ছাশক্তি আর মনোবল দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পড়ছেন পাবনার টেবুনিয়া শামশুল হুদা ডিগ্রি কলেজে এইচএসসি (বাণিজ্য) দ্বিতীয় বর্ষে। পড়াশোনার পাশাপাশি বিক্রি করে কাগজের ফুল, যা তাঁর স্বপ্ন বোনার হাতিয়ার। এডওয়ার্ড কলেজ এলাকা, পাবনা, ৩ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম একটি হাত হারালেও হারাননি সাহস। দারিদ্র্য বাধা হয়ে দাঁড়িয়েছে লেখাপড়া ও জীবনের চলার পথে। তবে ইচ্ছাশক্তি আর মনোবল দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পড়ছেন পাবনার টেবুনিয়া শামশুল হুদা ডিগ্রি কলেজে এইচএসসি (বাণিজ্য) দ্বিতীয় বর্ষে। পড়াশোনার পাশাপাশি বিক্রি করে কাগজের ফুল, যা তাঁর স্বপ্ন বোনার হাতিয়ার। এডওয়ার্ড কলেজ এলাকা, পাবনা, ৩ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
৮ / ৮
কৃষকের ঘরে উঠছে নতুন ধান। সেই ধানে হবে নানান পিঠা। বাজারে এখন পিঠা তৈরির ছাঁচের বেশ চাহিদা। গৃহবধূ বিউটি রানী পাল পিঠার ছাঁচ তৈরি করে উঠানে রোদে শুকাচ্ছেন। বাজারে একেকটি ছাঁচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ভাজনডাঙ্গা পালপাড়া, সদর, ফরিদপুর, ৩ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান।
কৃষকের ঘরে উঠছে নতুন ধান। সেই ধানে হবে নানান পিঠা। বাজারে এখন পিঠা তৈরির ছাঁচের বেশ চাহিদা। গৃহবধূ বিউটি রানী পাল পিঠার ছাঁচ তৈরি করে উঠানে রোদে শুকাচ্ছেন। বাজারে একেকটি ছাঁচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ভাজনডাঙ্গা পালপাড়া, সদর, ফরিদপুর, ৩ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান।