এক ঝলক (২৭ নভেম্বর ২০১৮)

১ / ২৩
শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ তৈরির কারিগরদের। তুলাভেদে প্রতিটি লেপের দাম পড়ছে ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। আলহাজ মোড়, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ তৈরির কারিগরদের। তুলাভেদে প্রতিটি লেপের দাম পড়ছে ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। আলহাজ মোড়, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
২ / ২৩
চেঙ্গী নদীর এপাড়ে সদরের গঞ্জপাড়া, অন্য পাড়ে শহরের আরামবাগ। গঞ্জপাড়ার লোকজন শহরের বাজারে আসতে পাহাড়ি চেঙ্গী নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করেছে। এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে নদী পার হয় গঞ্জপাড়ার লোকজন। আরামবাগ, খাগড়াছড়ি, ২৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
চেঙ্গী নদীর এপাড়ে সদরের গঞ্জপাড়া, অন্য পাড়ে শহরের আরামবাগ। গঞ্জপাড়ার লোকজন শহরের বাজারে আসতে পাহাড়ি চেঙ্গী নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করেছে। এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে নদী পার হয় গঞ্জপাড়ার লোকজন। আরামবাগ, খাগড়াছড়ি, ২৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
৩ / ২৩
পাহাড়ি বিভিন্ন এলাকা ও জুম থেকে কলা সংগ্রহ করে তা বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন চাষিরা। পাহাড়ি চাষিদের কাছ থেকে সেই কলা কিনে ট্রাকে তুলছেন ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে আকারভেদে প্রতি কাঁদি কলা ৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। নিচেরবাজার, খাগড়াছড়ি, ২৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ি বিভিন্ন এলাকা ও জুম থেকে কলা সংগ্রহ করে তা বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন চাষিরা। পাহাড়ি চাষিদের কাছ থেকে সেই কলা কিনে ট্রাকে তুলছেন ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে আকারভেদে প্রতি কাঁদি কলা ৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। নিচেরবাজার, খাগড়াছড়ি, ২৬ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
৪ / ২৩
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী রাশেদ খান মেনন। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: প্রথম আলো
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী রাশেদ খান মেনন। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: প্রথম আলো
৫ / ২৩
চীনের গানসু প্রদেশের একটি শহরের দিকে ধেয়ে আসা বালুঝড়। ঝাংই, চীন, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
চীনের গানসু প্রদেশের একটি শহরের দিকে ধেয়ে আসা বালুঝড়। ঝাংই, চীন, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
৬ / ২৩
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক চান এই নারী। সিউল, দক্ষিণ কোরিয়া, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক চান এই নারী। সিউল, দক্ষিণ কোরিয়া, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
৭ / ২৩
পোলিও টিকা দেওয়ার সময় এক শিশুর কান্না। সানা, ইয়েমেন, ২৬ নভেম্বর
পোলিও টিকা দেওয়ার সময় এক শিশুর কান্না। সানা, ইয়েমেন, ২৬ নভেম্বর
৮ / ২৩
রাতের খাবার সেরে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীত শিল্পী নিক জোনাস এভাবেই ক্যামেরাবন্দী হন। সামনেই বিয়ে তাঁদের। এ নিয়ে ব্যস্ততার পাশাপাশি একান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। মুম্বাই, ভারত, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
রাতের খাবার সেরে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীত শিল্পী নিক জোনাস এভাবেই ক্যামেরাবন্দী হন। সামনেই বিয়ে তাঁদের। এ নিয়ে ব্যস্ততার পাশাপাশি একান্ত সময় কাটাচ্ছেন তাঁরা। মুম্বাই, ভারত, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
৯ / ২৩
যুক্তরাষ্ট্রই প্রথম—এ নীতি নিয়ে চলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকাকে আবার মহান করো’—এমন ডাকে আয়োজিত শোভাযাত্রায় পৌঁছে উচ্ছ্বসিত ট্রাম্প। বিলোক্সি, মিসিসিপি, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রই প্রথম—এ নীতি নিয়ে চলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘আমেরিকাকে আবার মহান করো’—এমন ডাকে আয়োজিত শোভাযাত্রায় পৌঁছে উচ্ছ্বসিত ট্রাম্প। বিলোক্সি, মিসিসিপি, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
১০ / ২৩
যমুনা নদীর ওপর অতিথি পাখিদের আনাগোনা। নয়াদিল্লি, ভারত, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
যমুনা নদীর ওপর অতিথি পাখিদের আনাগোনা। নয়াদিল্লি, ভারত, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
১১ / ২৩
নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে আয়োজিত কর্মসূচিতে নির্যাতনের শিকার হয়ে নিহত নারীদের ছবি নিয়ে হাজির হন অনেকে। এল সালভাদর, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে আয়োজিত কর্মসূচিতে নির্যাতনের শিকার হয়ে নিহত নারীদের ছবি নিয়ে হাজির হন অনেকে। এল সালভাদর, ২৬ নভেম্বর। ছবি: এএফপি
১২ / ২৩
অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা ভর করেছে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসনপ্রত্যাশীর জনস্রোতে থাকা এই শিশুকেও। তিজুয়ানার অস্থায়ী আশ্রয়শিবির, মেক্সিকো, ২৬ নভেম্বর। ছবি: রয়টার্স
অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা ভর করেছে মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসনপ্রত্যাশীর জনস্রোতে থাকা এই শিশুকেও। তিজুয়ানার অস্থায়ী আশ্রয়শিবির, মেক্সিকো, ২৬ নভেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২৩
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদিনই বাড়ছে নেতা-কর্মীদের ভিড়। আশপাশে পার্কিংয়ের অতিরিক্ত কোনো স্থান না থাকায় আবদুল হামিদ সড়কের একাংশে পার্কিং করতে হচ্ছে নেতা-কর্মীদের মোটরবাইক। পথচারীদের চলাচলে তাই বিঘ্ন ঘটছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়, পাবনা, ২৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিদিনই বাড়ছে নেতা-কর্মীদের ভিড়। আশপাশে পার্কিংয়ের অতিরিক্ত কোনো স্থান না থাকায় আবদুল হামিদ সড়কের একাংশে পার্কিং করতে হচ্ছে নেতা-কর্মীদের মোটরবাইক। পথচারীদের চলাচলে তাই বিঘ্ন ঘটছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়, পাবনা, ২৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৩
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে স্বাগত জানিয়ে বুলগেরিয়ার সেনা সদস্যদের গার্ড অব অনার প্রদান। সোফিয়া, বুলগেরিয়া, নভেম্বর ২৭। ছবি: রয়টার্স
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে স্বাগত জানিয়ে বুলগেরিয়ার সেনা সদস্যদের গার্ড অব অনার প্রদান। সোফিয়া, বুলগেরিয়া, নভেম্বর ২৭। ছবি: রয়টার্স
১৫ / ২৩
সামনেই আসছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবকে সামনে রেখে সান্তা ক্লজ বানানোর হিড়িক পড়েছে। সান্তা ক্লজে শেষ মুহূর্তের সাজসজ্জা। কলকাতা, ভারত, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
সামনেই আসছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবকে সামনে রেখে সান্তা ক্লজ বানানোর হিড়িক পড়েছে। সান্তা ক্লজে শেষ মুহূর্তের সাজসজ্জা। কলকাতা, ভারত, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
১৬ / ২৩
সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের দেশে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিরি। কায়রো, মিসর, ২৬ নভেম্বর। ছবি: রয়টার্স
সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের দেশে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিরি। কায়রো, মিসর, ২৬ নভেম্বর। ছবি: রয়টার্স
১৭ / ২৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় বালু তোলার খনন যন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। ইছামতী নদীর তীর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ছবি: আব্বাস হোসাইন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় প্রশাসন। এ সময় বালু তোলার খনন যন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। ইছামতী নদীর তীর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ছবি: আব্বাস হোসাইন
১৮ / ২৩
কলাগাছের ভেলা ভাসিয়ে দুই ভাইয়ের দুরন্তপনা। ধনেশ্বর গ্রাম, কুমিল্লা, ২৭ নভেম্বর। ছবি: এমদাদুল হক
কলাগাছের ভেলা ভাসিয়ে দুই ভাইয়ের দুরন্তপনা। ধনেশ্বর গ্রাম, কুমিল্লা, ২৭ নভেম্বর। ছবি: এমদাদুল হক
১৯ / ২৩
বেশ বরফ পড়েছে জার্মানিতে। রাস্তা থেকে বরফ সরিয়ে চলাচলের উপযোগী করা হচ্ছে। ক্যাম্পটেন, জার্মানি, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
বেশ বরফ পড়েছে জার্মানিতে। রাস্তা থেকে বরফ সরিয়ে চলাচলের উপযোগী করা হচ্ছে। ক্যাম্পটেন, জার্মানি, ২৭ নভেম্বর। ছবি: এএফপি
২০ / ২৩
বাহারি ব্যাগ নিয়ে বিদ্যালয়ের পথে দুই খুদে শিক্ষার্থী। নয়াদিল্লি, ভারত, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
বাহারি ব্যাগ নিয়ে বিদ্যালয়ের পথে দুই খুদে শিক্ষার্থী। নয়াদিল্লি, ভারত, ২৭ নভেম্বর। ছবি: রয়টার্স
২১ / ২৩
পুরান ঢাকার পাটুয়াটুলীতে পাওয়া যায় দেশি-বিদেশি মাইক, সাউন্ড-সিস্টেম ও স্পিকার। দোকানিরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসবের চাহিদা বেড়েছে। গাড়ি থেকে নামানো হচ্ছে দেশে তৈরি স্পিকার। একেকটির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। পাটুয়াটুলী, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: আবদুস সালাম
পুরান ঢাকার পাটুয়াটুলীতে পাওয়া যায় দেশি-বিদেশি মাইক, সাউন্ড-সিস্টেম ও স্পিকার। দোকানিরা জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসবের চাহিদা বেড়েছে। গাড়ি থেকে নামানো হচ্ছে দেশে তৈরি স্পিকার। একেকটির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। পাটুয়াটুলী, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: আবদুস সালাম
২২ / ২৩
ঢাকা-৯ আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা-৯ আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
২৩ / ২৩
ঢাকা-১২ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁর বড় ভাই আকরামুজ্জামান খান। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা-১২ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁর বড় ভাই আকরামুজ্জামান খান। সেগুনবাগিচা, ঢাকা, ২৭ নভেম্বর। ছবি: দীপু মালাকার