এক ঝলক (২৯ নভেম্বর ২০১৮)

১ / ১৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিবাহোত্তর একটি সংবর্ধনা ছিল মুম্বাইয়ে। ভক্ত-সমর্থকদের জন্য সেই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেছেন এই দম্পতি। মুম্বাই, ভারত, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিবাহোত্তর একটি সংবর্ধনা ছিল মুম্বাইয়ে। ভক্ত-সমর্থকদের জন্য সেই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেছেন এই দম্পতি। মুম্বাই, ভারত, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
২ / ১৬
দেয়ালচিত্রের সামনের রাস্তায় খেলাধুলায় ব্যস্ত এক সিরীয় শরণার্থী শিশু। যুদ্ধের কারণে জর্ডানে আশ্রয় নিয়েছে অনেক শরণার্থী। আল-জাতারি শরণার্থী কেন্দ্র, মাফরাক, জর্ডান, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
দেয়ালচিত্রের সামনের রাস্তায় খেলাধুলায় ব্যস্ত এক সিরীয় শরণার্থী শিশু। যুদ্ধের কারণে জর্ডানে আশ্রয় নিয়েছে অনেক শরণার্থী। আল-জাতারি শরণার্থী কেন্দ্র, মাফরাক, জর্ডান, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
৩ / ১৬
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় তারকা রজনীকান্তের নতুন চলচ্চিত্র ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। এক ভক্ত গায়ে রজনীকান্তের ছবি এঁকে সেই আনন্দ উদ্‌যাপন করছেন। সঙ্গী হয়েছেন আরও অনেকে। মুম্বাই, ভারত, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় তারকা রজনীকান্তের নতুন চলচ্চিত্র ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। এক ভক্ত গায়ে রজনীকান্তের ছবি এঁকে সেই আনন্দ উদ্‌যাপন করছেন। সঙ্গী হয়েছেন আরও অনেকে। মুম্বাই, ভারত, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
৪ / ১৬
কলম্বিয়ায় শিক্ষাখাতে সরকারি অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অভিনবভাবে প্রতিবাদ জানান এক তরুণী। তিনি পুলিশের সামনে গিয়ে বাবল ছড়ান। বোগোটা, কলম্বিয়া, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
কলম্বিয়ায় শিক্ষাখাতে সরকারি অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অভিনবভাবে প্রতিবাদ জানান এক তরুণী। তিনি পুলিশের সামনে গিয়ে বাবল ছড়ান। বোগোটা, কলম্বিয়া, ২৮ নভেম্বর। ছবি: রয়টার্স
৫ / ১৬
ফুল খেত পরিচর্যায় ব্যস্ত এক চাষি। সিমলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: সাজেদুল আলম
ফুল খেত পরিচর্যায় ব্যস্ত এক চাষি। সিমলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: সাজেদুল আলম
৬ / ১৬
নীল আকাশে চিলের ওড়াউড়ি। হারুয়া, কিশোরগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
নীল আকাশে চিলের ওড়াউড়ি। হারুয়া, কিশোরগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৬
কেনিয়া সফরে গিয়ে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় নারীদের সঙ্গে দেখা করতে যান ডেনমার্কের রাজকন্যা। কালামা, কেনিয়া, নভেম্বর ২৮। ছবি: রয়টার্স
কেনিয়া সফরে গিয়ে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় নারীদের সঙ্গে দেখা করতে যান ডেনমার্কের রাজকন্যা। কালামা, কেনিয়া, নভেম্বর ২৮। ছবি: রয়টার্স
৮ / ১৬
দেয়ালচিত্রের সামনে ছবি তোলার ভঙ্গিতে নবদম্পতি। ব্যাংকক, থাইল্যান্ড, ২৮ নভেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
দেয়ালচিত্রের সামনে ছবি তোলার ভঙ্গিতে নবদম্পতি। ব্যাংকক, থাইল্যান্ড, ২৮ নভেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
৯ / ১৬
খাবারের অপেক্ষায় বসে থাকা ফিঙে। বয়লা, কিশোরগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
খাবারের অপেক্ষায় বসে থাকা ফিঙে। বয়লা, কিশোরগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৬
গাড়িবোমা বিস্ফোরণে ভেঙে গেছে পাশের এই ভবনের জানালার কাচ। সেই ভাঙা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এক ব্যক্তি। কাবুল, আফগানিস্তান, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
গাড়িবোমা বিস্ফোরণে ভেঙে গেছে পাশের এই ভবনের জানালার কাচ। সেই ভাঙা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এক ব্যক্তি। কাবুল, আফগানিস্তান, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
১১ / ১৬
ইচি পার্কে শিশুকে নিয়ে খেলায় মত্ত এক অভিভাবক। টোকিও, জাপান, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
ইচি পার্কে শিশুকে নিয়ে খেলায় মত্ত এক অভিভাবক। টোকিও, জাপান, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
১২ / ১৬
নাইরোবি সফরে গিয়ে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরি (ডানে-সাদা শার্ট পরা) এবং উন্নয়নবিষয়ক মন্ত্রী উল্লা টোরেনায়েস সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান। নাইরোবি, কেনিয়া, ২৮ নভেম্বর। ছবি: রযটার্স
নাইরোবি সফরে গিয়ে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরি (ডানে-সাদা শার্ট পরা) এবং উন্নয়নবিষয়ক মন্ত্রী উল্লা টোরেনায়েস সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান। নাইরোবি, কেনিয়া, ২৮ নভেম্বর। ছবি: রযটার্স
১৩ / ১৬
তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে তুলছেন এক চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণের দৃশ্য। ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
তুলির আঁচড়ে ক্যানভাস রাঙিয়ে তুলছেন এক চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণের দৃশ্য। ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠের একাংশ দখল করে স্থাপন করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। মাঠটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হলেও কর্তৃপক্ষ মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নিচ্ছে না। গেন্ডারিয়া, ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠের একাংশ দখল করে স্থাপন করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। মাঠটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হলেও কর্তৃপক্ষ মাঠের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নিচ্ছে না। গেন্ডারিয়া, ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ থেকে শুরু হয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। কারুশিল্প বিভাগ জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ থেকে শুরু হয়েছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। কারুশিল্প বিভাগ জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঢাকা, ২৯ নভেম্বর। ছবি: আবদুস সালাম
১৬ / ১৬
ঢাকা–৭ আসনের মনোনয়ন প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন খোকনকে আদালতে তোলার সময় কর্মী–সমর্থকদের ভিড়। খোকনের পরিবারের দাবি, গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার সময় শাহবাগ এলাকা থেকে লালবাগ থানার পুরোনো একটি নাশকতার মামলা দেখিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মুখ্য মহানগর হাকিম আদালত, ২৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা–৭ আসনের মনোনয়ন প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন খোকনকে আদালতে তোলার সময় কর্মী–সমর্থকদের ভিড়। খোকনের পরিবারের দাবি, গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার সময় শাহবাগ এলাকা থেকে লালবাগ থানার পুরোনো একটি নাশকতার মামলা দেখিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মুখ্য মহানগর হাকিম আদালত, ২৯ নভেম্বর। ছবি: দীপু মালাকার