এক ঝলক (০৯ ডিসেম্বর ২০১৮)

১ / ২১
সিলেট নগরের আম্বরখানা এলাকায় পাখি শিকারির কাছ থেকে আটটি অতিথি পাখি উদ্ধার করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মীরা। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। ধোপাদিঘীরপার, সিলেট, ৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট নগরের আম্বরখানা এলাকায় পাখি শিকারির কাছ থেকে আটটি অতিথি পাখি উদ্ধার করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মীরা। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। ধোপাদিঘীরপার, সিলেট, ৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
২ / ২১
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী সীমান্ত দেয়ালে ঝুলে ছবি তোলার পোজ দিচ্ছে এক পর্যটক। তিজুয়ানা, মেক্সিকো, ৮ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যবর্তী সীমান্ত দেয়ালে ঝুলে ছবি তোলার পোজ দিচ্ছে এক পর্যটক। তিজুয়ানা, মেক্সিকো, ৮ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
৩ / ২১
পানির পাইপের ওপর বসে আছে জাতীয় পাখি দোয়েল। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
পানির পাইপের ওপর বসে আছে জাতীয় পাখি দোয়েল। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
৪ / ২১
সংস্কৃতিবিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারেডে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাকার্তা, ইন্দোনেশিয়া, ৯ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
সংস্কৃতিবিষয়ক জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারেডে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাকার্তা, ইন্দোনেশিয়া, ৯ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
৫ / ২১
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি। জেলা প্রশাসক ভবনের সামনে, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি। জেলা প্রশাসক ভবনের সামনে, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৬ / ২১
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আগেভাগে ছাপাখানায় চলছে পোস্টার ছাপানোর কাজ। সন্ধ্যাবাজার, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আগেভাগে ছাপাখানায় চলছে পোস্টার ছাপানোর কাজ। সন্ধ্যাবাজার, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৭ / ২১
পাবনায় এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটার পরে মহিষের গাড়িতে করে তা বাড়ি নেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণপুর, দাপুনিয়া, পাবনা, ৯ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
পাবনায় এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটার পরে মহিষের গাড়িতে করে তা বাড়ি নেওয়া হচ্ছে। শ্রীকৃষ্ণপুর, দাপুনিয়া, পাবনা, ৯ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
এবার বাঁধাকপির ফলন ভালো হয়েছে। তবে দাম কম হওয়ায় কৃষক কিছুটা হতাশ। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, ৯ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
এবার বাঁধাকপির ফলন ভালো হয়েছে। তবে দাম কম হওয়ায় কৃষক কিছুটা হতাশ। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, ৯ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
প্রমত্তা পদ্মা এখন একেবারেই শান্ত। টিনের তৈরি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছেন এক জেলে। পদ্মা নদী, সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ৭ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
প্রমত্তা পদ্মা এখন একেবারেই শান্ত। টিনের তৈরি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছেন এক জেলে। পদ্মা নদী, সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ৭ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতি দমন কমিশনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তন, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে দুর্নীতি দমন কমিশনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তন, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১১ / ২১
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ভোটের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। কিন্তু তা মানা হচ্ছে না। জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ইউনুস আলী আকন্দের পোস্টার। নিউ ইস্কাটন রোড, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ভোটের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না। কিন্তু তা মানা হচ্ছে না। জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ইউনুস আলী আকন্দের পোস্টার। নিউ ইস্কাটন রোড, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১২ / ২১
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ভোটের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তার আগেই ফুটপাতে স্থাপন করা হয়েছে নির্বাচনী দপ্তর। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী ভোটের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তার আগেই ফুটপাতে স্থাপন করা হয়েছে নির্বাচনী দপ্তর। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৩ / ২১
দড়িতে পোস্টার লাগিয়ে শুকানো হচ্ছে। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা—   তারই প্রস্তুতি চলছে। কার্জন হল এলাকা, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
দড়িতে পোস্টার লাগিয়ে শুকানো হচ্ছে। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা— তারই প্রস্তুতি চলছে। কার্জন হল এলাকা, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক টিআইবি। কর্মসূচিটির সহযোগিতায় ছিল জেলা প্রশাসন। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ৯ ডিসেম্বর। ছবি: সাইয়ান
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক টিআইবি। কর্মসূচিটির সহযোগিতায় ছিল জেলা প্রশাসন। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ৯ ডিসেম্বর। ছবি: সাইয়ান
১৫ / ২১
একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশের ৬টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে। এর মধ্যে খুলনা-২ আসন একটি। খুলনা-২ আসনের বিভিন্ন স্থানে ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোট প্রদান সম্পর্কে ধারণা দেয় নির্বাচন কমিশন। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ৯ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশের ৬টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে। এর মধ্যে খুলনা-২ আসন একটি। খুলনা-২ আসনের বিভিন্ন স্থানে ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোট প্রদান সম্পর্কে ধারণা দেয় নির্বাচন কমিশন। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ৯ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
১৬ / ২১
ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটাতেই সাজানো রয়েছে কাঠ। ইট পোড়াতে কাঠ ব্যবহার নিষিদ্ধ। ছবি: প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটাতেই সাজানো রয়েছে কাঠ। ইট পোড়াতে কাঠ ব্যবহার নিষিদ্ধ। ছবি: প্রথম আলো
১৭ / ২১
বিজয়ের মাসে অনেকেই বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সড়কে সড়কে ঘুরে সেই পতাকা বিক্রি করছেন আলী আহমদ নামের এই ব্যক্তি। বড় উঠান এলাকা, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম, ৯ ডিসেম্বর। ছবি: মোরশেদ হোসেন
বিজয়ের মাসে অনেকেই বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সড়কে সড়কে ঘুরে সেই পতাকা বিক্রি করছেন আলী আহমদ নামের এই ব্যক্তি। বড় উঠান এলাকা, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম, ৯ ডিসেম্বর। ছবি: মোরশেদ হোসেন
১৮ / ২১
চাঁদের গাড়িগুলোতে (জিপ) বসতে পারেন ১৫ জন। কিন্তু গাড়িগুলোতে যাত্রী বহন করা হয় ৩০-৪০ জন। গাড়ির বার্নাডেও যাত্রী বসানোর কারণে চালকের সহকারীর ইশারায় গাড়ি চালাতে হয় চালককে। বোয়ালখালী নতুন বাজার এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
চাঁদের গাড়িগুলোতে (জিপ) বসতে পারেন ১৫ জন। কিন্তু গাড়িগুলোতে যাত্রী বহন করা হয় ৩০-৪০ জন। গাড়ির বার্নাডেও যাত্রী বসানোর কারণে চালকের সহকারীর ইশারায় গাড়ি চালাতে হয় চালককে। বোয়ালখালী নতুন বাজার এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
১৯ / ২১
‘বাংলাদেশে শিশুবিবাহ পরিস্থিতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা। সিএ ভবনের পঞ্চম তলা, প্রথম আলো কার্যালয়, ৯ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
‘বাংলাদেশে শিশুবিবাহ পরিস্থিতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা। সিএ ভবনের পঞ্চম তলা, প্রথম আলো কার্যালয়, ৯ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
২০ / ২১
হোলি আর্টিজান হামলা মামলার শুনানির তৃতীয় দিনে ৮ আসামির মধ্যে ছয় জঙ্গিকে আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
হোলি আর্টিজান হামলা মামলার শুনানির তৃতীয় দিনে ৮ আসামির মধ্যে ছয় জঙ্গিকে আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৯ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
২১ / ২১
কারখানায় জুতা তৈরি করতে আঠা লাগিয়ে আগুনের তাপ দিচ্ছেন দুই কর্মী। রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় এই জুতার খুচরা বাজারে বিক্রি হয় ১৫০ টাকা থেকে ৩০০ টাকায়। সম্প্রতি কাপ্তান বাজার এলাকা থেকে তোলা। ছবি: দীপু মালাকার
কারখানায় জুতা তৈরি করতে আঠা লাগিয়ে আগুনের তাপ দিচ্ছেন দুই কর্মী। রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় এই জুতার খুচরা বাজারে বিক্রি হয় ১৫০ টাকা থেকে ৩০০ টাকায়। সম্প্রতি কাপ্তান বাজার এলাকা থেকে তোলা। ছবি: দীপু মালাকার