এক ঝলক (১৫ ডিসেম্বর ২০১৮)

১ / ২১
ময়মনসিংহে জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। ঢাকা থেকে রোডমার্চ করে ময়মনসিংহে পৌঁছান তাঁরা। ময়মনসিংহ, ১৫ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
ময়মনসিংহে জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। ঢাকা থেকে রোডমার্চ করে ময়মনসিংহে পৌঁছান তাঁরা। ময়মনসিংহ, ১৫ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
২ / ২১
জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দেওয়া স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ। ময়মনসিংহ, ১৫ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দেওয়া স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ। ময়মনসিংহ, ১৫ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
৩ / ২১
নষ্ট মোবাইল ফোনের কি–প্যাড দিয়ে তৈরি হয়েছে সুন্দর এই শিল্পকর্ম। ২৪ বছরের ডিজায়ার কফি এটি তৈরি করেছেন। আবিদজান, আইভরি কোস্ট, ৩ ডিসেম্বর তোলা ছবিটি ১৫ ডিসেম্বর প্রকাশিত। ছবি: রয়টার্স
নষ্ট মোবাইল ফোনের কি–প্যাড দিয়ে তৈরি হয়েছে সুন্দর এই শিল্পকর্ম। ২৪ বছরের ডিজায়ার কফি এটি তৈরি করেছেন। আবিদজান, আইভরি কোস্ট, ৩ ডিসেম্বর তোলা ছবিটি ১৫ ডিসেম্বর প্রকাশিত। ছবি: রয়টার্স
৪ / ২১
টানা তিনদিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। রাঙামাটি, ১৪ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
টানা তিনদিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের ভিড়। রাঙামাটি, ১৪ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২১
উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ১০০টি স্কুলে বই নিয়ে যাচ্ছেন শিক্ষক ও তাঁদের সহযোগীরা। ১ জানুয়ারি থেকে বিনা মূল্যে বই বিতরণ উৎসব শুরু হবে। খাগড়াছড়ি, ১৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ১০০টি স্কুলে বই নিয়ে যাচ্ছেন শিক্ষক ও তাঁদের সহযোগীরা। ১ জানুয়ারি থেকে বিনা মূল্যে বই বিতরণ উৎসব শুরু হবে। খাগড়াছড়ি, ১৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
৬ / ২১
বর্ষায় প্রমত্ত পদ্মার বুকে এখন ধু ধু চর। ধূলিময় রাস্তায় ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন কুষ্টিয়া-পাবনার যাত্রীরা। পদ্মার চর, পাবনা, ১৪ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
বর্ষায় প্রমত্ত পদ্মার বুকে এখন ধু ধু চর। ধূলিময় রাস্তায় ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন কুষ্টিয়া-পাবনার যাত্রীরা। পদ্মার চর, পাবনা, ১৪ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
৭ / ২১
বসত বাড়িতে অনেকেই এখন হাঁস-মুরগির পাশাপাশি টার্কি ও তিতির পালন করেন। সুস্বাদু মাংস ও বাজারে ভালো দাম থাকায় এই মুরগি পালন বাড়ছে। প্রতিটি টার্কি ওজন ভেদে দুই থেকে তিন হাজার টাকা ও তিতির মুরগি ১৫০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়। সাম্প্রতিক তোলা ছবি, দাপুনিয়া, পাবনা। ছবি: হাসান মাহমুদ
বসত বাড়িতে অনেকেই এখন হাঁস-মুরগির পাশাপাশি টার্কি ও তিতির পালন করেন। সুস্বাদু মাংস ও বাজারে ভালো দাম থাকায় এই মুরগি পালন বাড়ছে। প্রতিটি টার্কি ওজন ভেদে দুই থেকে তিন হাজার টাকা ও তিতির মুরগি ১৫০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়। সাম্প্রতিক তোলা ছবি, দাপুনিয়া, পাবনা। ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
বিজয়ের মাসে চাহিদা বেড়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে পাবনায় পতাকা বিক্রি করতে আসেন অনেকে। ম্প্রতিক তোলা ছবি, ইন্দারা মোড়, পাবনা। ছবি: হাসান মাহমুদ
বিজয়ের মাসে চাহিদা বেড়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে পাবনায় পতাকা বিক্রি করতে আসেন অনেকে। ম্প্রতিক তোলা ছবি, ইন্দারা মোড়, পাবনা। ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
পদ্মা নদীতে পানি শুকিয়ে চর পড়েছে। গোধূলিবেলায় চরের বালিময় পথ দিয়ে ঘোড়াগাড়ি ছুটিয়ে ঘরে ফিরছেন এক চালক। পদ্মার চর, পাবনা, ১৪ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
পদ্মা নদীতে পানি শুকিয়ে চর পড়েছে। গোধূলিবেলায় চরের বালিময় পথ দিয়ে ঘোড়াগাড়ি ছুটিয়ে ঘরে ফিরছেন এক চালক। পদ্মার চর, পাবনা, ১৪ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
বিজয় দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পতাকার চাহিদাও বেড়ে যায়। ছোট-বড় প্রতিটি পতাকা ১০ থেকে ৩০০ টাকা করে বিক্রি হয়। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
বিজয় দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পতাকার চাহিদাও বেড়ে যায়। ছোট-বড় প্রতিটি পতাকা ১০ থেকে ৩০০ টাকা করে বিক্রি হয়। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১১ / ২১
বিজয় দিবস উপলক্ষে বাইসাইকেল র‍্যালি বের করে রোড স্টার রাইডার্স অব হিলস-খাগড়াছড়ি। চেঙ্গী স্কয়ার, খাগড়াছড়ি, ১৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
বিজয় দিবস উপলক্ষে বাইসাইকেল র‍্যালি বের করে রোড স্টার রাইডার্স অব হিলস-খাগড়াছড়ি। চেঙ্গী স্কয়ার, খাগড়াছড়ি, ১৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১২ / ২১
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ স্মৃতি ভাস্কর্য চেতনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধার সন্তান। টাউন হল, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে ১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ স্মৃতি ভাস্কর্য চেতনায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধার সন্তান। টাউন হল, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৩ / ২১
১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৫ ডিসেম্বর খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি বের করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৪ / ২১
অগ্নিনির্বাপণের জন্য খুলনা বিভাগে সংযোজন হলো আরও নতুন ৯০টি ওয়াটার মিস্ট ফায়ার ফাইটিং মোটরসাইকেল। বিজয় দিবস উপলক্ষে সেগুলো নিয়ে খুলনার বিভিন্ন সড়কে সচেতনতামূলক শোভাযাত্রা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নূরনগর, খুলনা, ১৫ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
অগ্নিনির্বাপণের জন্য খুলনা বিভাগে সংযোজন হলো আরও নতুন ৯০টি ওয়াটার মিস্ট ফায়ার ফাইটিং মোটরসাইকেল। বিজয় দিবস উপলক্ষে সেগুলো নিয়ে খুলনার বিভিন্ন সড়কে সচেতনতামূলক শোভাযাত্রা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নূরনগর, খুলনা, ১৫ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২১
হয়তো শিশুটি জানে না তার হাতের পাতাকার মর্মার্থ। হয়তো সে জানে না এ পতাকার ইতিহাস। সে শুধু জানে চারদিকে পতাকা, তার হাতেও পতাকা। ময়লাপোতা মোড়, খুলনা, ১৫ ডিসেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
হয়তো শিশুটি জানে না তার হাতের পাতাকার মর্মার্থ। হয়তো সে জানে না এ পতাকার ইতিহাস। সে শুধু জানে চারদিকে পতাকা, তার হাতেও পতাকা। ময়লাপোতা মোড়, খুলনা, ১৫ ডিসেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২১
ঘড়ির কাঁটায় রাত ১২টার পর শুরু হবে বিজয় দিবসের প্রথম প্রহর। মহান বিজয় দিবস উদযাপনে সর্বস্তরের মানুষ ছুটবেন শহীদদের শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ বেদি। শ্রদ্ধা নিবেদন উপলক্ষে তাই বেড়ে যায় ফুলের চাহিদা। ফুলের দোকানে ব্যস্ততা বেড়ে গেছে দোকানিদের। জেলরোড, সিলেট, ১৫ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
ঘড়ির কাঁটায় রাত ১২টার পর শুরু হবে বিজয় দিবসের প্রথম প্রহর। মহান বিজয় দিবস উদযাপনে সর্বস্তরের মানুষ ছুটবেন শহীদদের শ্রদ্ধা জানাতে। ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ বেদি। শ্রদ্ধা নিবেদন উপলক্ষে তাই বেড়ে যায় ফুলের চাহিদা। ফুলের দোকানে ব্যস্ততা বেড়ে গেছে দোকানিদের। জেলরোড, সিলেট, ১৫ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানির মেয়ে ও জামাতা ঈশা-আনন্দর বিয়ের গ্র্যান্ড রিসেপশন। অনুষ্ঠানের এক ফাঁকে মেয়ে-জামাতার সঙ্গে ছবি তোলেন আম্বানি দম্পতি। মুম্বাই, ভারত, ১৪ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
ভারতের বিশিষ্ট ব্যবসায়ী মুকেশ আম্বানির মেয়ে ও জামাতা ঈশা-আনন্দর বিয়ের গ্র্যান্ড রিসেপশন। অনুষ্ঠানের এক ফাঁকে মেয়ে-জামাতার সঙ্গে ছবি তোলেন আম্বানি দম্পতি। মুম্বাই, ভারত, ১৪ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
১৮ / ২১
শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে শনিবার পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর হাস্যোজ্জ্বল তিনি। দেশের স্থিতিশীলতার স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।  কলম্বো, শ্রীলঙ্কা, ১৫ ডিসেম্বর। ছবি: এএফপি
শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে শনিবার পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার পর হাস্যোজ্জ্বল তিনি। দেশের স্থিতিশীলতার স্বার্থে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। কলম্বো, শ্রীলঙ্কা, ১৫ ডিসেম্বর। ছবি: এএফপি
১৯ / ২১
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে সমঝোতায় সই করার পর করমর্দন করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানী (মাঝে), পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (ডানে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কাবুল, আফগানিস্তান, ১৫ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে সমঝোতায় সই করার পর করমর্দন করেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানী (মাঝে), পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (ডানে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কাবুল, আফগানিস্তান, ১৫ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
২০ / ২১
আর কয়েক দিন পরেই বড়দিন ও ইংরেজি নতুন বছর। চলছে উদযাপনের প্রস্তুতি। রঙিন আলোকসজ্জা পরীক্ষা করে দেখছে শ্রমিকেরা। মস্কো, রাশিয়া, ১৪ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
আর কয়েক দিন পরেই বড়দিন ও ইংরেজি নতুন বছর। চলছে উদযাপনের প্রস্তুতি। রঙিন আলোকসজ্জা পরীক্ষা করে দেখছে শ্রমিকেরা। মস্কো, রাশিয়া, ১৪ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
২১ / ২১
বড়দিন উপলক্ষে লেক ঘিরে প্রথমবারের মতো আয়োজন করা হয় সান্তা রান। সেখানে সান্তা ক্লজ ও বড়দিনের অন্যান্য চরিত্রের বেশে তাঁরা। মিনস্ক, বেলারুশ, ১৫ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
বড়দিন উপলক্ষে লেক ঘিরে প্রথমবারের মতো আয়োজন করা হয় সান্তা রান। সেখানে সান্তা ক্লজ ও বড়দিনের অন্যান্য চরিত্রের বেশে তাঁরা। মিনস্ক, বেলারুশ, ১৫ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স