এক ঝলক (০৯ জানুয়ারি ২০১৯)

১ / ৩৪
তাজা ফুলের পাশাপাশি অন্দরসজ্জায় নানা রঙের কৃত্রিম ফুলের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে শহরের মানুষের কাছে। রাজধানীতে কৃত্রিম ফুলের দোকানে প্রতিটি ফুল ২০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা মূল্যে বিভিন্ন ফুলের টবসহ বর্ণিল সব ফুল পাওয়া যায়। গুলশান, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
তাজা ফুলের পাশাপাশি অন্দরসজ্জায় নানা রঙের কৃত্রিম ফুলের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে শহরের মানুষের কাছে। রাজধানীতে কৃত্রিম ফুলের দোকানে প্রতিটি ফুল ২০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা মূল্যে বিভিন্ন ফুলের টবসহ বর্ণিল সব ফুল পাওয়া যায়। গুলশান, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
২ / ৩৪
মিউনিখের কাছে শেফলাকে প্রচণ্ড তুষারে ঢেকে যাওয়া রাস্তা মেশিনের সাহায্যে পরিষ্কার করছেন এক ব্যক্তি। জার্মানি, ৯ জানুয়ারি। ছবি: রযটার্স
মিউনিখের কাছে শেফলাকে প্রচণ্ড তুষারে ঢেকে যাওয়া রাস্তা মেশিনের সাহায্যে পরিষ্কার করছেন এক ব্যক্তি। জার্মানি, ৯ জানুয়ারি। ছবি: রযটার্স
৩ / ৩৪
সুদৃশ্য খেসারি কলাই ফুল। বুলনপুর, রাজশাহী, ৮ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
সুদৃশ্য খেসারি কলাই ফুল। বুলনপুর, রাজশাহী, ৮ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
৪ / ৩৪
গোধূলি বেলায় পদ্মার চরে ঘেসো জমিতে চরে বেড়াচ্ছে একটি ঘোড়া। পদ্মা নদী, দোগাছি, পাবনা, ৮ জানুয়ারী। ছবি: হাসান মাহমুদ
গোধূলি বেলায় পদ্মার চরে ঘেসো জমিতে চরে বেড়াচ্ছে একটি ঘোড়া। পদ্মা নদী, দোগাছি, পাবনা, ৮ জানুয়ারী। ছবি: হাসান মাহমুদ
৫ / ৩৪
শীতের কুয়াশাঢাকা সকালে একটু ওম চাই পায়রাটির। শহর এলাকা, পাবনা, ৯ জানুয়ারী। ছবি: হাসান মাহমুদ
শীতের কুয়াশাঢাকা সকালে একটু ওম চাই পায়রাটির। শহর এলাকা, পাবনা, ৯ জানুয়ারী। ছবি: হাসান মাহমুদ
৬ / ৩৪
কচু আবাদের জন্য ১৫ শতাংশ জমির পরিচর্যায় মগ্ন কৃষক। পল্লীমঙ্গল হাট, বগুড়া, ৯ জানুয়ারি । ছবি: সোয়েল রানা
কচু আবাদের জন্য ১৫ শতাংশ জমির পরিচর্যায় মগ্ন কৃষক। পল্লীমঙ্গল হাট, বগুড়া, ৯ জানুয়ারি । ছবি: সোয়েল রানা
৭ / ৩৪
খেত থেকে সদ্য আলু তোলা হয়ে গেছে। এখন পরবর্তী প্রস্তুতি। পেঁয়াজ বোনায় ব্যস্ত দুই কৃষক। শাখারিয়া বাড়ইপাড়া,বগুড়া, ৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
খেত থেকে সদ্য আলু তোলা হয়ে গেছে। এখন পরবর্তী প্রস্তুতি। পেঁয়াজ বোনায় ব্যস্ত দুই কৃষক। শাখারিয়া বাড়ইপাড়া,বগুড়া, ৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৮ / ৩৪
করতোয়া নদীর হাঁটুপানি ভেঙে পার হচ্ছে মানুষ। কদমতলী ঘাট, দত্তবাড়ি, বগুড়া, ৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
করতোয়া নদীর হাঁটুপানি ভেঙে পার হচ্ছে মানুষ। কদমতলী ঘাট, দত্তবাড়ি, বগুড়া, ৯ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৯ / ৩৪
শীতের দুপুরে মিষ্টি রোদে গা পেতে দিয়েছে দুই বাছুর। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাঁতী এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
শীতের দুপুরে মিষ্টি রোদে গা পেতে দিয়েছে দুই বাছুর। রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাঁতী এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
১০ / ৩৪
করতোয়া নদীর ধারে রোদ পোহাচ্ছেন  দুই সাপুড়ে। নাগরকান্দি,বগুড়া, ৯ জানুয়ারি।ছবি: সোয়েল রানা
করতোয়া নদীর ধারে রোদ পোহাচ্ছেন দুই সাপুড়ে। নাগরকান্দি,বগুড়া, ৯ জানুয়ারি।ছবি: সোয়েল রানা
১১ / ৩৪
সৌন্দর্য মেলে ধরেছে কসমস ফুল। সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
সৌন্দর্য মেলে ধরেছে কসমস ফুল। সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
১২ / ৩৪
কর্ণফুলী নদীতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ। সেই জাহাজ ঘাটে ফেরার পর তা থেকে বিভিন্ন পণ্য খালাসে ব্যস্ত শ্রমিকেরা। এসব পণ্য সড়কপথে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। আনু মাঝির ঘাট, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
কর্ণফুলী নদীতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পণ্যবাহী লাইটার জাহাজ। সেই জাহাজ ঘাটে ফেরার পর তা থেকে বিভিন্ন পণ্য খালাসে ব্যস্ত শ্রমিকেরা। এসব পণ্য সড়কপথে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। আনু মাঝির ঘাট, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৩ / ৩৪
কর্ণফুলী নদীর তীরে বিভিন্ন এলাকায় মেরামত করা হয় বেশ কিছু জাহাজ। কাজ শেষে এসব জাহাজ আবার ব্যবহার করা হয় বহির্নোঙর থেকে পণ্য খালাসের কাজে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে সদরঘাট এলাকায় একটি জাহাজ মেরামতের কাজে ব্যস্ত শ্রমিক। চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
কর্ণফুলী নদীর তীরে বিভিন্ন এলাকায় মেরামত করা হয় বেশ কিছু জাহাজ। কাজ শেষে এসব জাহাজ আবার ব্যবহার করা হয় বহির্নোঙর থেকে পণ্য খালাসের কাজে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে সদরঘাট এলাকায় একটি জাহাজ মেরামতের কাজে ব্যস্ত শ্রমিক। চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৪ / ৩৪
সড়কের ওপর থাকা বিভাজকগুলো কুয়াশার কারণে সকালে ও রাতে অনেক সময় দেখা যায় না। তাই দুর্ঘটনা এড়াতে সিটি করপোরেশন ও বিএসআরএমের উদ্যোগে রং করা হচ্ছে বিভাজকগুলো। বন্দর ভবন, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
সড়কের ওপর থাকা বিভাজকগুলো কুয়াশার কারণে সকালে ও রাতে অনেক সময় দেখা যায় না। তাই দুর্ঘটনা এড়াতে সিটি করপোরেশন ও বিএসআরএমের উদ্যোগে রং করা হচ্ছে বিভাজকগুলো। বন্দর ভবন, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৫ / ৩৪
চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বাঁশখালী উপজেলার সুদীর্ঘ ৩৭ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সমুদ্রসৈকত। সূর্যের আভা সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ছুটির দিনে ভ্রমণপিপাসুরা এই সমুদ্র সৈকত ভ্রমণে যান। বাহারছড়া সমুদ্র সৈকত, বাঁশখালী, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি:  জুয়েল শীল
চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বাঁশখালী উপজেলার সুদীর্ঘ ৩৭ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত সমুদ্রসৈকত। সূর্যের আভা সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ছুটির দিনে ভ্রমণপিপাসুরা এই সমুদ্র সৈকত ভ্রমণে যান। বাহারছড়া সমুদ্র সৈকত, বাঁশখালী, চট্টগ্রাম, ৮ জানুয়ারি। ছবি: জুয়েল শীল
১৬ / ৩৪
ভলিবল খেলায় মেতেছেন যুবকেরা। বাস টার্মিনাল সড়ক, খাগড়াছড়ি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ভলিবল খেলায় মেতেছেন যুবকেরা। বাস টার্মিনাল সড়ক, খাগড়াছড়ি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৭ / ৩৪
দুর্গম পাহাড়ি এলাকায় আর্থিক অসচ্ছলতার কারণে কৃষকেরা মেশিনের সাহায্যে বোরো ধানের চারা রোপণের কাজ করতে পারেন না। তাই শীতের সকালে লাঙল দিয়ে জমি তৈরি করছেন এক পাহাড়ি কৃষক। ছোট গাছবান, খাগড়াছড়ি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
দুর্গম পাহাড়ি এলাকায় আর্থিক অসচ্ছলতার কারণে কৃষকেরা মেশিনের সাহায্যে বোরো ধানের চারা রোপণের কাজ করতে পারেন না। তাই শীতের সকালে লাঙল দিয়ে জমি তৈরি করছেন এক পাহাড়ি কৃষক। ছোট গাছবান, খাগড়াছড়ি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৮ / ৩৪
সবুজের সমারোহে ফুটে আছে লাল জবা ফুল। আকৃতিগত কারণে এর নাম লঙ্কা বা মরিচ জবা। অন্য প্রজাতির চেয়ে এটিতে মধু বেশি হয় বলে এটি মধু জবা নামেও পরিচিত। নুরপুর বাইপাস, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সবুজের সমারোহে ফুটে আছে লাল জবা ফুল। আকৃতিগত কারণে এর নাম লঙ্কা বা মরিচ জবা। অন্য প্রজাতির চেয়ে এটিতে মধু বেশি হয় বলে এটি মধু জবা নামেও পরিচিত। নুরপুর বাইপাস, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৯ / ৩৪
সবুজ বনের ভেতরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ। পাহাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইট তৈরির জন্য। কলমপতি, কাউখালী, রাঙামাটি, ৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
সবুজ বনের ভেতরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ। পাহাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইট তৈরির জন্য। কলমপতি, কাউখালী, রাঙামাটি, ৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ৩৪
ইট তৈরি করার জন্য কাটা হচ্ছে পাহাড়। আর বনের কাঠ কেটে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। নষ্ট হচ্ছে পরিবেশ। মাঝের পাড়া, কাউখালী, রাঙামাটি, ৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
ইট তৈরি করার জন্য কাটা হচ্ছে পাহাড়। আর বনের কাঠ কেটে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। নষ্ট হচ্ছে পরিবেশ। মাঝের পাড়া, কাউখালী, রাঙামাটি, ৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ৩৪
বুনোফুলে মৌমাছির আনাগোনা। বয়রা, খুলনা, ৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বুনোফুলে মৌমাছির আনাগোনা। বয়রা, খুলনা, ৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২২ / ৩৪
বথুয়া শাকে লেগে আছে সকালের শিশিরবিন্দু। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
বথুয়া শাকে লেগে আছে সকালের শিশিরবিন্দু। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৩ / ৩৪
সবজিখেতের পাশের জমিতে হালচাষে ব্যস্ত এক কিশোর। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সবজিখেতের পাশের জমিতে হালচাষে ব্যস্ত এক কিশোর। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩৪
নিজের সবজিখেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। দীঘিরপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নিজের সবজিখেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। দীঘিরপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৫ / ৩৪
চলন্ত ট্রেনের সামনে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তেলিরাই, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
চলন্ত ট্রেনের সামনে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তেলিরাই, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৬ / ৩৪
কেটে নেওয়া ধানখেতে উড়ে উড়ে খাবারে সন্ধান করছে একটি বক। অনন্তপুর, সদর, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
কেটে নেওয়া ধানখেতে উড়ে উড়ে খাবারে সন্ধান করছে একটি বক। অনন্তপুর, সদর, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৭ / ৩৪
সিলেটের সুরমা নদীতে শিকারের জন্য ডানা মেলে উড়ছে চিল। কাজীরবাজার, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটের সুরমা নদীতে শিকারের জন্য ডানা মেলে উড়ছে চিল। কাজীরবাজার, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৮ / ৩৪
তাজমহলের নানা কারুকাজের আদলে তৈরি করা হচ্ছে খাটটি। এ জন্য নামকরণ করা হয়েছে তাজমহল। সেগুন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে তাজমহল খাটটি। দাম ধরা হয়েছে প্রায় এক লাখ টাকা। ভাঙ্গাব্রীজ, খাগড়াছড়ি, ০৯ জানুয়ারী। ছবি: নীরব চৌধুরী
তাজমহলের নানা কারুকাজের আদলে তৈরি করা হচ্ছে খাটটি। এ জন্য নামকরণ করা হয়েছে তাজমহল। সেগুন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে তাজমহল খাটটি। দাম ধরা হয়েছে প্রায় এক লাখ টাকা। ভাঙ্গাব্রীজ, খাগড়াছড়ি, ০৯ জানুয়ারী। ছবি: নীরব চৌধুরী
২৯ / ৩৪
ট্রেন যাচ্ছে, উড়ছে ধুলো। শুকনো মৌসুমে ঢাকা শহরে ধুলোর পরিমাণ বেশি হয়। বড় মগবাজার, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ট্রেন যাচ্ছে, উড়ছে ধুলো। শুকনো মৌসুমে ঢাকা শহরে ধুলোর পরিমাণ বেশি হয়। বড় মগবাজার, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩০ / ৩৪
গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরিশাল সিটি করপোরেশনে পাঠানো হয়েছে ২৬৮০টি কম্বল। সেগুলো অ্যানেক্স ভবনের গোডাউনে নিয়ে রাখা হচ্ছে। মেয়রের নির্দেশ অনুযায়ী পরে এসব কম্বল বিতরণ করা হবে। সদর রোড, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
গরিব ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরিশাল সিটি করপোরেশনে পাঠানো হয়েছে ২৬৮০টি কম্বল। সেগুলো অ্যানেক্স ভবনের গোডাউনে নিয়ে রাখা হচ্ছে। মেয়রের নির্দেশ অনুযায়ী পরে এসব কম্বল বিতরণ করা হবে। সদর রোড, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
৩১ / ৩৪
বরিশাল সদর উপজেলার ভাঙনকবলিত চরবাড়িয়া ইউনিয়ন। চরবাড়িয়া, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
বরিশাল সদর উপজেলার ভাঙনকবলিত চরবাড়িয়া ইউনিয়ন। চরবাড়িয়া, বরিশাল, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ান
৩২ / ৩৪
খেতে উৎপাদিত মাষকলাই নিয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক। সুতিয়াখালী, ময়মনসিংহ, ৯ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
খেতে উৎপাদিত মাষকলাই নিয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক। সুতিয়াখালী, ময়মনসিংহ, ৯ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
৩৩ / ৩৪
চিড়িয়াখানায় চলছে পশুপাখিদের মোট সংখ্যাসহ সার্বিক অবস্থা পরীক্ষা করে দেখছেন পশুচিকিৎসকেরা। ১০ বছরের এক প্যানথার কচ্ছপকে ওজন ও দৈর্ঘ্য মেপে দেখা হচ্ছে। দুইসবার্গ, জার্মানি, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
চিড়িয়াখানায় চলছে পশুপাখিদের মোট সংখ্যাসহ সার্বিক অবস্থা পরীক্ষা করে দেখছেন পশুচিকিৎসকেরা। ১০ বছরের এক প্যানথার কচ্ছপকে ওজন ও দৈর্ঘ্য মেপে দেখা হচ্ছে। দুইসবার্গ, জার্মানি, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
৩৪ / ৩৪
ব্যাগ, মাটির হাঁড়িতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী চিত্রাবলি। দৃষ্টিনন্দন বাহারি এসব পণ্য ক্রেতাদের আকৃষ্ট করছে সহজেই। ৯ জানুয়ারি, শাহবাগ, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
ব্যাগ, মাটির হাঁড়িতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী চিত্রাবলি। দৃষ্টিনন্দন বাহারি এসব পণ্য ক্রেতাদের আকৃষ্ট করছে সহজেই। ৯ জানুয়ারি, শাহবাগ, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন