এক ঝলক (০৩ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ৩২
শীতকাল বলে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে পানি কম। বর্ষা এলেই আবার প্রাণ ফিরে পাবে নদীটি। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
শীতকাল বলে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে পানি কম। বর্ষা এলেই আবার প্রাণ ফিরে পাবে নদীটি। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২ / ৩২
সবুজ পাহাড়ে ফুটেছে ডালিয়া ফুল। জয় নার্সারি, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে ফুটেছে ডালিয়া ফুল। জয় নার্সারি, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৩ / ৩২
সকালের সূর্যের আলোর প্রতিচ্ছবি পড়েছে ধানের খেতে। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
সকালের সূর্যের আলোর প্রতিচ্ছবি পড়েছে ধানের খেতে। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
৪ / ৩২
রাজধানীতে সূর্যোদয়। কারওয়ান বাজার, ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবু তাহের
রাজধানীতে সূর্যোদয়। কারওয়ান বাজার, ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবু তাহের
৫ / ৩২
যমুনার চরে ফলানো ফসল ঘোড়ার গাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সারিয়াকান্দি, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
যমুনার চরে ফলানো ফসল ঘোড়ার গাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সারিয়াকান্দি, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৬ / ৩২
বেগুনখেতের পোকা শিকার করতে বসে আছে বুলবুলি পাখি। গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বেগুনখেতের পোকা শিকার করতে বসে আছে বুলবুলি পাখি। গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৭ / ৩২
যমুনার চরে বসবাস করেন তাঁরা। সেখানে বালুমাটির কারণে চুলা তৈরির মাটি পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে মাটি সংগ্রহ করে ঘরে ফিরছেন চরের কয়েকজন নারী। নয়াপাড়াচর, সারিয়াকান্দি, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
যমুনার চরে বসবাস করেন তাঁরা। সেখানে বালুমাটির কারণে চুলা তৈরির মাটি পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে মাটি সংগ্রহ করে ঘরে ফিরছেন চরের কয়েকজন নারী। নয়াপাড়াচর, সারিয়াকান্দি, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৮ / ৩২
করতোয়া নদীর ওপর নির্মিত চেলোপাড়া সেতুর প্রতিবিম্ব। সেই সেতু দিয়ে পারাপার হচ্ছে লোকজন। চেলোপাড়া, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
করতোয়া নদীর ওপর নির্মিত চেলোপাড়া সেতুর প্রতিবিম্ব। সেই সেতু দিয়ে পারাপার হচ্ছে লোকজন। চেলোপাড়া, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৯ / ৩২
ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় এসআই ট্রাভেলসের বাসটির। এতে বিআরটিসির বাস মহাসড়কের পূর্ব পাশে খাদে পড়ে যায়। ঘোগা সেতু, শেরপুর, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সবুজ চৌধুরী
ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয় এসআই ট্রাভেলসের বাসটির। এতে বিআরটিসির বাস মহাসড়কের পূর্ব পাশে খাদে পড়ে যায়। ঘোগা সেতু, শেরপুর, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সবুজ চৌধুরী
১০ / ৩২
বেলা শেষে ছাগল নিয়ে বাড়ি ফিরছে শিশুটি। মহিনন্দ এলাকা, সদর উপজেলা, কিশোরগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
বেলা শেষে ছাগল নিয়ে বাড়ি ফিরছে শিশুটি। মহিনন্দ এলাকা, সদর উপজেলা, কিশোরগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
১১ / ৩২
শনিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের ব্যস্ততা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ২ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
শনিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের ব্যস্ততা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, ২ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
১২ / ৩২
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে দুই সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান উন্নতি হয়নি। মুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পারাপারের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে বিশৃঙ্খলা। পরীবাগ এলাকা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে দুই সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান উন্নতি হয়নি। মুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পারাপারের কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে বিশৃঙ্খলা। পরীবাগ এলাকা, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ৩২
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বয়স্ক ও অসহায় ১০০ জনকে কম্বল দেওয়া হয়। তাঁদের হাতে কম্বল তুলে দেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সা’দত স্মৃতিপল্লির চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ। সা’দত স্মৃতিপল্লি, রায়পুরা, নরসিংদী, ১ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বয়স্ক ও অসহায় ১০০ জনকে কম্বল দেওয়া হয়। তাঁদের হাতে কম্বল তুলে দেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সা’দত স্মৃতিপল্লির চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ। সা’দত স্মৃতিপল্লি, রায়পুরা, নরসিংদী, ১ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
১৪ / ৩২
নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা করে জেলা প্রশাসন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শাপলা চত্বর, খাগড়াছড়ি শহর, ২ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা করে জেলা প্রশাসন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শাপলা চত্বর, খাগড়াছড়ি শহর, ২ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৫ / ৩২
পাহাড়ে এখন শুকনো হলুদের ভরা মৌসুম। চলছে শুকনো হলুদের জমজমাট বেচাকেনা। প্রতি রোববার সাপ্তাহিক এই হাট থেকে হলুদ কিনতে আসেন শহরের পাইকারেরা। কুতুকছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ে এখন শুকনো হলুদের ভরা মৌসুম। চলছে শুকনো হলুদের জমজমাট বেচাকেনা। প্রতি রোববার সাপ্তাহিক এই হাট থেকে হলুদ কিনতে আসেন শহরের পাইকারেরা। কুতুকছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ৩২
রাধাচূড়া ফুলে প্রজাপতির নাচন। মানিকছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
রাধাচূড়া ফুলে প্রজাপতির নাচন। মানিকছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ৩২
পাকুড় ফল খাচ্ছে দুই শালিক। সাপছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পাকুড় ফল খাচ্ছে দুই শালিক। সাপছড়ি, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ৩২
হাওরে মাছ ধরতে এসেছিল শিশুটি। কাদামাখা মুখ নিয়ে ক্যামেরায় নির্মল হাসি তার। বাকগুল, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
হাওরে মাছ ধরতে এসেছিল শিশুটি। কাদামাখা মুখ নিয়ে ক্যামেরায় নির্মল হাসি তার। বাকগুল, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৯ / ৩২
ঠেলা জাল কাঁধে নিয়ে মাছ ধরতে হাওরের দিকে যাচ্ছে দুই শিশু। শিমুলকান্দি, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ঠেলা জাল কাঁধে নিয়ে মাছ ধরতে হাওরের দিকে যাচ্ছে দুই শিশু। শিমুলকান্দি, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২০ / ৩২
সবুজ নগরের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের লাগানো গাছগুলোর বর্তমান চিত্র। ধানমন্ডি পদচারী-সেতু, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
সবুজ নগরের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের লাগানো গাছগুলোর বর্তমান চিত্র। ধানমন্ডি পদচারী-সেতু, ঢাকা, ২ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ৩২
‘শিশুদের জন্য আমরা’ নামের শিশু আশ্রয়কেন্দ্রে টেলিভিশনে কার্টুন দেখছে শিশুরা। ছিন্নমূল শিশুদের এখানে আশ্রয় দেন প্রতিষ্ঠানের সভাপতি হাজেরা বেগম। উত্তর আদাবর, ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
‘শিশুদের জন্য আমরা’ নামের শিশু আশ্রয়কেন্দ্রে টেলিভিশনে কার্টুন দেখছে শিশুরা। ছিন্নমূল শিশুদের এখানে আশ্রয় দেন প্রতিষ্ঠানের সভাপতি হাজেরা বেগম। উত্তর আদাবর, ঢাকা, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২২ / ৩২
নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছে একঝাঁক হাঁস। কালীগঙ্গা নদী, তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছে একঝাঁক হাঁস। কালীগঙ্গা নদী, তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২৩ / ৩২
তুষারে ঢাকা পথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। চান্দ্রবর্ষের আগমন উপলক্ষে সেজেছে সাজানো হয়েছে এসব পথ। জাংয়ে, গানসু প্রদেশ, চীন, ২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তুষারে ঢাকা পথে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। চান্দ্রবর্ষের আগমন উপলক্ষে সেজেছে সাজানো হয়েছে এসব পথ। জাংয়ে, গানসু প্রদেশ, চীন, ২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২৪ / ৩২
কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের মধ্যে ফ্রি খাবার বিতরণ করছেন এক ব্যক্তি। প্রায়াগরাজ, ভারত, ৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের মধ্যে ফ্রি খাবার বিতরণ করছেন এক ব্যক্তি। প্রায়াগরাজ, ভারত, ৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২৫ / ৩২
খেত থেকে স্ট্রবেরি সংগ্রহ করছেন এক নারী।  ওয়াং নাম খাইয়ো, নাকহোন রাতচাসিমা প্রদেশ, থাইল্যান্ড, ২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
খেত থেকে স্ট্রবেরি সংগ্রহ করছেন এক নারী। ওয়াং নাম খাইয়ো, নাকহোন রাতচাসিমা প্রদেশ, থাইল্যান্ড, ২ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২৬ / ৩২
খুলনার রূপসা নদীর পারে আছে কয়েকটি লবণের মিল। মিলের লবণ রাজশাহী নিয়ে যাওয়ার উদ্দেশে শ্রমিকেরা ট্রলার থেকে ট্রাকে তুলছেন। ৪ নং ঘাট, খুলনা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খুলনার রূপসা নদীর পারে আছে কয়েকটি লবণের মিল। মিলের লবণ রাজশাহী নিয়ে যাওয়ার উদ্দেশে শ্রমিকেরা ট্রলার থেকে ট্রাকে তুলছেন। ৪ নং ঘাট, খুলনা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৭ / ৩২
খুলনাঞ্চলের সব থেকে বিশাল বাজার বড় বাজার, আশপাশের জেলা-উপজেলা থেকে হরেক রকম জিনিস নিতে আসেন ব্যবসায়ীরা। বড় পাতিল কিনেছেন নড়াইলের কোনো এক ডেকোরেটর দোকানদার। পাতিল  ট্রলারে পৌঁছে দিতে চলেছেন শ্রমিক। বড় বাজার, খুলনা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খুলনাঞ্চলের সব থেকে বিশাল বাজার বড় বাজার, আশপাশের জেলা-উপজেলা থেকে হরেক রকম জিনিস নিতে আসেন ব্যবসায়ীরা। বড় পাতিল কিনেছেন নড়াইলের কোনো এক ডেকোরেটর দোকানদার। পাতিল ট্রলারে পৌঁছে দিতে চলেছেন শ্রমিক। বড় বাজার, খুলনা, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৮ / ৩২
কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিরাপত্তাপিলারটি প্রায় দুই বছর আগে একটি কার্গোর ধাক্কায় ভেঙে বেঁকে যায়। এখন পর্যন্ত মেরামত না করায় নিরাপত্তার ঝুঁকি থেকেই যাচ্ছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, বরিশাল, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর নিরাপত্তাপিলারটি প্রায় দুই বছর আগে একটি কার্গোর ধাক্কায় ভেঙে বেঁকে যায়। এখন পর্যন্ত মেরামত না করায় নিরাপত্তার ঝুঁকি থেকেই যাচ্ছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, বরিশাল, ৩ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
২৯ / ৩২
বস্তা কাঁধে মো. শুক্কুর আলী। শুক্কুর আলীর ওজন ৬৫ থেকে ৭০ কেজি। জীবিকার তাগিদে ১১০ কেজি ওজনের শুকনা হলুদের বস্তা তিনি বহন করছেন। শুকনা হলুদ বাছাই করে বস্তায় ভরে ট্রাকে তুলে দিলে একজন শ্রমিক মজুরি হিসেবে পান ৬০ টাকা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
বস্তা কাঁধে মো. শুক্কুর আলী। শুক্কুর আলীর ওজন ৬৫ থেকে ৭০ কেজি। জীবিকার তাগিদে ১১০ কেজি ওজনের শুকনা হলুদের বস্তা তিনি বহন করছেন। শুকনা হলুদ বাছাই করে বস্তায় ভরে ট্রাকে তুলে দিলে একজন শ্রমিক মজুরি হিসেবে পান ৬০ টাকা। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
৩০ / ৩২
বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে শতাধিক ছবি স্থান পেয়েছে। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীতে শতাধিক ছবি স্থান পেয়েছে। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৩ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৩১ / ৩২
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে চলছে ১৫ দিনব্যাপী সিলেট বইমেলা। মেলায় আগত দর্শনার্থীরা বন্ধুসভার তৈরি ফটোফ্রেমে সেলফি তুলছেন। সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে চলছে ১৫ দিনব্যাপী সিলেট বইমেলা। মেলায় আগত দর্শনার্থীরা বন্ধুসভার তৈরি ফটোফ্রেমে সেলফি তুলছেন। সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩২ / ৩২
চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। জিরো পয়েন্ট, রাজশাহী, ৩ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। জিরো পয়েন্ট, রাজশাহী, ৩ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম