এক ঝলক (০৬ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ২২
বেলা শেষের লাল সূর্য। অস্তগামী সূর্য নতুন দিনের বার্তাই যেন দিচ্ছে। বছিলা, কেরানীগঞ্জ, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
বেলা শেষের লাল সূর্য। অস্তগামী সূর্য নতুন দিনের বার্তাই যেন দিচ্ছে। বছিলা, কেরানীগঞ্জ, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
২ / ২২
বাহারি রঙের ফড়িং। রাঙামাটি, ৬ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
বাহারি রঙের ফড়িং। রাঙামাটি, ৬ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২২
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন কসমস ফুল। মধুর খোঁজে সেখানে বেড়েছে মৌমাছির আনাগোনা। গোকুল, বগুড়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল  রানা
সড়কের ধারে ফুটে আছে দৃষ্টিনন্দন কসমস ফুল। মধুর খোঁজে সেখানে বেড়েছে মৌমাছির আনাগোনা। গোকুল, বগুড়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৪ / ২২
স্কুল থেকে ৬০০-৮০০ ফুট উচ্চতায় পাহাড়ের ওপর বাড়ি এই শিশুদের। ওঠানামার কষ্ট ছাপিয়ে আনন্দটাই বড় তাদের জীবনে। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
স্কুল থেকে ৬০০-৮০০ ফুট উচ্চতায় পাহাড়ের ওপর বাড়ি এই শিশুদের। ওঠানামার কষ্ট ছাপিয়ে আনন্দটাই বড় তাদের জীবনে। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৫ / ২২
ধান ও হলুদ রেখে শুকানোর জন্য বাঁশের পাত্র ও ডালা বানাতে ব্যস্ত কুমবারুং ত্রিপুরা। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ধান ও হলুদ রেখে শুকানোর জন্য বাঁশের পাত্র ও ডালা বানাতে ব্যস্ত কুমবারুং ত্রিপুরা। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৫ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৬ / ২২
গোমতী নদীর তীরে মাছ শিকার করছে এক বক। বাবুবাজার এলাকা, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
গোমতী নদীর তীরে মাছ শিকার করছে এক বক। বাবুবাজার এলাকা, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি। ছবি: এমদাদুল হক
৭ / ২২
একটু পরেই যেতে হবে স্কুলে। স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের মাঠে গরু বেঁধে রাখতে যাচ্ছে দুই ভাইবোন। মাঝিডাঙ্গা, বাগেরহাট, ৬ ফেব্রুয়ারি। ছবি: ইনজামামুল হক
একটু পরেই যেতে হবে স্কুলে। স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের মাঠে গরু বেঁধে রাখতে যাচ্ছে দুই ভাইবোন। মাঝিডাঙ্গা, বাগেরহাট, ৬ ফেব্রুয়ারি। ছবি: ইনজামামুল হক
৮ / ২২
বুনো ফুলের কাছে প্রজাপতির নাচন। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বুনো ফুলের কাছে প্রজাপতির নাচন। নুনছড়ি থলিপাড়া, খাগড়াছড়ি, ৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৯ / ২২
ধেয়ে আসছে ট্রেন। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। ট্রেনের আসা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই! তিন নম্বর রেলঘুমটি, বগুড়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
ধেয়ে আসছে ট্রেন। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। ট্রেনের আসা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই! তিন নম্বর রেলঘুমটি, বগুড়া, ৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১০ / ২২
ভাইয়ের স্নেহ। ছোট ভাইকে কোলে নিয়ে খাওয়াচ্ছে বড় ভাই। খর্নিয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ভাইয়ের স্নেহ। ছোট ভাইকে কোলে নিয়ে খাওয়াচ্ছে বড় ভাই। খর্নিয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
নছিমনে খড় নিয়ে চলেছেন এক চালক। ডুমুরিয়া, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
নছিমনে খড় নিয়ে চলেছেন এক চালক। ডুমুরিয়া, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২২
খাওয়ার পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা। বাগালি, কয়রা, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খাওয়ার পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা। বাগালি, কয়রা, খুলনা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
পাহাড়ি আনারসের ভালো ফলন হয়েছে এবার। রাঙামাটি শহরে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে। সমতা ঘাট, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি আনারসের ভালো ফলন হয়েছে এবার। রাঙামাটি শহরে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে। সমতা ঘাট, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২২
হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আসন্ন। চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে চলছে তুলির শেষ আঁচড়। নানা রঙে বিদ্যাদেবী সরস্বতীকে রাঙিয়ে দিচ্ছেন প্রতিমাশিল্পী। দাড়িয়াপাড়া, সিলেট, ৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আসন্ন। চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে চলছে তুলির শেষ আঁচড়। নানা রঙে বিদ্যাদেবী সরস্বতীকে রাঙিয়ে দিচ্ছেন প্রতিমাশিল্পী। দাড়িয়াপাড়া, সিলেট, ৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২২
উমেদপুর খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পোহাচ্ছন। বাঁশবাড়িয়া, পিরোজপুর, ৬ ফেব্রুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
উমেদপুর খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পোহাচ্ছন। বাঁশবাড়িয়া, পিরোজপুর, ৬ ফেব্রুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
১৬ / ২২
কীর্তনখোলা খালটিতে পলি জমায় গভীরতা কমেছে। খালে পানিও কম আসে। কিছু পানি এলেও নৌকা চলাচল করতে পারে না। কম পানিতে শামুক-ঝিনুক সংগ্রহে ব্যস্ত এক নারী। মোহাম্মদপুর, বরিশাল, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
কীর্তনখোলা খালটিতে পলি জমায় গভীরতা কমেছে। খালে পানিও কম আসে। কিছু পানি এলেও নৌকা চলাচল করতে পারে না। কম পানিতে শামুক-ঝিনুক সংগ্রহে ব্যস্ত এক নারী। মোহাম্মদপুর, বরিশাল, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
১৭ / ২২
নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: ফোকাস বাংলা
নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: ফোকাস বাংলা
১৮ / ২২
অমর একুশে গ্রন্থমেলার আজ ষষ্ঠ দিন । মেলায় বইপ্রেমীদের সমাগম বাড়ছে। পাঠকেরা মেলা আসছেন এবং বিভিন্ন স্টল থেকে বই পছন্দ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ঢাকা। ছবি: আবদুস সালাম
অমর একুশে গ্রন্থমেলার আজ ষষ্ঠ দিন । মেলায় বইপ্রেমীদের সমাগম বাড়ছে। পাঠকেরা মেলা আসছেন এবং বিভিন্ন স্টল থেকে বই পছন্দ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ঢাকা। ছবি: আবদুস সালাম
১৯ / ২২
বইমেলার একটি স্টলে সাজানো নতুন-পুরোনো বই। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ঢাকা। ছবি: আবদুস সালাম
বইমেলার একটি স্টলে সাজানো নতুন-পুরোনো বই। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ঢাকা। ছবি: আবদুস সালাম
২০ / ২২
হোলি আর্টিজান মামলার আসামিদের মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় । জনসন রোড, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
হোলি আর্টিজান মামলার আসামিদের মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় । জনসন রোড, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২১ / ২২
ট্রলার থেকে কয়লা নামাচ্ছেন শ্রমিকেরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
ট্রলার থেকে কয়লা নামাচ্ছেন শ্রমিকেরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
২২ / ২২
ফুটপাতে বিক্রি হচ্ছে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য। সন্ধ্যার পর জমজমাট এমন পণ্যের বাজার। মোহাম্মদপুর, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
ফুটপাতে বিক্রি হচ্ছে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য। সন্ধ্যার পর জমজমাট এমন পণ্যের বাজার। মোহাম্মদপুর, ঢাকা, ৬ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন