এক ঝলক (০৯ মার্চ ২০১৯)

১ / ২২
মেয়ে সাহিদা ও দুই নাতনিকে হারিয়ে আহাজারি করছেন লতা বেগম ও  আবদুর রশিদ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
মেয়ে সাহিদা ও দুই নাতনিকে হারিয়ে আহাজারি করছেন লতা বেগম ও আবদুর রশিদ। গত বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
২ / ২২
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মাঝখানে অতিরিক্ত মালবোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক, তাঁর সহকারী ও একজন পথচারী আহত হন। চৌমুহনী বাজারের পুলিশ সার্কেল কর্মকর্তার কার্যালয়ের সামনে। রাউজান, চট্টগ্রাম, ৯ মার্চ। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মাঝখানে অতিরিক্ত মালবোঝাই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক, তাঁর সহকারী ও একজন পথচারী আহত হন। চৌমুহনী বাজারের পুলিশ সার্কেল কর্মকর্তার কার্যালয়ের সামনে। রাউজান, চট্টগ্রাম, ৯ মার্চ। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৩ / ২২
পুকুরের শান্ত জলে ভেসে বেড়াচ্ছে দুটি রাজহাঁস। মিরাবাজার, সিলেট, ৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
পুকুরের শান্ত জলে ভেসে বেড়াচ্ছে দুটি রাজহাঁস। মিরাবাজার, সিলেট, ৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৪ / ২২
খাবার দেখেই হামলে পড়েছে শালিকের ঝাঁক। সাতমাথা, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
খাবার দেখেই হামলে পড়েছে শালিকের ঝাঁক। সাতমাথা, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
৫ / ২২
তাপমাত্রা বাড়ছে বলে বেড়েছে ডাবের চাহিদা। কলেজ রোড, মাগুরা, ৯ মার্চ। ছবি: কাজী আশিক রহমান
তাপমাত্রা বাড়ছে বলে বেড়েছে ডাবের চাহিদা। কলেজ রোড, মাগুরা, ৯ মার্চ। ছবি: কাজী আশিক রহমান
৬ / ২২
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর চরে বাদামের ব্যাপক ফলন হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মণ বাদামের দাম পাঁচ হাজার টাকা। বোয়ালখালী নতুন বাজার, খাগড়াছড়ি, ৯ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া।
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর চরে বাদামের ব্যাপক ফলন হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মণ বাদামের দাম পাঁচ হাজার টাকা। বোয়ালখালী নতুন বাজার, খাগড়াছড়ি, ৯ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া।
৭ / ২২
কাঁঠালের মুচিতে ভরে গেছে গাছ। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ
কাঁঠালের মুচিতে ভরে গেছে গাছ। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৮ / ২২
কে কাকে ছাড়িয়ে যাবে, এরই লড়াই। কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক, ভাদালিয়া, কুষ্টিয়া, ৯ মার্চ। ছবি: তৌহিদী হাসান
কে কাকে ছাড়িয়ে যাবে, এরই লড়াই। কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক, ভাদালিয়া, কুষ্টিয়া, ৯ মার্চ। ছবি: তৌহিদী হাসান
৯ / ২২
জিভে জল আনা টসটসে জামরুল। খেজুরবাগান হর্টিকালচারসেন্টার, খাগড়াছড়ি শহর, ৮ মার্চ। ছবি: নীরব চৌধুরী
জিভে জল আনা টসটসে জামরুল। খেজুরবাগান হর্টিকালচারসেন্টার, খাগড়াছড়ি শহর, ৮ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১০ / ২২
ঝাঁকাবোঝাই প্লাস্টিকের নানা জিনিস ফেরি করছেন ফেরিওয়ালা। মৌলভীবাজার, ৯ মার্চ। ছবি: আকমল হোসেন
ঝাঁকাবোঝাই প্লাস্টিকের নানা জিনিস ফেরি করছেন ফেরিওয়ালা। মৌলভীবাজার, ৯ মার্চ। ছবি: আকমল হোসেন
১১ / ২২
ভাট ফুলের মধু আহরণে মগ্ন মৌমাছি। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
ভাট ফুলের মধু আহরণে মগ্ন মৌমাছি। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
১২ / ২২
ভাটার সময় খালের পানি ঠেকেছে প্রায় তলানিতে। নৌকা ঠেলে বাড়ি  ফিরছেন তিনি। সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
ভাটার সময় খালের পানি ঠেকেছে প্রায় তলানিতে। নৌকা ঠেলে বাড়ি ফিরছেন তিনি। সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
পড়ন্ত বিকেলে মাছ ধরা শেষে নৌকা নিয়ে বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। চেঙ্গেরখাল নদ, সিলেট, ৯ মার্চ । ছবি: আনিস মাহমুদ
পড়ন্ত বিকেলে মাছ ধরা শেষে নৌকা নিয়ে বাড়ি ফিরছেন মৎস্যজীবীরা। চেঙ্গেরখাল নদ, সিলেট, ৯ মার্চ । ছবি: আনিস মাহমুদ
১৪ / ২২
প্রতীক বরাদ্দের পরপরই পোস্টারে ছেয়ে গেছে শহর। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় শুক্রবার। চৌরঙ্গী মোড়, মাগুরা, ৯ মার্চ। ছবি: কাজী আশিক রহমান
প্রতীক বরাদ্দের পরপরই পোস্টারে ছেয়ে গেছে শহর। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় শুক্রবার। চৌরঙ্গী মোড়, মাগুরা, ৯ মার্চ। ছবি: কাজী আশিক রহমান
১৫ / ২২
বিক্রির জন্য ভ্যানে ভরে শহরে আসছে মিষ্টিকুমড়া। সাতমাথা, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
বিক্রির জন্য ভ্যানে ভরে শহরে আসছে মিষ্টিকুমড়া। সাতমাথা, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
১৬ / ২২
রংপুরে কারমাইকেল কলেজ চত্বরের খেলার মাঠে আন্তবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন উচ্চমাধ্যমিক দলের উচ্ছ্বাস। রংপুর, ৯মার্চ। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে কারমাইকেল কলেজ চত্বরের খেলার মাঠে আন্তবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন উচ্চমাধ্যমিক দলের উচ্ছ্বাস। রংপুর, ৯মার্চ। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
মুড়ি ও মোয়া নিয়ে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা। বিভিন্ন ধরনের মুড়ি প্রতি কেজি ৫৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়। সাহাপট্টি, বরগুনা, ৩ মার্চ। ছবি: সাইয়ান
মুড়ি ও মোয়া নিয়ে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা। বিভিন্ন ধরনের মুড়ি প্রতি কেজি ৫৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়। সাহাপট্টি, বরগুনা, ৩ মার্চ। ছবি: সাইয়ান
১৮ / ২২
জমির উর্বরতা ও ফলন বাড়াতে সার ছিটাচ্ছেন কৃষক। লক্ষ্মীপুর, ৮ মার্চ। ছবি: এমদাদুল হক
জমির উর্বরতা ও ফলন বাড়াতে সার ছিটাচ্ছেন কৃষক। লক্ষ্মীপুর, ৮ মার্চ। ছবি: এমদাদুল হক
১৯ / ২২
দেখতে অসাধারণ ভুট্টা ফুল। কুন্দারঘোড়া, গলিয়ারা, কুমিল্লা, ৯ মার্চ। ছবি: এমদাদুল হক
দেখতে অসাধারণ ভুট্টা ফুল। কুন্দারঘোড়া, গলিয়ারা, কুমিল্লা, ৯ মার্চ। ছবি: এমদাদুল হক
২০ / ২২
কাঠিতে গোবর লাগিয়ে তৈরি করা হয়েছে ‘লাঠি’। রোদে শুকিয়ে এগুলো জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। লক্ষ্মীপুর, কুমিল্লা, ৯ মার্চ। ছবি: এমদাদুল হক
কাঠিতে গোবর লাগিয়ে তৈরি করা হয়েছে ‘লাঠি’। রোদে শুকিয়ে এগুলো জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। লক্ষ্মীপুর, কুমিল্লা, ৯ মার্চ। ছবি: এমদাদুল হক
২১ / ২২
ব্যবহৃত বোতল ধুয়ে পানি ভরা হচ্ছে আবার বিক্রি করার জন্য। এসব বোতল লঞ্চ টার্মিনাল এলাকায় বিক্রি করা হয় ১০ টাকা করে। সদরঘাট , ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
ব্যবহৃত বোতল ধুয়ে পানি ভরা হচ্ছে আবার বিক্রি করার জন্য। এসব বোতল লঞ্চ টার্মিনাল এলাকায় বিক্রি করা হয় ১০ টাকা করে। সদরঘাট , ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
২২ / ২২
সদরঘাট লঞ্চ টার্মিনালে উদ্ধার অভিযান চালাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।  ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
সদরঘাট লঞ্চ টার্মিনালে উদ্ধার অভিযান চালাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার