এক ঝলক (২০ মে ২০১৯)

১ / ১৯
নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বট গাছে উঠে ডাল বেয়ে পানিতে নামছে তারা। বিবিরবাজার, আদর্শ সদর, কুমিল্লা, ২০ মে। ছবি: এমদাদুল হক
নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বট গাছে উঠে ডাল বেয়ে পানিতে নামছে তারা। বিবিরবাজার, আদর্শ সদর, কুমিল্লা, ২০ মে। ছবি: এমদাদুল হক
২ / ১৯
অসুস্থ মনিরুজ্জামান ঢাকায় চিকিৎসা করিয়ে আজ যশোর যাবেন। মহাখালী থেকে গাবতলী বাস টার্মিনালে এসে তীব্র গরমে আবারও অসুস্থ অনুভব করেন সে। গরমে আরাম পেতে মাথায় ধরেছেন ঠান্ডা পানির বোতল। গাবতলী, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার
অসুস্থ মনিরুজ্জামান ঢাকায় চিকিৎসা করিয়ে আজ যশোর যাবেন। মহাখালী থেকে গাবতলী বাস টার্মিনালে এসে তীব্র গরমে আবারও অসুস্থ অনুভব করেন সে। গরমে আরাম পেতে মাথায় ধরেছেন ঠান্ডা পানির বোতল। গাবতলী, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার
৩ / ১৯
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বাস টার্মিনালের যাত্রী বিশ্রামাগারে বিশ্রাম নিচ্ছে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। গাবতলী, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বাস টার্মিনালের যাত্রী বিশ্রামাগারে বিশ্রাম নিচ্ছে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। গাবতলী, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার
৪ / ১৯
দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে সরকার জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নিয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে একটি দল এলাকায় এলাকায় গিয়ে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিচ্ছে। কামরাঙ্গীরচর, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে সরকার জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নিয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে একটি দল এলাকায় এলাকায় গিয়ে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দিচ্ছে। কামরাঙ্গীরচর, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
৫ / ১৯
বুনো ফুলের দানা খেতে এসেছে ছোট্ট মুনিয়া পাখি। আড়াইমাইল, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
বুনো ফুলের দানা খেতে এসেছে ছোট্ট মুনিয়া পাখি। আড়াইমাইল, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৯
গাছের ডালে বসে মজা করে লিচু খাচ্ছে কাঠবিড়ালি। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
গাছের ডালে বসে মজা করে লিচু খাচ্ছে কাঠবিড়ালি। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৯
ধানখেতের মধ্যে বসে পাকা ধান খাচ্ছে চড়ুই পাখি। অরণ্যপুর, আদর্শ সদর, কুমিল্লা, ২০ মে। ছবি: এমদাদুল হক
ধানখেতের মধ্যে বসে পাকা ধান খাচ্ছে চড়ুই পাখি। অরণ্যপুর, আদর্শ সদর, কুমিল্লা, ২০ মে। ছবি: এমদাদুল হক
৮ / ১৯
ইছামতী নদী এখন মৃতপ্রায়। কচুরিপানায় ভরে গেছে নদীটি। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মে। ছবি: সাজেদুল আলম
ইছামতী নদী এখন মৃতপ্রায়। কচুরিপানায় ভরে গেছে নদীটি। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মে। ছবি: সাজেদুল আলম
৯ / ১৯
পাহাড় রাঙানো কৃষ্ণচূড়া ফুলে এসেছে রঙিন প্রজাপতি। খেজুরবাগান, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
পাহাড় রাঙানো কৃষ্ণচূড়া ফুলে এসেছে রঙিন প্রজাপতি। খেজুরবাগান, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
১০ / ১৯
পাহাড়ে বোরো ধান পাকতে শুরু করেছে। এক মারমা নারী ধান কাটতে ব্যস্ত। পাশে তাঁর শিশু সন্তান। কালাডেবা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে বোরো ধান পাকতে শুরু করেছে। এক মারমা নারী ধান কাটতে ব্যস্ত। পাশে তাঁর শিশু সন্তান। কালাডেবা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৯
বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে লোকজন। কালাডেবা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
বাঁশের সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে লোকজন। কালাডেবা, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
১২ / ১৯
সড়কের ধারে বিক্রি হচ্ছে রসাল জামরুল। প্রতি কেজি জামরুল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সাতমাথা, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
সড়কের ধারে বিক্রি হচ্ছে রসাল জামরুল। প্রতি কেজি জামরুল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সাতমাথা, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
১৩ / ১৯
ব্যাগে করে সবজি নিয়ে শহরে বিক্রির পর সাইকেলে চেপে বাড়ি ফিরছেন কৃষক। সাবগ্রাম, বগুড়া, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
ব্যাগে করে সবজি নিয়ে শহরে বিক্রির পর সাইকেলে চেপে বাড়ি ফিরছেন কৃষক। সাবগ্রাম, বগুড়া, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
১৪ / ১৯
দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে স্তূপ করে রাখা হচ্ছে কাঁঠাল। পাহাড়ে কাঁঠালের ফলন ভালো হয়েছে। স্থানীয় হাট-বাজারে বিক্রির জন্য বিভিন্ন বাগান থেকে প্রচুর কাঁঠাল আসছে। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে স্তূপ করে রাখা হচ্ছে কাঁঠাল। পাহাড়ে কাঁঠালের ফলন ভালো হয়েছে। স্থানীয় হাট-বাজারে বিক্রির জন্য বিভিন্ন বাগান থেকে প্রচুর কাঁঠাল আসছে। বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ১৯
পাহাড়ি ছাত্র পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বিভিন্ন এলাকায় মিছিল হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট, রাঙামাটি, ২০ মে। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি ছাত্র পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বিভিন্ন এলাকায় মিছিল হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট, রাঙামাটি, ২০ মে। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৯
পূর্ণিমার চাঁদ। পলিটেকনিক কলেজ রোড, বরিশাল, ২০ মে। ছবি: সাইয়ান
পূর্ণিমার চাঁদ। পলিটেকনিক কলেজ রোড, বরিশাল, ২০ মে। ছবি: সাইয়ান
১৭ / ১৯
১৯ বছরের এক কোরীয় নারী ঐতিহ্যবাহী কাযদায় অভিবাদন জানাচ্ছেন। সেখানে ১৯ বছর মানেই বড় হয়ে যাওয়া। নামসান হানক, সিউল, দক্ষিণ কোরিয়া,২০ মে। ছবি: এএফপি
১৯ বছরের এক কোরীয় নারী ঐতিহ্যবাহী কাযদায় অভিবাদন জানাচ্ছেন। সেখানে ১৯ বছর মানেই বড় হয়ে যাওয়া। নামসান হানক, সিউল, দক্ষিণ কোরিয়া,২০ মে। ছবি: এএফপি
১৮ / ১৯
খেমারুজ শাসনামলে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মরণে প্রার্থনা করছেন এক নারী। কম্বোডিয়া, ২০মে। ছবি: এএফপি
খেমারুজ শাসনামলে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মরণে প্রার্থনা করছেন এক নারী। কম্বোডিয়া, ২০মে। ছবি: এএফপি
১৯ / ১৯
রাজধানীর নিউমার্কেট এলাকা যানজটমুক্ত রাখতে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে হকারদের। তাই মালপত্র নিয়ে সড়ক বিভাজনে আশ্রয় নিয়েছেন তাঁরা। মিরপুর সড়ক, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার
রাজধানীর নিউমার্কেট এলাকা যানজটমুক্ত রাখতে ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে হকারদের। তাই মালপত্র নিয়ে সড়ক বিভাজনে আশ্রয় নিয়েছেন তাঁরা। মিরপুর সড়ক, ঢাকা, ২০ মে। ছবি: দীপু মালাকার