এক ঝলক (০৯ জুন ২০১৯)

১ / ১১
রাজধানীর আকাশ আজ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর আকাশ আজ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
২ / ১১
হাওরের পানিতে জাল পেতে রেখেছিলেন মৎস্যজীবী। নৌকার মাথায় বসে এবার চলছে মাছ ধরা। হাওরের নতুন পানিতে ছোট মাছ ধরা পড়ে বেশি। জলকরকান্দি হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
হাওরের পানিতে জাল পেতে রেখেছিলেন মৎস্যজীবী। নৌকার মাথায় বসে এবার চলছে মাছ ধরা। হাওরের নতুন পানিতে ছোট মাছ ধরা পড়ে বেশি। জলকরকান্দি হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
৩ / ১১
খড়ের গাদায় পালা দিচ্ছেন কৃষকেরা। রুদ্রপুর এলাকা, চান্দাইকোনা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ জুন। ছবি: সাজেদুল আলম
খড়ের গাদায় পালা দিচ্ছেন কৃষকেরা। রুদ্রপুর এলাকা, চান্দাইকোনা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ জুন। ছবি: সাজেদুল আলম
৪ / ১১
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় আনারসের ফলন ভালো হয়েছে। মৌসুমের শুরু থেকে বাজারে চলছে আনারস বিকিকিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আনা আনারস বিক্রির জন্য রাখা হচ্ছে সিলেট নগরের কদমতলি এলাকায়। আকার ভেদে এক হালি আনারস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় আনারসের ফলন ভালো হয়েছে। মৌসুমের শুরু থেকে বাজারে চলছে আনারস বিকিকিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আনা আনারস বিক্রির জন্য রাখা হচ্ছে সিলেট নগরের কদমতলি এলাকায়। আকার ভেদে এক হালি আনারস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ১১
ক্লান্ত শরীরে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। হঠাৎ বৃষ্টি যেন বিড়ম্বনায় না ফেলতে পারে, সে জন্য পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছেন রিকশাটি। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
ক্লান্ত শরীরে রিকশায় ঘুমিয়ে পড়েছেন চালক। হঠাৎ বৃষ্টি যেন বিড়ম্বনায় না ফেলতে পারে, সে জন্য পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছেন রিকশাটি। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ৯ জুন। ছবি: আনিস মাহমুদ
৬ / ১১
গাছের ছায়ায় ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছেন ভ্যানচালক সুমন। শেরুয়া-ভবানীপুর সড়ক, ব্র্যাকমোড়, শাহ বন্দেগী, শেরপুর, বগুড়া, ৯ জুন। ছবি: সবুজ চৌধুরী
গাছের ছায়ায় ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছেন ভ্যানচালক সুমন। শেরুয়া-ভবানীপুর সড়ক, ব্র্যাকমোড়, শাহ বন্দেগী, শেরপুর, বগুড়া, ৯ জুন। ছবি: সবুজ চৌধুরী
৭ / ১১
গাছের ডালে পাশাপাশি বাসা বেঁধেছে মৌমাছি। মাতৃ মন্দির চত্বর, ভবানীপুর, শেরপুর, বগুড়া, ৯ জুন। ছবি: সবুজ চৌধুরী
গাছের ডালে পাশাপাশি বাসা বেঁধেছে মৌমাছি। মাতৃ মন্দির চত্বর, ভবানীপুর, শেরপুর, বগুড়া, ৯ জুন। ছবি: সবুজ চৌধুরী
৮ / ১১
টিলার ভাঁজে ভাঁজে সবুজ চা-পাতার সৌন্দর্য উপভোগ করছেন লোকজন। সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ
টিলার ভাঁজে ভাঁজে সবুজ চা-পাতার সৌন্দর্য উপভোগ করছেন লোকজন। সিলেট, ৮ জুন। ছবি: আনিস মাহমুদ
৯ / ১১
ঈদের ছুটিকে কেন্দ্র করে ফাঁকা রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান এলাকায় যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। গুলশান, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
ঈদের ছুটিকে কেন্দ্র করে ফাঁকা রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান এলাকায় যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। গুলশান, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
১০ / ১১
জমে থাকা বর্জ্য সড়ক বিভাজকে পোড়ানো হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। ভাটারা এলাকা, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
জমে থাকা বর্জ্য সড়ক বিভাজকে পোড়ানো হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। ভাটারা এলাকা, ঢাকা, ৯ জুন। ছবি: দীপু মালাকার
১১ / ১১
রাজধানীর কাঁঠালবাগানের একটি বহুতল ভবনের পঞ্চম তলায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্রি স্কুল স্ট্রিট, ধানমন্ডি, ৯ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর কাঁঠালবাগানের একটি বহুতল ভবনের পঞ্চম তলায় দুপুর ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্রি স্কুল স্ট্রিট, ধানমন্ডি, ৯ জুন। ছবি: দীপু মালাকার