এক ঝলক (১০ জুন ২০১৯)

১ / ৯
মুন্সিগঞ্জ থেকে সামিয়াকে (১৭) ঢাকায় নিয়ে আসছিলেন তার মা-বাবা। উদ্দেশ্য, মনোরোগ বিশেষজ্ঞ দেখানো। কিন্তু লঞ্চ টার্মিনালের ঘাটে ভিড়লেই সে ‘যাবে না’ বলেই লাফ দেয় বুড়িগঙ্গায়। বিপত্তি দেখে টার্মিনালের কর্মচারীরা প্রথমে তাকে উদ্ধার করে নৌকায় তোলেন, কিন্তু সে নৌকা থেকেই আবার নদীতে লাফিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে আবার পানি থেকে তুলে আনেন। পরে সবাই ধরাধরি করে তার মা-বাবার সঙ্গে অটোরিকশায় তুলে দেন। সদরঘাট, ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার
মুন্সিগঞ্জ থেকে সামিয়াকে (১৭) ঢাকায় নিয়ে আসছিলেন তার মা-বাবা। উদ্দেশ্য, মনোরোগ বিশেষজ্ঞ দেখানো। কিন্তু লঞ্চ টার্মিনালের ঘাটে ভিড়লেই সে ‘যাবে না’ বলেই লাফ দেয় বুড়িগঙ্গায়। বিপত্তি দেখে টার্মিনালের কর্মচারীরা প্রথমে তাকে উদ্ধার করে নৌকায় তোলেন, কিন্তু সে নৌকা থেকেই আবার নদীতে লাফিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে আবার পানি থেকে তুলে আনেন। পরে সবাই ধরাধরি করে তার মা-বাবার সঙ্গে অটোরিকশায় তুলে দেন। সদরঘাট, ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার
২ / ৯
ঈদের ছুটি শেষে কাজে ফিরছে মানুষ। ট্রেনের ভেতর সিট নেই তো ছাদই ভরসা। রেলস্টেশন, ময়মনসিংহ, ১০ জুন। ছবি: আনোয়ার হোসেন
ঈদের ছুটি শেষে কাজে ফিরছে মানুষ। ট্রেনের ভেতর সিট নেই তো ছাদই ভরসা। রেলস্টেশন, ময়মনসিংহ, ১০ জুন। ছবি: আনোয়ার হোসেন
৩ / ৯
ঘাস খাওয়ানোর জন্য জমির আইল ধরে নেওয়া হচ্ছে গরু। পুরাতন পানিসারা, বিশালপুর, শেরপুর, বগুড়া, ১০ জুন। ছবি: সবুজ চৌধুরী
ঘাস খাওয়ানোর জন্য জমির আইল ধরে নেওয়া হচ্ছে গরু। পুরাতন পানিসারা, বিশালপুর, শেরপুর, বগুড়া, ১০ জুন। ছবি: সবুজ চৌধুরী
৪ / ৯
ল্যান্টানা ফুলে বসে পাখা মেলেছে রঙিন প্রজাপতি। নতুনপাড়া এলাকা, রাঙামাটি শহর, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
ল্যান্টানা ফুলে বসে পাখা মেলেছে রঙিন প্রজাপতি। নতুনপাড়া এলাকা, রাঙামাটি শহর, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
বৃষ্টিভেজা বকুল ফুলে মৌমাছির গুঞ্জরণ। কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা, ৮ জুন। ছবি: আবদুর রহমান
বৃষ্টিভেজা বকুল ফুলে মৌমাছির গুঞ্জরণ। কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা, ৮ জুন। ছবি: আবদুর রহমান
৬ / ৯
বাজারে উঠেছে টসটসে পাকা জাম। পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার সময় এখন। গালাপট্টি এলাকা, বগুড়া শহর, ৯ জুন। ছবি: সোয়েল রানা
বাজারে উঠেছে টসটসে পাকা জাম। পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার সময় এখন। গালাপট্টি এলাকা, বগুড়া শহর, ৯ জুন। ছবি: সোয়েল রানা
৭ / ৯
আদরের শিশুকে দুধ খাওয়াচ্ছে মা বানর। আমছড়ি পাহাড়, রাঙামাটি, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
আদরের শিশুকে দুধ খাওয়াচ্ছে মা বানর। আমছড়ি পাহাড়, রাঙামাটি, ১০ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৯
ঈদের ছুটি শেষে ধীরে ধীরে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী। প্রিয়জনের সঙ্গে ঈদ করে কর্মব্যস্ত শহরে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার
ঈদের ছুটি শেষে ধীরে ধীরে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী। প্রিয়জনের সঙ্গে ঈদ করে কর্মব্যস্ত শহরে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ৯
সম্প্রতি হাতির ঝিলের পানি দূষিত হয়ে কালো রং ধারণ করেছে। ময়লা পানিতে নৌযান চলাচল করলেই সৃষ্ট হয় ঘন ফেনার। দুর্গন্ধে বিরক্ত এসব বোটের চলাচলকারীরাও। ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার
সম্প্রতি হাতির ঝিলের পানি দূষিত হয়ে কালো রং ধারণ করেছে। ময়লা পানিতে নৌযান চলাচল করলেই সৃষ্ট হয় ঘন ফেনার। দুর্গন্ধে বিরক্ত এসব বোটের চলাচলকারীরাও। ঢাকা, ১০ জুন। ছবি: দীপু মালাকার