এক ঝলক (২০ জুন ২০১৯)

১ / ৩৩
জাগরণী সংসদ খেলার মাঠে বড় পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছেন ক্রিকেটপ্রেমীরা। খিলগাঁও, ঢাকা, ২০ জুন। ছবি: আবদুস সালাম
জাগরণী সংসদ খেলার মাঠে বড় পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছেন ক্রিকেটপ্রেমীরা। খিলগাঁও, ঢাকা, ২০ জুন। ছবি: আবদুস সালাম
২ / ৩৩
নিরাপত্তার জন্য পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিড়াল ‘টুশি’কেও বাসা থেকে নিয়ে রাস্তায় নেমে এসেছে পুষ্পিতা। তাদের পাশের বাসা ১১ নম্বর হোল্ডিংয়ের শেলটেক টাওয়ার নামের একটি ১৫ তলা আবাসিক ভবনের ১১ তলায় বেলা ২ টার দিকে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবাগ, ২০ জুন। ছবি: দীপু মালাকার
নিরাপত্তার জন্য পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিড়াল ‘টুশি’কেও বাসা থেকে নিয়ে রাস্তায় নেমে এসেছে পুষ্পিতা। তাদের পাশের বাসা ১১ নম্বর হোল্ডিংয়ের শেলটেক টাওয়ার নামের একটি ১৫ তলা আবাসিক ভবনের ১১ তলায় বেলা ২ টার দিকে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবাগ, ২০ জুন। ছবি: দীপু মালাকার
৩ / ৩৩
সকালে একপশলা বৃষ্টি নামে রাজধানীতে। কাওরানবাজার, ঢাকা, ২০ জুন। ছবি: জিয়া ইসলাম
সকালে একপশলা বৃষ্টি নামে রাজধানীতে। কাওরানবাজার, ঢাকা, ২০ জুন। ছবি: জিয়া ইসলাম
৪ / ৩৩
পানাপুকুরে হাঁসের মচ্ছব। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৯ জুন। ছবি: সাজেদুল আলম
পানাপুকুরে হাঁসের মচ্ছব। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৯ জুন। ছবি: সাজেদুল আলম
৫ / ৩৩
কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের খেলা চলাকালে গ্যালারিতে প্যারাগুয়ের মডেল লারিসা রিকুয়ামেলের উল্লাস। মিনিয়ারো স্টেডিয়াম, বেলো হোরিজোন্তে, ব্রাজিল, ১৯ জুন। ছবি: এএফপি
কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের খেলা চলাকালে গ্যালারিতে প্যারাগুয়ের মডেল লারিসা রিকুয়ামেলের উল্লাস। মিনিয়ারো স্টেডিয়াম, বেলো হোরিজোন্তে, ব্রাজিল, ১৯ জুন। ছবি: এএফপি
৬ / ৩৩
শুভ্র পাখা মেলে উড়ে যাচ্ছে বক। শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২০ জুন। ছবি: আনিস মাহমুদ
শুভ্র পাখা মেলে উড়ে যাচ্ছে বক। শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২০ জুন। ছবি: আনিস মাহমুদ
৭ / ৩৩
সিলেটের সুরমা নদীতে নৌকায় করে মাছ ধরছেন এক মৎস্যজীবী। মাছিমপুর, সিলেট, ২০ জুন। ছবি: আনিস মাহমুদ
সিলেটের সুরমা নদীতে নৌকায় করে মাছ ধরছেন এক মৎস্যজীবী। মাছিমপুর, সিলেট, ২০ জুন। ছবি: আনিস মাহমুদ
৮ / ৩৩
প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ৩৩
জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণে বাজেট বরাদ্দের দাবিতে মানববন্ধন। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২০ জুন। ছবি: দিনার মাহমুদ
জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ ও নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণে বাজেট বরাদ্দের দাবিতে মানববন্ধন। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২০ জুন। ছবি: দিনার মাহমুদ
১০ / ৩৩
দুদকের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে নেওয়া হচ্ছে। জজ কোর্ট, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
দুদকের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে নেওয়া হচ্ছে। জজ কোর্ট, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
১১ / ৩৩
রোদের মধ্যে জমিতে হাল দিচ্ছেন কৃষক। দেবীদাসপুর, মনিরামপুর, যশোর, ২০ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
রোদের মধ্যে জমিতে হাল দিচ্ছেন কৃষক। দেবীদাসপুর, মনিরামপুর, যশোর, ২০ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ৩৩
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা। পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
১৩ / ৩৩
ফুটেছে বকুল ফুল। পৌর শিশু উদ্যান, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
ফুটেছে বকুল ফুল। পৌর শিশু উদ্যান, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা
১৪ / ৩৩
বর্ষায় ছাতার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। ছাতা তৈরিতে ব্যস্ত এক কারিগর। ট্রাংপট্টি, ময়মনসিংহ, ২০ জুন। ছবি: আনোয়ার হোসেন
বর্ষায় ছাতার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। ছাতা তৈরিতে ব্যস্ত এক কারিগর। ট্রাংপট্টি, ময়মনসিংহ, ২০ জুন। ছবি: আনোয়ার হোসেন
১৫ / ৩৩
রাস্তার মাঝে থাকা ড্রেনের ঢাকনা ভেঙে গেছে। অসতর্কতায় এখানে ঘটতে পারে দুর্ঘটনা। ট্রাংপট্টি, ময়মনসিংহ, ২০ জুন। ছবি: আনোয়ার হোসেন
রাস্তার মাঝে থাকা ড্রেনের ঢাকনা ভেঙে গেছে। অসতর্কতায় এখানে ঘটতে পারে দুর্ঘটনা। ট্রাংপট্টি, ময়মনসিংহ, ২০ জুন। ছবি: আনোয়ার হোসেন
১৬ / ৩৩
সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের রুলের রায় শুনতে তাঁর পরিবারের সদস্যরা হাইকোর্টে আসেন। হাইকোর্ট, ঢাকা, ২০ জুন। ছবি: হাসান রাজা
সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের রুলের রায় শুনতে তাঁর পরিবারের সদস্যরা হাইকোর্টে আসেন। হাইকোর্ট, ঢাকা, ২০ জুন। ছবি: হাসান রাজা
১৭ / ৩৩
জিমে সাইকেল চালাচ্ছেন এক নারী। কাবুল, আফগানিস্তান, ১৯ জুন। ছবি: রয়টার্স
জিমে সাইকেল চালাচ্ছেন এক নারী। কাবুল, আফগানিস্তান, ১৯ জুন। ছবি: রয়টার্স
১৮ / ৩৩
রংপুরের ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ। গুপ্তপাড়া, রংপুর, ২০ জুন। ছবি: মঈনুল ইসলাম
রংপুরের ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ। গুপ্তপাড়া, রংপুর, ২০ জুন। ছবি: মঈনুল ইসলাম
১৯ / ৩৩
রোহিঙ্গা শিশুদের আঁকা ছবি নিয়ে ইমকে সেন্টারে আজ সকালে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ধানমন্ডি, ঢাকা, ২০ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
রোহিঙ্গা শিশুদের আঁকা ছবি নিয়ে ইমকে সেন্টারে আজ সকালে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ধানমন্ডি, ঢাকা, ২০ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ৩৩
রাজধানীতে এক পশলা বৃষ্টি হয় সকালে। ধানমন্ডি, ঢাকা,২০ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীতে এক পশলা বৃষ্টি হয় সকালে। ধানমন্ডি, ঢাকা,২০ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ৩৩
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান। স্মৃতিচারণা করছেন মহিলা পরিষদের সহসভাপতি ফওজিয়া মোসলেম। হাটখোলা, ঢাকা, ২০ জুন। ছবি: আবদুস সালাম
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান। স্মৃতিচারণা করছেন মহিলা পরিষদের সহসভাপতি ফওজিয়া মোসলেম। হাটখোলা, ঢাকা, ২০ জুন। ছবি: আবদুস সালাম
২২ / ৩৩
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
২৩ / ৩৩
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। আনারকলি মার্কেট, মৌচাক, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। আনারকলি মার্কেট, মৌচাক, ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
২৪ / ৩৩
এসে গেছে বর্ষাকাল। নদীনালায় পানি আসার আগেই তৈরি হচ্ছে নৌকা । কাঠের প্রকারভেদে দুই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হবে ছোট এসব নৌকা। দোগাছি, পাবনা, ২০ জুন। ছবি: হাসান মাহমুদ
এসে গেছে বর্ষাকাল। নদীনালায় পানি আসার আগেই তৈরি হচ্ছে নৌকা । কাঠের প্রকারভেদে দুই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হবে ছোট এসব নৌকা। দোগাছি, পাবনা, ২০ জুন। ছবি: হাসান মাহমুদ
২৫ / ৩৩
মাকে হারিয়ে এদিক ওদিক কেঁদে ফিরছিল বিড়ালছানাটি। এক শিক্ষার্থী তাকে কোলে তুলে নেন। বাসায় নেওয়ার জন্য ফোনে মায়ের অনুমতি চাইলেও ধমক খেতে হয়। কারণ এর আগে বাড়িতে সে তিনটি বিড়াল নিয়ে গেছে। অসহায় বিড়ালছানাটি নিয়ে বড় বিড়ম্বনায় পড়েছে সে। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২০ জুন। ছবি: হাসান মাহমুদ
মাকে হারিয়ে এদিক ওদিক কেঁদে ফিরছিল বিড়ালছানাটি। এক শিক্ষার্থী তাকে কোলে তুলে নেন। বাসায় নেওয়ার জন্য ফোনে মায়ের অনুমতি চাইলেও ধমক খেতে হয়। কারণ এর আগে বাড়িতে সে তিনটি বিড়াল নিয়ে গেছে। অসহায় বিড়ালছানাটি নিয়ে বড় বিড়ম্বনায় পড়েছে সে। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২০ জুন। ছবি: হাসান মাহমুদ
২৬ / ৩৩
ফলটি পরিচিত আঁশফল নামে। বিভিন্ন বাড়ির গাছ থেকে ১০০ টি আঁশফল ৫০ টাকায় কিনে  খুলনা শহরে বিক্রি করছেনআব্দুস সাত্তার। পিকচার প্যালেস মোড়, খুলনা, ২০ জুন। ছবি: সাদ্দাম হোসেন
ফলটি পরিচিত আঁশফল নামে। বিভিন্ন বাড়ির গাছ থেকে ১০০ টি আঁশফল ৫০ টাকায় কিনে খুলনা শহরে বিক্রি করছেনআব্দুস সাত্তার। পিকচার প্যালেস মোড়, খুলনা, ২০ জুন। ছবি: সাদ্দাম হোসেন
২৭ / ৩৩
গরমে আনন্দের গোসল। চাঁদপুর, ২০ জুন। ছবি: আলম পলাশ
গরমে আনন্দের গোসল। চাঁদপুর, ২০ জুন। ছবি: আলম পলাশ
২৮ / ৩৩
বিশ্বকাপ ক্রিকেটে  অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ খেলায় স্টেডিয়ামের বাইরে ভক্তরা। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ খেলায় স্টেডিয়ামের বাইরে ভক্তরা। ছবি: রয়টার্স
২৯ / ৩৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ট্রেন্টব্রিজে বাংলাদেশের সমর্থকেরা। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ট্রেন্টব্রিজে বাংলাদেশের সমর্থকেরা। ছবি: রয়টার্স
৩০ / ৩৩
খেলা শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীতের বাজছে ট্রেন্টব্রিজে। ছবি: রয়টার্স
খেলা শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীতের বাজছে ট্রেন্টব্রিজে। ছবি: রয়টার্স
৩১ / ৩৩
ট্রেন্টব্রিজের মাঠ মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশি সমর্থকেরা। ছবি: রয়টার্স
ট্রেন্টব্রিজের মাঠ মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশি সমর্থকেরা। ছবি: রয়টার্স
৩২ / ৩৩
রাজধানীর সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছেই। মূলত চালকদের অসাবধানতাই এ দুর্ঘটনার প্রধান কারণ। টিএসসি এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর সড়কে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছেই। মূলত চালকদের অসাবধানতাই এ দুর্ঘটনার প্রধান কারণ। টিএসসি এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ হার্ড ব্রেক করলে পেছনে থাকা রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
৩৩ / ৩৩
বিগত কয়েক দিনের তীব্র দাবদাহের পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। গরমের পর এই বৃষ্টি হঠাৎ যেন স্বস্তি ফিরিয়ে দিয়েছিল নগরজীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
বিগত কয়েক দিনের তীব্র দাবদাহের পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। গরমের পর এই বৃষ্টি হঠাৎ যেন স্বস্তি ফিরিয়ে দিয়েছিল নগরজীবনে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার