এক ঝলক (০২ মে, ২০২০)

১ / ৭
কাঁচাবাজারে মানুষের চলাচল সব সময় বেশি থাকায় প্রবেশ মুখে বসানো হয়েছে জীবাণুনাশক ফটক। করোনাভাইরাসের জীবাণু থেকে রক্ষা পেতে এই ফটকের মধ্যে সারাক্ষণ ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মিরপুর ১, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
কাঁচাবাজারে মানুষের চলাচল সব সময় বেশি থাকায় প্রবেশ মুখে বসানো হয়েছে জীবাণুনাশক ফটক। করোনাভাইরাসের জীবাণু থেকে রক্ষা পেতে এই ফটকের মধ্যে সারাক্ষণ ছিটানো হচ্ছে জীবাণুনাশক। মিরপুর ১, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
২ / ৭
করোনাভাইরাসের বিস্তারের কারণে মানুষ ঘরবন্দী। খেতে কৃষকের ধান পেকে গেছে। যশোরে ধান কেটে দিচ্ছেন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। মনিরামপুর উপজেলা, যশোর, ১ মে। ছবি: এহসান উদ দৌলা
করোনাভাইরাসের বিস্তারের কারণে মানুষ ঘরবন্দী। খেতে কৃষকের ধান পেকে গেছে। যশোরে ধান কেটে দিচ্ছেন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। মনিরামপুর উপজেলা, যশোর, ১ মে। ছবি: এহসান উদ দৌলা
৩ / ৭
একে তো করোনার সংক্রমণের ভয়। তারওপর বৃষ্টি। তবু ঘরে থাকায় উপায় নেই এই সবজিবিক্রেতার।  ২ মে, মোহাম্মদপুর, ঢাকা। ছবি মানসুরা হোসাইন
একে তো করোনার সংক্রমণের ভয়। তারওপর বৃষ্টি। তবু ঘরে থাকায় উপায় নেই এই সবজিবিক্রেতার। ২ মে, মোহাম্মদপুর, ঢাকা। ছবি মানসুরা হোসাইন
৪ / ৭
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রস্তুত দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। এখানকার ট্রেড সেন্টারে ছয় ক্লাস্টারে ১ হাজার ৪৮৮টি বেড রয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা, ২ মে। ছবি: আবদুস সালাম
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রস্তুত দেশের বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। এখানকার ট্রেড সেন্টারে ছয় ক্লাস্টারে ১ হাজার ৪৮৮টি বেড রয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা, ২ মে। ছবি: আবদুস সালাম
৫ / ৭
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বন্ধ করা হয়েছে সব ধরনের নৌচলাচল। দীর্ঘদিন লঞ্চঘাটে মানুষের চলাচল না থাকায় পল্টুনের ওপর মরিচা ধরেছে। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বন্ধ করা হয়েছে সব ধরনের নৌচলাচল। দীর্ঘদিন লঞ্চঘাটে মানুষের চলাচল না থাকায় পল্টুনের ওপর মরিচা ধরেছে। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
৬ / ৭
অসহায় মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করে মজার ইসকুল নামের একটি সামাজিক সংগঠন। সামাজিক দূরত্ব মেনে ইফতারের অপেক্ষায় আছে ছিন্নমূল মানুষেরা। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
অসহায় মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করে মজার ইসকুল নামের একটি সামাজিক সংগঠন। সামাজিক দূরত্ব মেনে ইফতারের অপেক্ষায় আছে ছিন্নমূল মানুষেরা। সদরঘাট, ঢাকা, ২ মে। ছবি: আশরাফুল আলম
৭ / ৭
করোনা আক্রান্ত ৮ জন রোগী মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। তাদের হাততালি নিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছবি: প্রথম আলো
করোনা আক্রান্ত ৮ জন রোগী মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। তাদের হাততালি নিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছবি: প্রথম আলো