এক ঝলক (০৩ জুলাই , ২০২০)

১ / ১৯
করোনার কারণে অনেক ভাড়াটিয়া চলে গেছে। তাই শহরজুড়ে টু-লেট লেখা সাইনবোর্ড। নিরালা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
করোনার কারণে অনেক ভাড়াটিয়া চলে গেছে। তাই শহরজুড়ে টু-লেট লেখা সাইনবোর্ড। নিরালা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
শ্বাসকষ্টে ভুগতে থাকা শিশুটিকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু গত দুই দিনে জমা হওয়া হাসপাতালের খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। এক মামার হাতে অক্সিজেন সিলিন্ডার ও আরেক মামা কোলে করে শিশুটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। গতকাল বেলা একটায়।  ছবি: সৌরভ দাশ
শ্বাসকষ্টে ভুগতে থাকা শিশুটিকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু গত দুই দিনে জমা হওয়া হাসপাতালের খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। এক মামার হাতে অক্সিজেন সিলিন্ডার ও আরেক মামা কোলে করে শিশুটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। গতকাল বেলা একটায়। ছবি: সৌরভ দাশ
৩ / ১৯
পাঁচ বছরের ছেলে জুবায়ের হোসেনের অস্ত্রোপচারের জন্য পরীক্ষা করাতে হবে করোনাভাইরাস। তাই বাবা আবদুর রহমান সকাল থেকে ছেলেকে নিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে বসে পড়েন। এ সময় ক্লান্ত ছেলে বাবার কোলে মাথা দিয়ে বসে পড়ে। গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।  ছবি: সাজিদ হোসেন
পাঁচ বছরের ছেলে জুবায়ের হোসেনের অস্ত্রোপচারের জন্য পরীক্ষা করাতে হবে করোনাভাইরাস। তাই বাবা আবদুর রহমান সকাল থেকে ছেলেকে নিয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে বসে পড়েন। এ সময় ক্লান্ত ছেলে বাবার কোলে মাথা দিয়ে বসে পড়ে। গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: সাজিদ হোসেন
৪ / ১৯
জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত যানের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন পথচারী। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা, ২ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত যানের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন পথচারী। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা, ২ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৯
করোনার মধ্যে ঘটা করে বিয়েশাদির আয়োজন নেই। ক্রেতা না থাকায় বিপাকে বিবাহ সামগ্রী বিক্রি করা দোকানের মালিক-কর্মচারীরা। এলিফ্যান্ট রোড, ঢাকা, ঢাকা, ২ জুলাই। ছবি: দীপু মালাকার
করোনার মধ্যে ঘটা করে বিয়েশাদির আয়োজন নেই। ক্রেতা না থাকায় বিপাকে বিবাহ সামগ্রী বিক্রি করা দোকানের মালিক-কর্মচারীরা। এলিফ্যান্ট রোড, ঢাকা, ঢাকা, ২ জুলাই। ছবি: দীপু মালাকার
৬ / ১৯
রেড জোন ওয়ারী এলাকার একটি শপিংমলে বিক্রির জন্য ডামি ডলকে পিপিই পরিয়ে রাখা হয়েছে। ওয়ারী, ঢাকা, ২ জুলাই। ছবি: দীপু মালাকার
রেড জোন ওয়ারী এলাকার একটি শপিংমলে বিক্রির জন্য ডামি ডলকে পিপিই পরিয়ে রাখা হয়েছে। ওয়ারী, ঢাকা, ২ জুলাই। ছবি: দীপু মালাকার
৭ / ১৯
প্রচণ্ড গরমের মধ্যে ঝুঁকি নিয়ে ওয়েল্ডিং ও যন্ত্রপাতির কাজ করছেন শ্রমিকেরা। ডেমরা, ঢাকা ২ জুলাই। ছবি: হাসান রাজা
প্রচণ্ড গরমের মধ্যে ঝুঁকি নিয়ে ওয়েল্ডিং ও যন্ত্রপাতির কাজ করছেন শ্রমিকেরা। ডেমরা, ঢাকা ২ জুলাই। ছবি: হাসান রাজা
৮ / ১৯
হাট থেকে নৌকা কিনে তা নসিমনে করে নিয়ে যাওয়া হচ্ছে। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ৩ জুলাই। ছবি: সাইয়ান
হাট থেকে নৌকা কিনে তা নসিমনে করে নিয়ে যাওয়া হচ্ছে। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ৩ জুলাই। ছবি: সাইয়ান
৯ / ১৯
সড়কে গর্ত আছে। আছে ভাঙাচোরা। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে বেঞ্চ পাতা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়ক, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
সড়কে গর্ত আছে। আছে ভাঙাচোরা। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে বেঞ্চ পাতা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়ক, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৯
লকডাউন করা এলাকায় বাঁশের প্রতিবন্ধকতার নিচ দিয়েই চলছে আসা-যাওয়া। অনেকে নিয়ম মানতে চাইছেন না। হাজী বাড়ি মোড়, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
লকডাউন করা এলাকায় বাঁশের প্রতিবন্ধকতার নিচ দিয়েই চলছে আসা-যাওয়া। অনেকে নিয়ম মানতে চাইছেন না। হাজী বাড়ি মোড়, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৯
হেলমেটে মুঠোফোন যন্ত্র গুঁজে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন চালক। নিরালা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
হেলমেটে মুঠোফোন যন্ত্র গুঁজে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন চালক। নিরালা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রেহাই পেতে এই শিশুটি খোলা জায়গায় স্বাস্থ্যবিধি না মেনে কোমল পানীয় পান করছে। লক্ষ্মীবাজার, ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রেহাই পেতে এই শিশুটি খোলা জায়গায় স্বাস্থ্যবিধি না মেনে কোমল পানীয় পান করছে। লক্ষ্মীবাজার, ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
১৩ / ১৯
বাহাদুর শাহ্ পার্কের সামনের পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত । সেখানে আশ্রয় নিয়েছে ভাসমান মানুষেরা। ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
বাহাদুর শাহ্ পার্কের সামনের পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত । সেখানে আশ্রয় নিয়েছে ভাসমান মানুষেরা। ঢাকা, ৩ জুলাই। ছবি: দীপু মালাকার
১৪ / ১৯
বাজারে উঠেছে লোভনীয় ফল লটকন। পাইকারিতে প্রতি মণ ১৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
বাজারে উঠেছে লোভনীয় ফল লটকন। পাইকারিতে প্রতি মণ ১৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
গাছতলায় ঝরে পড়েছে হিজল ফুল। তা দেখে আকৃষ্ট হয়ে মালা তৈরির জন্য কুড়িয়ে নিচ্ছে দুই শিশু। জেল বাগান এলাকা, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
গাছতলায় ঝরে পড়েছে হিজল ফুল। তা দেখে আকৃষ্ট হয়ে মালা তৈরির জন্য কুড়িয়ে নিচ্ছে দুই শিশু। জেল বাগান এলাকা, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
নানিবাড়ি বেড়াতে গিয়েছিল দুই কিশোর। সেখান থেকে খেজুর নিয়ে সাইকেলে করে বাড়িতে ফিরছেন তারা। স্টেশন সড়ক, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
নানিবাড়ি বেড়াতে গিয়েছিল দুই কিশোর। সেখান থেকে খেজুর নিয়ে সাইকেলে করে বাড়িতে ফিরছেন তারা। স্টেশন সড়ক, বগুড়া, ৩ জুলাই। ছবি: সোয়েল রানা
১৭ / ১৯
তুরাগের অবৈধ উচ্ছেদ-পরবর্তী নদের তীরে পুরোদমে চলছে প্রকল্পের কাজ। মিরপুর, জহুরাবাদ, ঢাকা, ৩ জুলাই। ছবি: আশরাফুল আলম
তুরাগের অবৈধ উচ্ছেদ-পরবর্তী নদের তীরে পুরোদমে চলছে প্রকল্পের কাজ। মিরপুর, জহুরাবাদ, ঢাকা, ৩ জুলাই। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৯
খালি তেলের ড্রাম কারওয়ান বাজার থেকে কিনে সদরঘাট নিয়ে যাওয়ার পথে রাস্তার খানাখন্দে ভ্যানটি উল্টে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি,৩ জুলাই। ছবি: আশরাফুল আলম
খালি তেলের ড্রাম কারওয়ান বাজার থেকে কিনে সদরঘাট নিয়ে যাওয়ার পথে রাস্তার খানাখন্দে ভ্যানটি উল্টে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি,৩ জুলাই। ছবি: আশরাফুল আলম
১৯ / ১৯
প্রচণ্ড গরমে তুরাগ নদে গোসল করতে আসে শিশু-কিশোরেরা। বালুর ট্রলারে উঠে ঝুঁকি নিয়ে পানিতে লাফিয়ে পড়ে অনেকেই। এতে স্রোতের টানে ট্রলারের নিচে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মিরপুর বেড়িবাঁধ, জহুরাবাদ, ঢাকা, ৩ জুলাই। ছবি: আশরাফুল আলম
প্রচণ্ড গরমে তুরাগ নদে গোসল করতে আসে শিশু-কিশোরেরা। বালুর ট্রলারে উঠে ঝুঁকি নিয়ে পানিতে লাফিয়ে পড়ে অনেকেই। এতে স্রোতের টানে ট্রলারের নিচে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মিরপুর বেড়িবাঁধ, জহুরাবাদ, ঢাকা, ৩ জুলাই। ছবি: আশরাফুল আলম