এক ঝলক (১৪ জুলাই , ২০২০)

১ / ১২
পাতার ফাঁকে ডালিম ফুল। মুজগুন্নী এলাকা, খুলনা, ১৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
পাতার ফাঁকে ডালিম ফুল। মুজগুন্নী এলাকা, খুলনা, ১৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রায় সব কটি উপজেলা বন্যাকবলিত। ঘর ছেড়ে তাই নিরাপদে যাচ্ছেন তিনি। সঙ্গী হয়েছে আদরে পোষা বিড়ালটাও। নতুন পাড়া, সুনামগঞ্জ, ১৩ জুলাই। ছবি: আনিস মাহমুদ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রায় সব কটি উপজেলা বন্যাকবলিত। ঘর ছেড়ে তাই নিরাপদে যাচ্ছেন তিনি। সঙ্গী হয়েছে আদরে পোষা বিড়ালটাও। নতুন পাড়া, সুনামগঞ্জ, ১৩ জুলাই। ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
মারো টান—হেঁইও! বানভাসি মানুষ যাচ্ছিলেন ত্রাণের খোঁজে, মাঝ নদীতে চরে আটকে গেছে নৌকা। ঢুষমারা,কাউনিয়া,রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
মারো টান—হেঁইও! বানভাসি মানুষ যাচ্ছিলেন ত্রাণের খোঁজে, মাঝ নদীতে চরে আটকে গেছে নৌকা। ঢুষমারা,কাউনিয়া,রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
বন্যায় ঘরবন্দী শিশু। করার কিছুই নেই। তাই জানালা দিয়ে পানি ছুঁযে দেখছে। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
বন্যায় ঘরবন্দী শিশু। করার কিছুই নেই। তাই জানালা দিয়ে পানি ছুঁযে দেখছে। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
চলতি আমন মৌসুমে বরেন্দ্র অঞ্চলে ধান রোপণের কাজে মগ্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোল সম্প্রদায়ের নারীরা। বাবুডাইং, মোহনপুর, গোদাগাড়ী উপজেলা, রাজশাহী, ১৩ জুলাই। ছবি: প্রথম আলো
চলতি আমন মৌসুমে বরেন্দ্র অঞ্চলে ধান রোপণের কাজে মগ্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোল সম্প্রদায়ের নারীরা। বাবুডাইং, মোহনপুর, গোদাগাড়ী উপজেলা, রাজশাহী, ১৩ জুলাই। ছবি: প্রথম আলো
৬ / ১২
করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৯ দিন আগে চিকিৎসার জন্য ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে স্বজনের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আনন্দে করোনা জয়ের চিহ্ন দেখান তিনি। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।  ছবি: শুভ্র কান্তি দাশ
করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৯ দিন আগে চিকিৎসার জন্য ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে স্বজনের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আনন্দে করোনা জয়ের চিহ্ন দেখান তিনি। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১২
লকডাউন শিথিলতায় সড়কে যানবাহন চলাচল বেড়েছে। ফিরে এসেছে সেই গাড়িচাপা পড়ার ভয়। আনমনে রাস্তা পার হতে গিয়ে এই অবস্থা। শাহবাগ মোড়, ঢাকা, ১৩ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
লকডাউন শিথিলতায় সড়কে যানবাহন চলাচল বেড়েছে। ফিরে এসেছে সেই গাড়িচাপা পড়ার ভয়। আনমনে রাস্তা পার হতে গিয়ে এই অবস্থা। শাহবাগ মোড়, ঢাকা, ১৩ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
৮ / ১২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর নৌঘাঁটিতে গত রোববার যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডে (এলএইচডি৬) বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় জাহাজটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা যায়। এতে ১৭ নাবিকসহ আহত হন ২১ জন। গতকাল সোমবার ছবিটি প্রকাশ করে মার্কিন নৌবাহিনী।  ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর নৌঘাঁটিতে গত রোববার যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডে (এলএইচডি৬) বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় জাহাজটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা যায়। এতে ১৭ নাবিকসহ আহত হন ২১ জন। গতকাল সোমবার ছবিটি প্রকাশ করে মার্কিন নৌবাহিনী। ছবি: এএফপি
৯ / ১২
মা আয়েশা আক্তারকে মুগদা হাসপাতালে ভর্তি করাতে ব্যস্ত স্বজনেরা। মায়ের জন্য মন খারাপ করে বসে আছে দুই ভাইবোন।মুগদা,ঢাকা, ১৪ জুলাই। ছবি: দীপু মালাকার
মা আয়েশা আক্তারকে মুগদা হাসপাতালে ভর্তি করাতে ব্যস্ত স্বজনেরা। মায়ের জন্য মন খারাপ করে বসে আছে দুই ভাইবোন।মুগদা,ঢাকা, ১৪ জুলাই। ছবি: দীপু মালাকার
১০ / ১২
ঘরবাড়ি প্লাবিত হওয়ায় নৌযানে করে গবাদিপশুসহ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে একটি পরিবার। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
ঘরবাড়ি প্লাবিত হওয়ায় নৌযানে করে গবাদিপশুসহ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে একটি পরিবার। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে ডুবে গেছে এলাকা। এখন গবাদিপশু রাখার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন এক ব্যক্তি। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে ডুবে গেছে এলাকা। এখন গবাদিপশু রাখার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন এক ব্যক্তি। ঢুষমারা, কাউনিয়া, রংপুর, ১৩ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
আষাঢ়ের দুপুরে পুকুরের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোর। জোড়াগেট এলাকা, খুলনা, ১৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
আষাঢ়ের দুপুরে পুকুরের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোর। জোড়াগেট এলাকা, খুলনা, ১৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন