ছবিতে আজ (২১ আগস্ট ২০১৫)

১ / ১৫
দুই শালিকে সুখ। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পাশে খাবার খুঁজছে ওরা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: সোয়েল রানা, বগুড়া
দুই শালিকে সুখ। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পাশে খাবার খুঁজছে ওরা। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: সোয়েল রানা, বগুড়া
২ / ১৫
আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ১১ তম বার্ষিকী আজ ২১ আগস্ট। ওই হামলায় দলের তৎকালীন কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২২ জন নেতা-কর্মী। শেখ হাসিনাকে লক্ষ্য করে ছোড়া হয় ১৩টি গ্রেনেড। সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করেন জিয়া ইসলাম।
আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ১১ তম বার্ষিকী আজ ২১ আগস্ট। ওই হামলায় দলের তৎকালীন কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২২ জন নেতা-কর্মী। শেখ হাসিনাকে লক্ষ্য করে ছোড়া হয় ১৩টি গ্রেনেড। সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করেন জিয়া ইসলাম।
৩ / ১৫
সবুজ পাতার প্রাচুর্যের মাঝে জিভে জল আনা থোকা থোকা আমড়া। ছবিটি বুধবার রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
সবুজ পাতার প্রাচুর্যের মাঝে জিভে জল আনা থোকা থোকা আমড়া। ছবিটি বুধবার রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৫
‘উই আর ইউর ফ্রেন্ডস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী এমিলি রাতাজকাউস্কি। ছবিটি বৃহস্পতিবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
‘উই আর ইউর ফ্রেন্ডস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী এমিলি রাতাজকাউস্কি। ছবিটি বৃহস্পতিবার হলিউডের টিসিএল চায়নিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৫
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াশিংটন রেডস্কিনস ও ডেট্রয়েট লায়ন্সের মধ্যে রাগবি খেলা চলাকালে ওয়াশিংটন রেডস্কিনসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ফিডেক্স ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াশিংটন রেডস্কিনস ও ডেট্রয়েট লায়ন্সের মধ্যে রাগবি খেলা চলাকালে ওয়াশিংটন রেডস্কিনসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার ফিডেক্স ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৫
বৃষ্টির পানিতে সুবুডুবু সড়কে রিকশাচালক ও পথচারীর দুর্ভোগ। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
বৃষ্টির পানিতে সুবুডুবু সড়কে রিকশাচালক ও পথচারীর দুর্ভোগ। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
৭ / ১৫
বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বেকায়দায় মুরগি বিক্রেতা। রিকশাচালকদেরও প্যাডেলে দিতে হচ্ছে বাড়তি শক্তি। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বেকায়দায় মুরগি বিক্রেতা। রিকশাচালকদেরও প্যাডেলে দিতে হচ্ছে বাড়তি শক্তি। ছবিটি আজ রাজধানীর তল্লাবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
৮ / ১৫
জমে থাকা বৃষ্টির পানিতে মনের সুখে নাইছে এক শালিক। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
জমে থাকা বৃষ্টির পানিতে মনের সুখে নাইছে এক শালিক। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৫
রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা পরিষ্কার করছেন চালক। ছবিটি আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা পরিষ্কার করছেন চালক। ছবিটি আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৫
বৃষ্টি তো আছেই, আছে ওয়াসার পাইপের পানি। এতে গোসল ভালোই জমেছে দুজনের। ছবিটি আজ শুক্রবার রাজধানীর মিরপুর এক নম্বর সার্কেলের আনসার ক্যাম্পের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
বৃষ্টি তো আছেই, আছে ওয়াসার পাইপের পানি। এতে গোসল ভালোই জমেছে দুজনের। ছবিটি আজ শুক্রবার রাজধানীর মিরপুর এক নম্বর সার্কেলের আনসার ক্যাম্পের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৫
গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ফরিদপুর শহরের নিচু এলাকায় পানি জমেছে। সেই পানিতে গামছা দিয়ে ছেঁকে মাছ ধরছে শিশুরা। ছবিটি আজ শহরের দক্ষিণ গোয়ালচামট নতুন বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজামান, ফরিদপুর
গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ফরিদপুর শহরের নিচু এলাকায় পানি জমেছে। সেই পানিতে গামছা দিয়ে ছেঁকে মাছ ধরছে শিশুরা। ছবিটি আজ শহরের দক্ষিণ গোয়ালচামট নতুন বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজামান, ফরিদপুর
১২ / ১৫
শিশু একাডেমি স্থানান্তরের আদেশ প্রত্যাহারের আহ্বানে শিশু-কিশোরেরা আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা
শিশু একাডেমি স্থানান্তরের আদেশ প্রত্যাহারের আহ্বানে শিশু-কিশোরেরা আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা
১৩ / ১৫
রাজধানীতে গত কয়েক দিনের প্রচুর বৃষ্টির ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর ফলে যান চলাচলের সমস্যা হয় ও লোকজন ভোগান্তিতে পড়ে। ছবিটি শুক্রবার দুপুরে মৌচাক মোড় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
রাজধানীতে গত কয়েক দিনের প্রচুর বৃষ্টির ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর ফলে যান চলাচলের সমস্যা হয় ও লোকজন ভোগান্তিতে পড়ে। ছবিটি শুক্রবার দুপুরে মৌচাক মোড় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৫
প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে গর্তে রিকশার চাকা পড়ে উল্টে গিয়ে আহত হচ্ছে সাধারণ মানুষেরা। ছবিটি গতকাল রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে গর্তে রিকশার চাকা পড়ে উল্টে গিয়ে আহত হচ্ছে সাধারণ মানুষেরা। ছবিটি গতকাল রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৫ / ১৫
মুষলধারে বৃষ্টিতে বরাবরের মতো শুক্রবারও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়। ছবিটি আজ শুক্রবার সকালে রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
মুষলধারে বৃষ্টিতে বরাবরের মতো শুক্রবারও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়। ছবিটি আজ শুক্রবার সকালে রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম