অবহেলায় রোকেয়ার স্মৃতি

সমাজসংস্কারক ও নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার বাবা জহীরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন তাঁর বংশের শেষ জমিদার। রংপুরের পায়রাবন্দে এই জমিদার বংশেই ১৮৮০ সালে রোকেয়ার জন্ম। রোকেয়া ১৯৩২ সালে কলকাতায় মারা যান। রোকেয়ার জন্ম ও মৃত্যু একই দিন ৯ ডিসেম্বর হওয়ায় দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘বেগম রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়। আজ বুধবারও সারা দেশে দিবসটি পালিত হবে।

১৯০৯ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা, ১৯১৬ সালে আনজুমানে-খাওয়াতীনে ইসলাম নামে নারী সংগঠন গড়ে তোলা, বাংলা ও ইংরেজিতে লেখা বিভিন্ন গ্রন্থে রোকেয়া নারী জাগরণ, নারী ও পুরুষের সমানাধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করে গেছেন। তবে পায়রাবন্দে রোকেয়ার পৈতৃক ভিটা ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রোকেয়ারা স্বজনেরা নিজ উদ্যোগে রোকেয়ার স্মৃতি বাঁচিয়ে রাখছেন।

পায়রাবন্দে রোকেয়ার পৈতৃক ভিটা ও স্মৃতিকেন্দ্র ঘুরে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন ও রংপুরের আলোকচিত্রী মঈনুল ইসলাম।

১ / ১২
রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতি ধরে রাখতে নির্মিত বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
রংপুরের পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুরে রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক ভিটার সামনে কয়েকজন মেয়ে শিক্ষার্থী কোচিংয়ে পড়তে যাওয়ার আগে বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে
ছবি: মানসুরা হোসাইন
৩ / ১২
রোকেয়ার পৈতৃক ভিটার ফটকের ভেতরে একটি ভাঙা দেয়ালে দুটি জানালার আকৃতি কোনো রকমে টিকে আছে এখনো। দর্শনার্থীরা তা-ই দেখছেন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
গাছ পালার মাঝে প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়া কিছু ইট আর কিছু পিলার। এই হলো রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক ভিটা
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
রোকেয়ার বৈমাত্রেয় ভাই মোহাম্মদ মসিহুজ্জামান আবু ওসামা সাবেরের মেয়ে রণজিনা সাবের নিজের বাড়িতে রোকেয়ার বাবার কোরআন শরিফ, লবণদানি, ডিশসহ বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রেখেছেন
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
রোকেয়া সাখাওয়াত হোসেনের ভাই খলিলুর রহমান আবু যায়গাম সাবেরের পৌত্রী অধ্যাপক মাজেদা সাবের তাঁর ঢাকার বাসায় রোকেয়ার ব্যবহার করা তসবিহসহ তাঁর বাবার আমলের কিছু স্মারক সংরক্ষণ করে রেখেছেন
ছবি: মানসুরা হোসাইন
৭ / ১২
রোকেয়া সাখাওয়াত হোসেনের ভাই খলিলুর রহমান আবু যায়গাম সাবেরের পৌত্রী অধ্যাপক মাজেদা সাবের তাঁর ঢাকার বাসায় রোকেয়ার পানের বাটাটি যত্ন করে রেখে দিয়েছেন
ছবি: মানসুরা হোসাইন
৮ / ১২
রোকেয়ার স্বজন অধ্যাপক মাজেদা সাবের রোকেয়ার ছবি হাতে স্মৃতিচারণা করছেন
ছবি: মানসুরা হোসাইন
৯ / ১২
রোকেয়ার চাচাতো বোনের মেয়ে নজমন নেছা সাবেরা চৌধুরী ছিলেন পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দাদি। রফিকুল ইসলাম রোকেয়ার বিভিন্ন স্মারক দেখাচ্ছেন
ছবি: মঈনুল ইসলাম।
১০ / ১২
রোকেয়ার বাবা জহীরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন তাঁর বংশের শেষ জমিদার। তাঁর ব্যবহার করা ছোট কোরআন শরিফটি সংরক্ষণ করে রেখেছেন রোকেয়ার ভাই মোহাম্মদ মসিহুজ্জামান আবু ওসামা সাবেরের মেয়ে রণজিনা সাবের
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সংগ্রহশালার আলমারিগুলোয় কখনোই কোনো স্মারক রাখা হয়নি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের মাঠে পিতলের তৈরি রোকেয়ার ভাস্কর্যটিই যেন রোকেয়ার উপস্থিতি জানান দিচ্ছে
ছবি: মঈনুল ইসলাম