একঝলক (১০ মার্চ, ২০২১)

১ / ৬
নদীতে কারেন্ট জালের ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। এর বিরুদ্ধে সরকারের নানা বাহিনী নিয়মিত অভিযান চালায়। এরপরও নৌকায় কারেন্ট জাল বোঝাই করে জেলেরা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন। রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর পারে দেবগ্রাম এলাকা। রাজবাড়ী, ১০ মার্চ
ছবি: এম রাশেদুল হক
২ / ৬
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে ঢাকা মহানগর সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর ছবি তুলতে গণমাধ্যমের কর্মীদের বাধা দেওয়া হয়। ঢাকা, ১০ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৬
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) একটি বহুতল ভবনের অবৈধ অংশ ও একাডেমি ভবনের একাংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সিডিএ। বুধবার বেলা একটায় পাহাড়তলি বধ্যভূমির সামনে থেকে তোলা। চট্টগ্রাম, ১০ মার্চ
ছবি: জুয়েল শীল
৪ / ৬
গাজীপুর মহানগরীর জোড়পুকুর পাড় এলাকায় যুক্তরাষ্ট্রফেরত মনিরা সুলতানা মুনমুনের বাড়ির ছাদে ব্যতিক্রমী আয়োজন। গাজীপুর, ১০ মার্চ
ছবি: মাসুদ রানা
৫ / ৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক পরিষ্কার রাখার জন্য তিনটি নতুন রোড সুইপার মেশিন এনেছে। সেই মেশিনে দ্রুত সড়ক পরিষ্কারের কাজ চলছে। আগারগাঁও, ঢাকা, ১০ মার্চ
ছবি: আশরাফুল আলম
৬ / ৬
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে বুধবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ