একঝলক (১৩ জুন ২০২২)

১ / ২৪
মেট্রোরেলের নির্মাণকাজের জন্য দীর্ঘদিন সড়কে ভোগান্তির শিকার হয়েছে মিরপুরবাসী। সেই সমস্যা কেটে গেলেও নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পয়োনিষ্কাশন লাইন স্থাপনের জন্য সড়কে খোঁড়াখুঁড়ি। কাজীপাড়া এলাকায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যানজট, ধুলাবালু ও গরমে অতিষ্ঠ ওই এলাকা দিয়ে চলাচলকারী মানুষ। ঢাকা, ১৩ জুন
ছবি: সাজিদ হোসেন
২ / ২৪
কাপ্তাই হ্রদে ভেসে থাকা কচুরিপানায় বসেছে সাদা বকের ঝাঁক। মাছ, খাদ্য ধরার জন্য এভাবে বসে আছে তারা। হাজারীবাগ এলাকা, সদর, রাঙামাটি, ১৩ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৪
হাসপাতালের আশপাশ নীরব এলাকা। তবুও অতিরিক্ত শব্দে হর্ন বাজিয়ে চলছে গাড়ির চলাচল। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে শব্দের তীব্রতা মাপার যন্ত্র দিয়ে পরীক্ষা করে শব্দদূষণকারী ব্যক্তিদের জরিমানা করেন। ঢাকা, ১৩ জুন
ছবি: সাজিদ হোসেন
৪ / ২৪
একক বনসাই ও বৃক্ষ মেলা চলছে রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে। ১০ জুন শুরু হয়েছে, চলবে ১৫ জুন পর্যন্ত। ধানমন্ডির ৯/এ সড়কের ৭১ নম্বর বাড়ির ছাদে এই একক বনসাই ও বৃক্ষ মেলা চলছে।
ছবি: সংগৃহীত
৫ / ২৪
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) বাজেট পর্যালোচনা সভায় বক্তারা। ব্র্যাক ইন সেন্টার, ঢাকা, ১৩ জুন
ছবি: আশরাফুল আলম
৬ / ২৪
নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যানবাহন চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২৪
চাকরি জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২৪
কৃষিতে দিন দিন যন্ত্রের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। মাঠে ধান কাটার যন্ত্র দিয়ে বোরো ধান কেটে তা সড়কে ঢালা হচ্ছে। প্রতি বিঘা জমির ধান ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় কেটে নিচ্ছেন কৃষকেরা। পোষী গ্রাম, শেরপুর উপজেলা, বগুড়া, ১৩ জুন
ছবি: সোয়েল রানা
৯ / ২৪
বাসার ছাদে পালংশাক চাষ করছেন এক ব্যক্তি। পাখির উৎপাত থেকে রক্ষায় পালংশাকের চারাগুলোর ওপরে মশারি টাঙিয়ে দিচ্ছেন। কুনিপাড়া, তেজগাঁও, ১৩ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় সিট–বাণিজ্য, হলের আবাসিক শিক্ষার্থীদের হয়রানি ও নিপীড়ন এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেন সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ জুন
ছবি: শহীদুল ইসলাম
১১ / ২৪
বিকেলের অবসরে মায়ের সঙ্গে বাসার পাশের হাতিরঝিলে ঘুরতে এসেছে তিন বছরের হাফসা। ঢাকা, ১৩ জুন
ছবি: দীপু মালাকার
১২ / ২৪
সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন মানুষ। কেউ ছাতা হাতে, কেউ বৃষ্টিতে ভিজেই পথ চলেছেন। আম্বরখানা, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৪
পাহাড়ি এলাকাগুলোতে প্রচুর কাঁঠাল হয়। গাছ থেকে কাঁঠাল পেড়ে এক জায়গায় রাখা হচ্ছে শহরে নিয়ে যাওয়ার জন্য। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছাবে কাঁঠালগুলো। শ্রীমঙ্গলের বিষামনী এলাকা, মৌলভীবাজার, ১২ জুন
ছবি: প্রথম আলো
১৪ / ২৪
ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু বেঁধে রেখেছেন এক ব্যক্তি। সেখানে পোকামাকড় খেতে হাজির হয়েছে বক। বুড়ইল গ্রাম, নন্দীগ্রাম উপজেলা, বগুড়া, ১৩ জুন
ছবি: সোয়েল রানা
১৫ / ২৪
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের দেওয়া হবে টেরাকোটা। তা তৈরি করছেন শরীয়তপুরের মৃৎশিল্পী সন্দীপ পাল ও তাঁর সহকারীরা। শরীয়তপুর, ১৩ জুন
ছবি: সত্যজিৎ ঘোষ
১৬ / ২৪
পুরোনো টায়ার থেকে বের করা তার নিয়ে আসা হয়েছে মোংলা বন্দর এলাকা থেকে। ভাঙারির দোকানে বিক্রি করা তারগুলো আবার বিক্রি হবে বিভিন্ন রড তৈরির কারখানায়। গলিয়ে আবার রড তৈরি হবে। মানিকতলা, খুলনা শহর, ১৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৪
আর এক দিন পর কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। নগরের সব সড়ক ও সড়কের আশপাশ ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর পোস্টারে। মডার্ন স্কুলের সামনের সড়ক, কুমিল্লা, ১৩ জুন
ছবি: এম সাদেক
১৮ / ২৪
১৫ জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। আজ নগরের ১০৫টি ভোটকেন্দ্রে চলছে মক ভোটিং। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ১৩ জুন
ছবি: এম সাদেক
১৯ / ২৪
প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল রোববার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাকবলিত গ্রামের ১০০ মানুষকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন একজন। এ ত্রাণকার্যক্রমে সহায়তা দিয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, সিলেট, ১৩ জুন
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৪
কাপ্তাই হ্রদের পানি এখন সর্বনিম্ন পর্যায়ে। হ্রদের তলদেশ জেগে উঠছে। মগবান, রাঙামাটি, ১৩ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৪
বিশ্ব পায়রা দিবস উপলক্ষে চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন পায়রা প্রদর্শন ও বিক্রির আয়োজন করে। এতে নগরের বিভিন্ন স্থান থেকে পাখি ও পায়রাপ্রেমীরা ভিড় করেন। বাজিগর, ময়ূর, কাকজি, গিরিবাজ, বোম্বাই, কিংসহ প্রায় ৪০ প্রজাতির পায়রা নিয়ে প্রদর্শনীতে আসেন তাঁরা। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার ৫০০ টাকা দামের পায়রা বিক্রি করা হয় এখানে। দেওয়ানহাট মোড় এলাকা, চট্টগ্রাম, ১৩ জুন
ছবি: সৌরভ দাশ
২২ / ২৪
কুমিল্লা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে সুশাসনের জন্য নাগরিকের সংবাদ সম্মেলন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
২৩ / ২৪
মহাসড়কে তিন চাকার গাড়ি চলা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে চলছে তিন চাকার গাড়ি। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায়, চট্টগ্রাম, ১৩ জুন
ছবি: জুয়েল শীল
২৪ / ২৪
মাঠ থেকে বোরো ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা।  রিধইল গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ১৩ জুন
ছবি: সোয়েল রানা