বিশ্ব পায়রা দিবস উপলক্ষে চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন পায়রা প্রদর্শন ও বিক্রির আয়োজন করে। এতে নগরের বিভিন্ন স্থান থেকে পাখি ও পায়রাপ্রেমীরা ভিড় করেন। বাজিগর, ময়ূর, কাকজি, গিরিবাজ, বোম্বাই, কিংসহ প্রায় ৪০ প্রজাতির পায়রা নিয়ে প্রদর্শনীতে আসেন তাঁরা। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার ৫০০ টাকা দামের পায়রা বিক্রি করা হয় এখানে। দেওয়ানহাট মোড় এলাকা, চট্টগ্রাম, ১৩ জুনছবি: সৌরভ দাশ