একঝলক (১৮ জুন ২০২২)

১ / ২০
ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার ৩টি ইউনিয়নের ১১টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। হাওড়া বাঁধ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ১৮ জুন
ছবি: শাহাদৎ হোসেন
২ / ২০
যমুনা নদীর পানি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার (দুপুর ১২টা) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে (বাঁধের পূর্ব পাশে) বসবাসকারী মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। সহায়–সম্বল নিয়ে বাঁধে আশ্রয়ের খোঁজে রাশেদা বেগম। ঘুঘুমারি মধ্যেপাড়া, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৮ জুন
ছবি: সোয়েল রানা
৩ / ২০
চারদিকে এখন পানি। সেই পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলায় মেতেছে দুরন্ত শিশু–কিশোর। ছবিটি রংপুর নগরের সর্দারপাড়া থেকে তোলা, ১৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
বৃষ্টির কারণে পুকুরের পানি উপচে পড়ছে। এর ফলে পানির সঙ্গে বেরিয়ে যাচ্ছে মাছও। তাই জেলেরা মাছ ধরতে এখন আগের চেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। ছবিটি রংপুর নগরের উত্তর কেল্লাবন্দের, ১৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
দুপুরে খাওয়ার বিরতিতে বাড়িতে যাওয়ার পথে বৃষ্টিতে বিপাকে পড়েছেন হোসিয়ারি কারখানার শ্রমিকেরা। কেউ ছাতা মাথায়, কেউবা পলিথিন জড়িয়ে নিয়েছেন শরীরে। চর কাশিপুর, নারায়ণগঞ্জ, ১৮ জুন
ছবি: দিনার মাহমুদ
৬ / ২০
টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। সিলেট নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে এখন পানি। এমনকি প্রধান সড়কেও পানি ঢুকে পড়েছে। জিন্দাবাজার, সিলেট, ১৮ জুন
ছবি: আনিস মাহমুদ
৭ / ২০
ভারী বৃষ্টি ও পাহাড়ধসের আশঙ্কায় ক্ষতি এড়াতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য রাঙামাটি জেলা প্রশাসন ও স্কাউটকর্মীদের মাইকিং। রাঙামাটি শহরের রূপনগর, ১৮ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
প্রবল বৃষ্টিতে ভিজে মোটরসাইকেলে করে কাঁঠাল নিয়ে বিক্রির জন্য যাচ্ছেন এক ব্যক্তি। খাগড়াছড়ির মানিকছড়ি মহামুনি, ১৭ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ২০
রেললাইনের ওপর খেলনা নিয়ে আনমনে খেলছে দুই শিশু। যেকোনো সময় আসতে পারে ট্রেন, ঘটতে পারে দুর্ঘটনা। দৌলতপুর, খুলনা, ১৮ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
সকাল থেকেই ঝুম বৃষ্টি। কিন্তু জীবিকার তাগিদে ঘর থেকে বের না হয়ে উপায় নেই নিম্ন আয়ের মানুষের। দৌলতপুর, খুলনা, ১৮ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
কাপড়ের থানে স্ক্রিন প্রিন্টের কাজ করছেন কারিগরেরা। এসব কাপড় দিয়ে হোসিয়ারি কারখানায় শিশুদের জন্য জামা তৈরি করা হবে। প্রিন্ট করতে প্রতি গজ ২০ টাকা নেওয়া হয়। চর কাশিপুর, নারায়ণগঞ্জ, ১৮ জুন
ছবি: দিনার মাহমুদ
১২ / ২০
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বরিশালে শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। শনিবার সকালে আকাশে সূর্যের দেখা মিললেও ১০টার দিকে দক্ষিণ–পশ্চিম কোণে কালো মেঘ জমে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হয়েছে। উত্তর আলেকান্দা, বরিশাল নগর, ১৮ জুন
ছবি: সাইয়ান
১৩ / ২০
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার লেকভিউ আবাসিক এলাকায় রাতে পাহাড়ধসে নিহত হন দুজন। সেই স্থানে উদ্ধারকাজ করছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা। চট্টগ্রাম, ১৮ জুন
ছবি: সৌরভ দাশ
১৪ / ২০
চট্টগ্রাম নগরের ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ এলাকার আশপাশ পানিতে ডুবে গেছে। আবদুর রহিমের বাসায় হাঁটুপানি। এতে ডুবে গেছে চুলা ও শৌচাগার। বাসার ভেতরে পানি থাকায় তাঁর মেয়ে লাবিবা বিছানার ওপরে উঠে বসে আছে। মিয়ার বাপের বাড়ি এলাকা, চট্টগ্রাম, ১৮ জুন
ছবি: জুয়েল শীল
১৫ / ২০
ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে আসছিল পুলিশের একটি জিপ। এ সময় গাড়িটির গতি রোধ করে এক মোটরসাইকেলচালক প্রতিবাদ করায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৮ জুন
ছবি: দীপু মালাকার
১৬ / ২০
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাচনে ভোট দিচ্ছেন সদস্যরা। ধানমন্ডি, ঢাকা, ১৮ জুন
ছবি: দীপু মালাকার
১৭ / ২০
অষ্টম জাতীয় সম্মেলন উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ঢাকা, ১৮ জুন
ছবি: সাজিদ হোসেন
১৮ / ২০
বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্‌ফার চৌধুরী স্মরণে নাগরিক শোকসভায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন অতিথিরা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ১৮ জুন
ছবি: খালেদ সরকার
১৯ / ২০
পদ্মা সেতু নিয়ে সিরডাপ মিলনায়তনের চ্যামিলি হাউসে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির আয়োজনে সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। সিরডাপ মিলনায়তন, ১৮ জুন
ছবি: খালেদ সরকার
২০ / ২০
হলিক্রস কলেজে আন্তকলেজ বিজ্ঞান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। ঢাকা, ১৮ জুন।
ছবি: দীপু মালাকার