এখন আমের মৌসুম না হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড মোড়ের পাশে আমের পসরা সাজিয়ে বসেছেন বাবলু মিয়া। তিনি বলেন, তাঁর বাগানে ১২ মাসই আম থাকে। ১২ মাসেই আম বিক্রি করেন তিনি। প্রতি কেজি কাঁচা ও পাকা আম ৫০০ টাকা কেজি ধরে বিক্রি করেন। ১৯ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
২ / ১৮
খোলা পিকআপে শর্ষে ভাঙানোর যন্ত্র। আছে বস্তাভর্তি শর্ষে। ক্রেতা ইচ্ছেমাফিক চোখের সামনে শর্ষে ভাঙিয়ে তেল নিতে পারবেন। কেজি প্রতি তেলের দাম ২২০ টাকা। ভ্রাম্যমাণ এই তেল ব্যবসা করছেন আনিচুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক, কুষ্টিয়া, ১৯ ফেব্রুয়ারিছবি: তৌহিদী হাসান
৩ / ১৮
জমি থেকে তামাকপাতা সংগ্রহ করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজে শিশুদেরও ব্যবহার করা হচ্ছে। শাকরাইল গ্রাম, সদর উপজেলা, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: আব্দুল মোমিন
৪ / ১৮
চাল-ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দরদাম প্রতিদিনেই বেড়ে চলছে। বিপাকে পড়ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। বাধ্য হয়ে লাইনে দাঁড়াচ্ছেন ওএমএসের সেন্টারে চাল ও আটা কিনতে। অনেকেই মুখ লুকিয়ে রেখে দাঁড়িয়েছেন লাইনে। ছবিটি শনিবার কুমিল্লা নগরের ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা কাউন্সিলরের কার্যালয়ের এলাকা থেকে তোলাছবি: এম সাদেক
৫ / ১৮
দূর পাহাড় থেকে চাঁদের গাড়িতে (জিপ) এভাবেই ঝুঁকি নিয়ে পাহাড়িরা ঝাড়ুফুল, কলাসহ বিভিন্ন পণ্য সাপ্তাহিক হাটে বিক্রির জন্য নিয়ে আসে। বোয়ালখালী নতুন বাজার এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৮
ভ্রাম্যমাণ টিকাদান চলছে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ প্রথম ডোজ টিকা পাচ্ছেন। ইজিবাইকে মাইক নিয়ে টিকা নিতে প্রচার চলছে। টিকা নিয়ে শহরে ঘুরছেন স্বাস্থ্যকর্মীরা। নাম ঠিকানা লিখে টিকা দিচ্ছেন। থানা মোড় এলাকা, কুষ্টিয়া, ১৯ ফেব্রুয়ারিছবি: তৌহিদী হাসান
৭ / ১৮
দেশের বিভিন্ন অঞ্চলে চলছে ধান রোপণের মৌসুম। কৃষকেরা জমিতে ব্যস্ত সময় পার করছেন। বোরো খেতে এক শিশু তার অভিভাবককে সাহায্য করছে কাজে। মাধবপাশা, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৯ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
৮ / ১৮
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টলে বই দেখছেন দর্শনার্থীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৯ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৮
শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচার হত্যা করে। শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সোহাগপুর বিধবাপল্লি, শেরপুর, ১৯ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১০ / ১৮
রংপুরে সুশাসনের জন্য নাগরিক ও সিপিডির যৌথ আয়োজনে জাতীয় উন্নয়নে অঙ্গীকার শীর্ষক সংলাপে কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বেগম রোকেয়া মিলনায়তন, আরডিআরএস কার্যালয়, রংপুর, ১৯ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আজ শনিবার মানববন্ধন করেন সাঁওতালরা। এতে ব্যানার–ফেস্টুন হাতে শতাধিক সাঁওতাল তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও অবলম্বন এ কর্মসূচির আয়োজন করে। ১৯ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১২ / ১৮
সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বিভিন্ন এলাকার স্থানীয় নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসেন সমাবেশে। করোনাকালে অনুষ্ঠিত এ জনসমাগমে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারে উৎসাহ কম ছিল। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ১৯ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের গিজগিজ অবস্থা। স্বাস্থ্যবিধির বালাই নেই। কক্সবাজার, ১৯ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৪ / ১৮
বসন্ত বাতাসে গাছের পাতা পড়ে আছে সড়কে। ঝরাপাতায় ছেয়ে যাওয়া সড়কে পথচলা। এই সময়ে সিলেটের প্রকৃতি ঠিক এমনই। টিলাগড় ইকোপার্ক, ১৯ ফেব্রুয়ারি, সিলেটছবি: আনিস মাহমুদ
১৫ / ১৮
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে উদ্ধার করা মরা হাতি। আঠারঝোড়া, কাংশা, শেরপুর, ১৯ ফেব্রুয়ারিছবি: দেবাশীষ সাহা রায়
১৬ / ১৮
নারায়ণগঞ্জের নিমাই কাশারি ও মৌচাক এলাকার মধ্যবর্তী খালটি স্থানীয় বাসিন্দারা পারাপার হয় টানা নৌকায়। সিদ্ধিরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৭ / ১৮
শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের সারি। নারায়ণগঞ্জ জেলা প্রসাশনের নতুন নিয়ম অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কাঁচপুর ব্রিজ এলাকা, ১৯ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার
১৮ / ১৮
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় প্রতিনিয়ত উল্টোপথে চলে তিন চাকার হালকা যান। সড়কে নিয়ম না মানার জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার