একঝলক (১ জুন ২০২২)

১ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দাবিতে সাদা দল মানববন্ধন করে। অপরাজেয় বাংলা, ১ জুন
ছবি: সাজিদ হোসেন
২ / ১৮
ভ্যাপসা গরমের পর রাজধানীতে হঠাৎ একপশলা বৃষ্টি। ছাতা মাথায় করে স্কুল ছুটির পর বাড়ি ফিরছে শিশু–কিশোরেরা। মোহাম্মদপুর ঢাকা, ১ জুন
ছবি: আশরাফুল আলম
৩ / ১৮
জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সেমিনারে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ জুন
ছবি: প্রথম আলো
৪ / ১৮
আসন্ন বাজেটে কৃষি খাতে উন্নয়নে ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে স্মারকলিপি দেয় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ জুন
ছবি: আশরাফুল আলম
৫ / ১৮
চালের অবৈধ মজুত রোধ এবং চালের বাজার মনিটর করার জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত মূল্যে চাল বিক্রির জন্য এক চালের আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার রোড, বরিশাল, ১ জুন
ছবি: সাইয়ান
৬ / ১৮
প্রচণ্ড গরম ঘরে থাকা কষ্ট। তাই ভরদুপুরে বাড়ি থেকে বের হয়ে উঠানে গাছপালার ছায়ায় জিরিয়ে নিচ্ছে লোকজন। ফ্রিংখিয়ং, কাপ্তাই, রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
সিলেটে বেড়েই চলেছে চালের দাম। দাম স্থিতিশীল রাখতে গতকাল বুধবার নগরের কালিঘাট এলাকায় পাইকারি চালের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। কালিঘাট, সিলেট, ১ জুন
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
গ্রামের পথের ধারে জলাশয়ে ফুটে আছে লাল শাপলা। দেখেই পথিকের মন জুড়াবে। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ১ জুন
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
খুলনা সাতক্ষীরা মহাসড়কে খুলনা থেকে সাতক্ষীরাগামী বাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক ও ভ্যানের আরোহী নিহত এবং বাসের ১০ যাত্রী আহত হন। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৮
স্থানীয় সাংবাদিকে অপহরণ চেষ্টার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। অশ্বিনী কুমার হল, বরিশাল, ১ জুন
ছবি: সাইয়ান
১১ / ১৮
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদরে গোয়ালচামট ভোররাতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার সড়কের উপরে উঠে যায়। গোয়ালচামট , ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
সকাল থেকে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে বাঁশের তৈরি সাজি, ডালা চালন বিক্রির জন্য বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ী। বৃষ্টির কারণে ক্রেতা না থাকায় বাঁশের তৈরি আসবাবপত্র সুতো দিয়ে বাঁধাই করছেন। সাহাপটি, বরগুনা, ১ জুন
ছবি: মোহাম্মদ রফিক
১৩ / ১৮
গৃহস্থালির কাজে হাটবাজারে পলোর চাহিদা সারা বছরই থাকে। তাই বিক্রির জন্য করিম মোল্লা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির উঠানে তৈরি করছেন পলো। বোকাইল, ফরিদপুর, ১ জুন
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
বেপরোয়া সিএনজির ধাক্কায় এক পথচারী নারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উপজেলা কমপ্লেক্স, তারাকান্দা, ময়মনসিংহ, ১ জুন
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৮
দীর্ঘ প্রায় ৫৭ বছর অপেক্ষার পর ভারতের হলদিবাড়ী সীমান্ত হয়ে বাংলাদেশের চিলাহাটিতে এসে পৌঁছেছে যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি এসে পৌঁছানোর পর সেটি দেখতে হাজারো মানুষ ভিড় করে। চিলাহাটি, নীলফামারী, ১ জুন
ছবি: প্রথম আলো
১৬ / ১৮
১৭ দিনের যমজ ছেলে–মেয়েকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন মারুফা বেগম। বাড়ির অদূরে আকাশতারা এলাকায় রেলওয়ে ক্রসিংয়ে বগুড়া কমিউটার ট্রেনের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে মারা যায় এক সন্তান। অপর সন্তানের চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন মারুফা ও তাঁর স্বজনেরা। আকাশতারা, বগুড়া, ১ জুন
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুরে ট্রাক, ইজিবাইক ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজনই একই পরিবারের। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক। চাঁদপুর, কালুখালী, রাজবাড়ী, ১ জুন
ছবি: এজাজ আহম্মেদ
১৮ / ১৮
চাল মজুত করে অতিরিক্ত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি ও পরিমাণে কম দেওয়ায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় কয়েকজন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়। কাজলা, যাত্রাবাড়ী, ১ জুন
ছবি: সাজিদ হোসেন