একঝলক (২৩ মে ২০২২)

১ / ২২
খালেদা জিয়াকে ‘হত্যার হুমকির প্রতিবাদে’ বিএনপির বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২২
মায়ের আদরে বড় হচ্ছে বসন্তবৌরির ছানা। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২২
প্রান্তিক পর্যায়ে সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন। দৌলতপুর, খুলনা শহর, ২৩ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২২
আন্তজেলা রুটে নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিশ্চিত ও মহাসড়কে থ্রি–হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করাসহ তিন দফা দাবি নিয়ে বরিশাল জেলা সিএনজিচালক-মালিক ইউনিয়ন বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ করে। বান্দ রোড, বরিশাল নগর, ২৩ মে
ছবি: সাইয়ান
৫ / ২২
সারি বেঁধে আছে পাল তোলা নৌকা। যাত্রীর জন্য মাঝিদের অপেক্ষা। গত শুক্রবার ময়মনসিংহ নগরের শিল্পাচার্য্য জয়নুল আবেদীন পার্ক এলাকা
আনোয়ার হোসেন
৬ / ২২
বোরো ধান কাটার পর বসতবাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন গৃহবধূ নাছিমা আক্তার, বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২২
প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। বিপাকে নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। কম দামে আটা-চাল কিনতে ওএমএসের দোকানে সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন নারী ও পুরুষেরা। কুমিল্লা নগরের অশোকতলা থেকে তোলা, ২৩ মে
ছবি: এম সাদেক
৮ / ২২
তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা-খুলনা মহাসড়কের থ্রি–হুইলারসহ ঘোড়ার গাড়ি হরহামেশা চলাচল করছে। অথচ কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারে উদাসীন। মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ২২
সিলেটের সুরমা নদীর পানি উপচে নগরে প্রবেশ করায় শুরু হয় বন্যা। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও প্রধান সড়কগুলো থেকে পানি নেমে যাওয়ার পর পাড়া ও মহল্লায় জলাবদ্ধতা রয়ে গেছে। শাহজালাল উপশহর, সিলেট, ২৩ মে
ছবি: আনিস মাহমুদ
১০ / ২২
সিলেটের বিভিন্ন উপজেলায় এখনো কমেনি বন্যার পানি। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। হাওর ডুবে যাওয়ায় অনেকেই মহিষ চরাচ্ছেন বাড়ির সামনে পানিতে। গাছবাড়ি, কানাইঘাট, সিলেট, ২৩ মে
ছবি: আনিস মাহমুদ
১১ / ২২
মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন চৌগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী। পথে ট্রাক্টরের চাপায় নিহত হন তিনি। চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকা, সিংড়া, নাটোর ২৩ মে
ছবি: মুক্তার হোসেন
১২ / ২২
সিলেটে বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। বাঘা, গোলাপগঞ্জ, সিলেট, ২৩ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
জীবিকার তাগিদে প্রতিদিন সকালে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ শহরে আসেন হাজারো মানুষ। ইঞ্জিনচালিত ট্রলারগুলো এভাবেই উপচে পড়া যাত্রী নিয়ে ঝুঁকির মুখে নদী পারাপার করে। কেন্দ্রীয় খেয়া পারাপার ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ মে
ছবি: দিনার মাহমুদ
১৪ / ২২
বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ভবন, চট্টগ্রাম, ২৩ মে
ছবি: সৌরভ দাশ
১৫ / ২২
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাতমাথা এলাকা, বগুড়া, ২৩ মে
ছবি: সোয়েল রানা
১৬ / ২২
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। উপজেলা পরিষদের সামনে, ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ মে
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২২
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে হোটেলগুলোতে বেড়েছে খাবারের দাম। হোটেলের দেয়ালে সাঁটানো হয়েছে খাবারের বাড়তি দামের বিজ্ঞপ্তি। শাঁখারীবাজার, ঢাকা, ২৩ মে
ছবি: আশরাফুল আলম
১৮ / ২২
বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের সামনে দিয়ে নৌকায় করে ঝুঁকি নিয়ে পার হন যাত্রীরা। ওয়াইজঘাট, ঢাকা, ২৩ মে
ছবি: আশরাফুল আলম
১৯ / ২২
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারান মানুষ। যত্রতত্র বাস থেকে যাত্রী নামানো এসব দুর্ঘটনার একটি কারণ। ঢাকা, ২৩ মে
ছবি: সাজিদ হোসেন
২০ / ২২
রাজধানীর বাড্ডা এলাকা থেকে তেলের অব্যবহৃত ড্রাম ঠেলাগাড়িতে করে লালবাগ বেড়িবাঁধে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৩ মে
ছবি: দীপু মালাকার
২১ / ২২
দ্বিতীয় শ্রেণিতে পড়া আকিব ঘণ্টায় ৫০ টাকা মজুরিতে নৌকা টেনে যাত্রীদের খাল পারাপার করায়। পরিবারকে সহায়তার জন্য প্রতিদিন স্কুলের পর রোজগারে নামে আকিব। নিমাই কাসারী, নারায়ণগঞ্জ, ২৩ মে
ছবি: সাজিদ হোসেন
২২ / ২২
রাজধানীর মাতুয়াইল এলাকায় পদচারী–সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন দুই পথচারী। ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক হারে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে বলছে, চলতি বছরের মার্চে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। ঢাকা, ২৩ মে
ছবি: দীপু মালাকার