একঝলক (২৭ মে, ২০২২)

১ / ১৩
স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করতে মাটির তৈরি রিং নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বদরপুর, ফরিদপুর, ২৭ মে
ছবি: আলীমুজ্জামান
২ / ১৩
রাজশাহীতে বিএনপির সমাবেশে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীরা। রাজশাহী জিরো পয়েন্ট, ২৭ মে
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৩
ঝোড়ো বাতাস ও বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে বোরো ধান। নষ্ট ধান খেত থেকে তুলে স্ত্রী সখিনা বেগমকে সঙ্গে নিয়ে মাড়াইয়ের কাজ করছেন কৃষক মোসলেম। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ২৭ মে
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৩
হেমায়েতপুরে বিসিক চামড়াশিল্প নগরীতে ট্যানারি শ্রমিকদের জন্য সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সাভার, ২৭ মে
ছবি: সংগৃহীত
৫ / ১৩
বাজারে উঠেছে মৌসুমি ফল। ছুটির দিনে ফাঁকা সড়কের পাশে দাঁড়িয়ে ফল বিক্রি করছেন বিক্রেতারা। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৭ মে
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৩
রাস্তার ধারে ধানখেত। পাকা ধান কেটে মাড়াই করতে জড়ো করা হয়েছে রাস্তার ওপর। ধানমাড়াই, খড় শুকানো শেষে নেওয়া হবে রাস্তার পাশে বাড়িতে। ফকিরাবাদ, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৭ মে
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৩
চায়না থ্রি লিচুর চাহিদা যেমন, দামও তেমন। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। বনরূপা বাজার, রাঙামাটি, ২৭ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
একপশলা বৃষ্টিতে ছাতা মাথায় আনন্দে মেতেছে শিশুরা। সাপছড়ি, রাঙামাটি, ২৭ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৩
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রতীক বিক্রিতে ব্যস্ত এ বিক্রেতা। শিল্পকলা একাডেমির সামনে, কুমিল্লা, ২৭ মে
ছবি: এম সাদেক
১০ / ১৩
পোষা কবুতর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন মোক্তার আলী। বয়রা, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে তীব্র যানজট। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১৩
যশোরের বসুন্দিয়া থেকে বিক্রির জন্য খুলনার আড়তে আনা হয়েছে কাঁঠাল। আকারভেদে প্রতিটি কাঁঠাল ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে আড়তে। সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচাবাজার, খুলনা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৩
কাপ্তাই হ্রদের ওপর দিয়ে ডানা মেলে যাচ্ছে বক। নতুনপাড়া, রাঙামাটি, ২৭ মে
ছবি: সুপ্রিয় চাকমা