একঝলক (২৮ এপ্রিল ২০২২)

১ / ১১
সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা সহিংসতার মামলায় আটক ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হয়। সিজিএম কোর্ট, ২৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ১১
প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও লাখো মুসল্লির আগমনে মুখর হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এ ঈদগাহ ময়দান
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১১
বগুড়া পৌর এলাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, অসহায় ও দুস্থ পরিবারের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে চাল পাওয়ার অপেক্ষায় নারীরা। পৌরসভা চত্বর, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৪ / ১১
শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটে ট্রাকজট। ২৮ এপ্রিল
ছবি: সত্যজিৎ ঘোষ
৫ / ১১
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ঈদ আনন্দ অনুষ্ঠান। এ সময় শিশুদের হাত মেহেদি দিয়ে রাঙানো, ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কলেজ সড়কের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণ। ২৮ এপ্রিল
ছবি: শিমুল তরফদার
৬ / ১১
ঈদের বাজারে নতুন জামাকাপড়ের সঙ্গে নতুন টুপিরও বেচাকেনা বাড়ে। মিরসরাই উপজেলা সদরের কোর্ট রোড থেকে তোলা। ২৮ এপ্রিল
ছবি: ইকবাল হোসেন
৭ / ১১
প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুসহ বড়রাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ওয়ার্ডে শয্যার সংখ্যা কম থাকায় প্রতি শয্যায় দুই থেকে তিনজন চিকিৎসা নিচ্ছেন। জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জ, ২৮ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৮ / ১১
ঈদের ছুটি শুরু না হতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। নদী পাড়ি দিয়ে ফেরিতে আসা মানুষের ভিড়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। গোয়ালন্দ, রাজবাড়ী। ২৮ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
৯ / ১১
কুমিল্লা নগরের টাউন হলের সামনে থেকে মনোহরপুর সোনালী ব্যাংক পর্যন্ত এবং জিলা স্কুলের সামনে থেকে ভিক্টোরিয়া কলেজের সামনে পর্যন্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সুবিধার্থে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন। ২৮ এপ্রিল
ছবি: এম সাদেক
১০ / ১১
দীর্ঘ অনাবৃষ্টির ফলে শুকিয়ে গেছে কাপ্তাই লেকের পানি। জেলেদের কাচকিজালে ঝাঁকে ঝাঁকে আটকা পড়ছে চাপিলাসহ বিভিন্ন ছোট মাছ। কাটাছড়ি উত্তর গ্রাম, রাঙামাটি, ২৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১১
দুপুরে সুধীজনদের সংবাদ সম্মেলন চলাকালে খবর পাওয়া যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, কলাবাগান এলাকার তেঁতুলতলায় থানা হবে না, মাঠই থাকবে। এ খবরে কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদের সমাবেশ রূপ নিল আনন্দের সমাবেশে। ২৮ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ