একঝলক (২৯ জুন ২০২২)

১ / ২৬
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা পড়েছে বিড়ম্বনায়। ছাতা মাথায় অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরছে এক শিক্ষার্থী। নগরের নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২৯ জুন
ছবি: এম সাদেক
২ / ২৬
উঠান বৈঠকে উপস্থিত নারীদের বাল্যবিবাহবিরোধী শপথ পাঠ করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। বুদ্ধপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ২৬
তামাক চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে চাষিদের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা। কবাখালী বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৯ জুন
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ২৬
কয়েক দিনের ভারী বৃষ্টি ও পদ্মার পানি বাড়তে থাকায় দৌলতদিয়ায় লঞ্চঘাটসহ ২ থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙনে বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জরুরি ভিত্তিতে বালুভর্তি জিওব্যাগ ফেলছে। ৩ নম্বর ফেরিঘাট সংলগ্ন সিদ্দিক কাজীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ জুন
ছবি: এম রাশেদুল হক
৫ / ২৬
মাঠে বসে আছে একঝাঁক শামুকখোল পাখি। আশেকপুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৯ জুন
ছবি: সোয়েল রানা
৬ / ২৬
বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ায় গবাদিপশু নিয়ে সড়কের পাশে আশ্রয় নিয়েছ বন্যাকবলিত মানুষ। আহসানমারা, সুনামগঞ্জ-সিলেট সড়ক, ২৯ জুন
ছবি: খলিল রহমান
৭ / ২৬
স্কুলে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে পানিতে ডুবে মারা যায় তামান্না ও সৌরভ আহমদ। তারা ভাই-বোন। মুঠোফোনে মেয়ে তামান্নার ছবি দেখাচ্ছেন মা আফরোজা বেগম। রাজনগর গ্রাম, দোয়ারাবাজার, সুনামগঞ্জ, ২৮ জুন
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৬
পাকুড় ফল খেতে ব্যস্ত এক কাঠশালিক। এদের খাদ্যতালিকায় রয়েছে কীটপতঙ্গ, বট-পাকুড় আকৃতির ছোট ফল ও ফুলের মধু। জেলাপাড়া, পাবনা, ২৮ জুন
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৬
সাভারে হাজী ইউনুছ আলী কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় কলেজের সামনে মানববন্ধন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আশুলিয়া, সাভার, ২৯ জুন
ছবি: শামসুজ্জামান
১০ / ২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের একাংশ ভেঙে পড়েছে। বাহাদুরপুর, সুনামগঞ্জ, ২৯ জুন
ছবি: খলিল রহমান
১১ / ২৬
বাঁশের তৈরি বাহারি আকারের টোপা ফেরি করে বিক্রির আশায় বের হয়েছেন গণেশ চন্দ্র প্রামাণিক। আকারভেদে প্রতিটি টোপা ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি করেন তিনি। পাতানজো গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ২৯ জুন
ছবি: সোয়েল রানা
১২ / ২৬
পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজের কেজি ৩৮ থেকে বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বস্তায় ভরছেন একজন শ্রমিক। বড়বাজার, খুলনা, ২৯ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২৬
সুতার জাল আর বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার ফাঁদ। বর্ষা মৌসুমে প্রতি সপ্তাহে চাক জালের এ হাট বসে। বিক্রির জন্য ক্রেতারের জাল দেখাচ্ছে একটি শিশু। বালুর মাঠ, মঠবাড়িয়া, পিরোজপুর, ২৯ জুন
ছবি: এ কে এম ফয়সাল
১৪ / ২৬
গাছের ডালে বসে ডাকছে দুই ফিঙে। রাজবন বিহার, রাঙামাটি, ২৯ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২৬
পাখা মেলে বসে আছে দুটি প্রজাপতি। মোনতলা আদাম, রাঙামাটি, ২৯ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৬
কাঠ দিয়ে মেরামত করা হচ্ছে ইঞ্জিনচালিত নৌকা। মেরামতের কাজে ব্যস্ত এক কারিগর। বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে যোগাযোগের মাধ্যম এসব নৌকা। ধনপাতা বাজার, মগবান, রাঙামাটি, ২৯ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২৬
যানবাহনের নষ্ট টায়ার সংগ্রহ করেন অনেক ব্যবসায়ী। পুরোনো টায়ারের ভেতরে থাকা ধাতব বের করে তা গলিয়ে পুনরায় ব্যবহার করা হবে। পুরোনো হয়ে যাওয়া টায়ার খুলছেন একজন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৬
সিলেটের বিভিন্ন এলাকার সড়ক ও মহল্লা এখনো বন্যার পানিতে নিমজ্জিত। পানিবন্দী রয়েছে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড। ভোগান্তি নিয়ে চলছে যানবাহন ও মানুষজন। বঙ্গবীর রোড, দক্ষিণ সুরমা, সিলেট, ২৯ জুন
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৬
দীর্ঘদিন ধরে সিলেটে বন্যার পানিতে তলিয়ে আছে দোকানপাট। এরই মধ্যে দোকান খুলেছেন একজন দোকানি। দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, সিলেটের ২৯ জুন
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৬
করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। তবে বেশির ভাগ মানুষের মধ্যেই মাস্ক পরার প্রবণতা নেই। মাস্ক ছাড়া বাজারে এসেছেন অনেকেই। বাড়ছে সংক্রমণের ঝুঁকি। পোর্ট রোড, বরিশাল নগর, ২৯ জুন
ছবি: সাইয়ান
২১ / ২৬
কর্ণফুলী নদী থেকে প্রতিদিন ড্রেজিংয়ের মাধ্যমে তোলা হয় বালু। ভবন নির্মাণকাজে ব্যবহৃত হয় এসব বালু। মানভেদে প্রতি ফুট বালু ৬ থেকে ৮ টাকায় বিক্রি করা হয়। কালুরঘাট, চট্টগ্রাম, ২৯ জুন
ছবি: জুয়েল শীল
২২ / ২৬
পাবনার বাসিন্দা নবী মালিথার বাগানে লেবুর বাম্পার ফলন হয়েছে। দেশি ও চায়না জাতের লেবু যথাক্রমে বিক্রি করছেন ৬০ টাকা ও ৩০ টাকা কেজি দরে। কলেজ গেট, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৯ জুন
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৬
স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরিতে গ্রামাঞ্চলে মাটির রিংয়ের (চাড়ি) বেশ চাহিদা রয়েছে। পালপাড়ায় মাটির রিং তৈরি করছেন এক গৃহবধূ। একেকটি রিং ৯০ টাকা দরে বিক্রি করা হবে। চিলারকান্দি, ফরিদপুর, ২৯ জুন
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৬
একচিলতে রোদে খুনসুটিতে মেতেছে দুটি পাঁচডোরা কাঠবিড়ালি। ঘাড় থেকে পিঠ হয়ে লেজের গোড়া পর্যন্ত মোট পাঁচটি সাদা রেখা টানা আছে, যা এদের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তাই ছোট ও অতি চঞ্চল এই কাঠবিড়ালিদের নাম পাঁচডোরা। দাপুনিয়া, পাবনা, ২৯ জুন
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৬
নড়াইলে শিক্ষক লাঞ্ছনাকারীদের এবং সাভারে শিক্ষক হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৯ জুন
ছবি: সাজিদ হোসেন
২৬ / ২৬
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করার দাবিতে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৯ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ