যশোরের বসুন্দিয়া থেকে কাঁঠাল এনে বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আকারভেদে ৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি কাঁঠাল। পাওয়ার হাউস মোড়, খুলনাছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
বর্ষা আসছে তাই অনেকেই নষ্ট ছাতা মেরামত করতে দিচ্ছেন। ফুটপাতে বসে ছাতা মেরামত করছেন একজন। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশালছবি: সাইয়ান
৩ / ১৮
সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে বাইরে বেড়িয়েছেন নগরের বাসিন্দারা। বারুতখানা, সিলেটছবি: আনিস মাহমুদ
৪ / ১৮
দীর্ঘদিন ধরে বগুড়া শহরের কামারগাড়ি-নুরানি মোড় সড়কের বেহাল দশা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা। নুরানি মোড়, বগুড়াছবি: সোয়েল রানা
৫ / ১৮
বাজারে হঠাৎ চালের সরবরাহ বেড়েছে। কিন্তু চাল কেনার ক্রেতা সমাগম অনেকটাই কম দেখা যাচ্ছে। গোদারপাড়া বাজার, সদর, বগুড়াছবি: সোয়েল রানা
৬ / ১৮
স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবে বরগুনার নদ-নদীতে গলদা ও বাগদা চিংড়ির পোনা নিধন করা হচ্ছে। এতে করে মারা পড়ছে নানা প্রজাতির মাছের পোনা। তালতলীর বগী খেয়াঘাট, বরগুনাছবি: মোহাম্মদ রফিক
৭ / ১৮
দেশে লিচুর জন্য প্রসিদ্ধ পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই দিনব্যাপী লিচুমেলা শুরু হয়েছে। মেলার মূল ফটক সাজানো হয় লিচুসহ ঈশ্বরদীতে উৎপাদিত দেশি নানান ফল ও সবজি দিয়ে। প্রচণ্ড গরমে এসব সবজি ও ফল সতেজ রাখতে কিছুক্ষণ পরপর পানি ছিটানো হচ্ছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা, ২ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ১৮
ফেনীর সোনাগাজীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এক খুদে শিক্ষার্থী। পূর্ব চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোনাগাজী, ফেনী, ২ জুনছবি: আমজাদ হোসাইন
৯ / ১৮
দিকশীর বিল থেকে পদ্মফুল তুলে পাবনা শহরে বিক্রি করতে এসেছেন চাটমোহর রেলাবাজার এলাকার আবদুস সাত্তার। এডওয়ার্ড কলেজ গেটে শিক্ষার্থীরা চলতি পথে কিনছেন সেই ফুল। চারটি ফুলের একটি আঁটি ২০ টাকা ও পদ্মবীজ ১০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ২ জুনছবি: হাসান মাহমুদ
১০ / ১৮
কেউ লবণ কারখানার শ্রমিক, কেউ ভ্যান চালান, কেউ আবার দিনমজুর। তাঁদের সঙ্গে রয়েছেন দু–একজন ছাত্র। সারা দিন কাজ করে এসে অবসরে একটু বিশ্রাম নিতে তরুণেরা তৈরি করেছেন পাকুড়গাছের ওপর মাচা। যাকে ট্রি হাউস বললেও খুব একটা ভুল হবে না। গিলাতলা, ফুলতলা, খুলনা, ২ জুনছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
নারী সাংবাদিক কেন্দ্রের আয়োজনে শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সাংবাদিকতা পদক বিতরণ অনুষ্ঠান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ জুনছবি: দীপু মালাকার
১২ / ১৮
বাজারে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির কারণে বাদামতলী এলাকায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় এক বিক্রেতাকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার অপরাধে জরিমানা করলে তিনি হাত জোড় করে ক্ষমা চাইতে থাকেন। বাদামতলী, ঢাকা, ২ জুনছবি: সাজিদ হোসেন
১৩ / ১৮
ধুলায় ঢেকে গেছে রাজধানীর ফার্মগেটের ব্যস্ততম সড়ক। অতিরিক্ত ধুলার কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। ধুলার কারণে যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। ফার্মগেট, ঢাকা, ২ জুনছবি: সাজিদ হোসেন
১৪ / ১৮
ঘুরে ঘুরে মাটিতে পড়ে থাকা খাবার খাচ্ছিল কাঠবিড়ালিগুলো। এরপর এদিক থেকে সেদিকে ছোটাছুটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছে বা সবুজ ঘাসে এই ব্যস্ততম প্রাণীর বিচরণ চোখে পড়ার মতো। ঢাকা, ২ জুনছবি: দীপু মালাকার
১৫ / ১৮
যশোর থেকে রংপুরে আনা হয়েছে তাল। এসব পাইকারি বিক্রি হবে। ১০০ তাল বিক্রি হবে ৫০০ থেকে ৬০০ টাকায়। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২ জুনছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
সেন্ট মাইকেলস মাল্টিপারপাস প্রাথমিক বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের ফল উপহার দেয় স্কুল কর্তৃপক্ষ। কুমিল্লা, ২ জুনছবি: এম সাদেক
১৭ / ১৮
সকালে বাড়ির টিনের চালে শালিকগুলো বসেছে দল বেঁধে। আসামবস্তি, রাঙামাটি, ২ জুনছবি: সুপ্রিয় চাকমা