একঝলক (৩০ মে, ২০২২)

১ / ১৭
ভ্যাপসা গরমের পর রাজধানীতে একপশলা বৃষ্টি। একটু শীতল হতে বৃষ্টিতে ভিজছেন অনেকেই। আগারগাঁও, ঢাকা, ৩০ মে
ছবি: আশরাফুল আলম
২ / ১৭
কৃষি প্রণোদনার অংশ হিসেবে ভর্তুকিতে কৃষকদের মধ্যে ৯টি পাওয়ার টিলার ও ১টি পাওয়ার থ্রেসার বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। উপজেলা পরিষদ চত্বর, বেতাগী, বরগুনা, ৩০ মে
ছবি: মোহাম্মদ রফিক
৩ / ১৭
ঐতিহ্যবাহী জামাইবরণ মেলায় উঠেছে হরেক রকমের মাছ। এই কাতলা মাছের ওজন ১০ কেজি। বিক্রেতা দাম হাঁকছেন সাত হাজার টাকা। কেল্লা-পোশী গ্রাম, কুসুম্বি ইউপি, শেরপুর, বগুড়া ৩০ মে
ছবি: সবুজ চৌধুরী
৪ / ১৭
৮ মে ছিল মা দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মহিলা–বিষয়ক অধিদপ্তর শোভাযাত্রার আয়োজন করে। উপজেলা পরিষদ কমপ্লেক্স, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩০ মে
ছবি: পলাশ বড়ুয়া
৫ / ১৭
সাইকেলে গাছের চারা নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন আবদুল করিম। এবার আগাম বৃষ্টির কারণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার চাহিদা বেড়েছে। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
রাতে বৃষ্টির পর গ্রীষ্মের সকালের দৃশ্যটা এমনই দেখায়। মেঘ আর পাহাড়ের মিতালির অপরূপ দৃশ্য উপভোগ করছেন উঁচু পাহাড়ের বাসিন্দারা। ফুরোমন পাহাড়, রাঙামাটি, ৩০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
তুলসীর ঝোপে আপন মনে খেলছে বিড়ালছানা। বয়রা, খুলনা শহর, ৩০ মে
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
করোনাকালে বন্ধ হওয়া ট্রেনগুলো চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নাগরিক কমিটির মানববন্ধন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, চাঁপাইনবাবগঞ্জ, ৩০ মে
ছবি: আনোয়ার হোসেন
৯ / ১৭
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। চন্দ্রিমা উদ্যান, শেরেবাংলা নগর, ৩০ মে
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১৭
কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে ইভিএম কাস্টমাইজেশন দেখছেন প্রার্থীদের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন কার্যালয়, আগারগাঁও, ঢাকা, ৩০ মে
ছবি: আশরাফুল আলম
১১ / ১৭
‘২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে ওয়াটার এইড। সেখানে জানানো হয়, দেশের মাত্র ৫৯ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়। আর নিরাপদ পয়োনিষ্কাশনের ব্যবস্থা আছে ৩৯ শতাংশ ক্ষেত্রে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩০ মে
ছবি: দীপু মালাকার
১২ / ১৭
ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে নগরে বিক্ষোভ মিছিল। এতে বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীন নাগরিক অংশ নেন। সিটি বাজার, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
নগরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও টিলাগুলোতে রয়েছে অসংখ্য কাঁঠালগাছ। মানুষের চোখ ফাঁকি দিয়ে টিলার গাছে নিজের মতো করে কাঁঠাল ভক্ষণ করছে বানর। শাহি ঈদগাহ, সিলেট, ৩০ মে
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়া বিদ্যুতের খুঁটিতে বসে কাজ করছেন এক কর্মী। নিজের অসচেতনতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাছাটিলা, সিলেট, ৩০ মে
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। কারাহা, ফুলপুর, ময়মনসিংহ, ৩০ মে
ছবি: আনোয়ার হোসেন
১৬ / ১৭
সকাল সাড়ে ১০টা, দেখেই মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। বড় চাঁন্দাই, গাবতলী উপজেলা, বগুড়া, ৩০ মে
ছবি: সোয়েল রানা
১৭ / ১৭
স্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া নির্গত হলে তা জরিমানাসহ শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে কালো ধোঁয়া ছড়ানো যানবাহন। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৩০ মে
ছবি: দীপু মালাকার