একঝলক (৩ জুন ২০২২)

১ / ১৫
বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে হাতিরঝিল পর্যন্ত শোভাযাত্রা। ঢাকা, ৩ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৫
প্রায় ১২ দিন পর আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পেরেছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। পরীক্ষা শেষে কাজী মোতাহার হোসেন ভবন থেকে বের হওয়া ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। ঢাকা, ৩ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কলা ভবন, ঢাকা, ৩ মে
ছবি: দীপু মালাকার
৪ / ১৫
প্যারিস খাল নামে পরিচিত খালটি ময়লা–আবর্জনায় ভরে গেছে। দূষণ ও দখলে খালটি এখন মৃতপ্রায়। প্যারিস রোড়, মিরপুর ১০, ঢাকা, ৩ জুন
ছবি: আশরাফুল আলম
৫ / ১৫
গেঞ্জির কাপড় কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে কেজিপ্রতি ২৮০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে এই কাপড়। রোড ১৩, ব্লক সি, মিরপুর ১০ নম্বর, ৩ জুন
ছবি: আশরাফুল আলম
৬ / ১৫
সকালে একপশলা বৃষ্টিতে জলজট সৃষ্টি হয় নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন লোকজন। কাঁচাবাজার মোড় এলাকা, চট্টগ্রাম, ৩ জুন
ছবি: সৌরভ দাশ
৭ / ১৫
লামাসহ সারা দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি দখল বন্ধে নাগরিক সমাবেশ করে পিপলস ভয়েস ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। চেরাগি মোড়, চট্টগ্রাম, ৩ জুন
ছবি: জুয়েল শীল
৮ / ১৫
চট্টগ্রাম চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। তবে এখনো সব স্টল তৈরি হয়নি। রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে, চেরাগি মোড়, চট্টগ্রাম, ৩ জুন
ছবি: জুয়েল শীল
৯ / ১৫
অনাবৃষ্টিতে এত দিন শুকিয়ে থাকা সুবলং পাহাড়ি ঝরনা কয়েক দফা বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে। সেখানে প্রতিদিন পর্যটক আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বরকল সুবলং ঝরনায়, রাঙামাটি, ৩ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৫
কেন্দ্রের ভেতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা দিচ্ছেন মা শারমিন আক্তার। আর ফুটপাতে দুই সন্তান সামাল দিচ্ছেন বাবা হাফিজুর রহমান। র‍্যাব-১২ কার্যালয় ফটক, বগুড়া শহর, ০৩ জুন
ছবি: সোয়েল রানা
১১ / ১৫
আজ (৪ জুন) দ্বিতীয় জাতীয় চা–দিবস। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে রয়েছে অনেকগুলো চা–বাগান। চা উৎপাদনের পাশাপাশি পর্যটন বিকাশে চা–বাগানের ভূমিকা অনেক। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩ জুন
ছবি: শিমুল তরফদার
১২ / ১৫
নদীপথে খোলা ট্রলারে নারী-শিশুসহ অতিরিক্ত যাত্রী গন্তব্যে যাচ্ছে। অথচ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মেঘনা নদী, ওমরাকান্দা, মেঘনা, কুমিল্লা, ৩ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার (৩ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। বন্যার কারণে বাদ পড়া সিলেটসহ মোট ৩৩ জেলায় পরীক্ষার্থীরা তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নিয়েছেন। সরকারি মহিলা কলেজ, পাবনা, ৩ জুন
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
জলাতঙ্ক নির্মূলে পৌরসভার কর্মীরা শহরের বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন (টিকা) দিচ্ছেন। সিংপাড়া এলাকা, ফরিদপুর, ৩ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৫
নারকেলের আঁচা, কাঠ, বাঁশ, পিভিসি ইত্যাদি দিয়ে ইলেকট্রিক হারিকেন, পোলো, ঢোলসহ আলোকসজ্জার বিভিন্ন উপকরণ তৈরি করে আপন হ্যান্ডিক্রাফট। তাঁদের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নান্দনিক এসব জিনিস পথচারীদের নজর কাড়ে। ২৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয় এগুলো। গল্লামারী রাজমহলের সামনে, খুলনা, ৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন