একঝলক (৩ জুলাই,২০২২)

১ / ১৬
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ট্রেনের টিকিট কিনতে রেলস্টেশনে মানুষের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৩ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৬
সাভারের আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল দত্তকে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার দাসের মানহানির ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মানববন্ধন। শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ৩ জুলাই
ছবি: শামসুজ্জামান
৩ / ১৬
স্ত্রী রত্না রানী দাস বাড়িতে বাঁশ দিয়ে হুসা (ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার হয়) তৈরি করেন। হাটে নিয়ে সেগুলো বিক্রি করেন হরেণ চন্দ্র দাস। বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বিক্রির টাকায় সংসার চলে এই দম্পতির। ওমরদীঘি এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ১৬
ঈদ সামনে রেখে সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৬
চাঁদের গাড়িতে (জিপ) দাঁড়িয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। সিঅ্যান্ডবি, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৬
ঈদ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় ব্যবসায়ীদের বাজারদর অনুযায়ী নিত্যপণ্য বিক্রি করতে বলা হয়। বান্দ রোড, বরিশাল, ৩ জুলাই
ছবি: সাইয়ান
৭ / ১৬
লাউ, কুমড়া, শিম, পেঁপে, মরিচ প্রভৃতি গাছের চারা হাটে বিক্রি করতে বসেছেন বিক্রেতারা। ২০ থেকে ৫০ টাকা দরে এসব চারা বিক্রি হচ্ছে। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৩ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৬
ছানার জন্য ঘাসফড়িং মুখে একটি শালিক পাখি। দাড়িগাছা, শাজাহানপুর, বগুড়া, ৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৯ / ১৬
পদ্মা নদীতে চায়না দুয়ারী (চাঁই) ফেলে মাছ শিকার করেন নদীপারের বাসিন্দা জিয়ারত। মাছ শিকারের জন্য নদীতে ফেলার আগে পাড়ে উঠে দুয়ারীগুলোর ছেঁড়াফাটা মেরামত করছেন। গোলডাঙ্গী, ফরিদপুর, ২ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
বর্ষায় গ্রামে চলাচলসহ বিভিন্ন কাজে নৌকা ব্যবহৃত হয়। রোববারের সাপ্তাহিক হাটে চাম্বুল ও কড়ই কাঠের তৈরি নৌকার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আকৃতি ও প্রকারভেদে এসব নৌকা ৪ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৩ জুলাই
ছবি: দিনার মাহমুদ
১১ / ১৬
পুকুরের কচুরিপানা থেকে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এক জোড়া ডাহুক পাখি। ছোটরা, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: এম সাদেক
১২ / ১৬
দুই বছর আগে বান্দরবান থেকে আনা পাহাড়ি গরু (গয়াল) দাম হাঁকা হচ্ছে ৬ লাখ টাকা। আমড়াতলী, মাঝিগাছা, কুমিল্লা,৩ জুলাই
ছবি: এম সাদেক
১৩ / ১৬
জুমের ফসল বিক্রির জন্য ইঞ্জিনচালিত নৌকায় শহরের পথে যাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। কাপ্তাই হ্রদ, বালুখালী, রাঙামাটি, ৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যা ও নড়াইলে অধ্যক্ষকে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ জুলাই
ছবি: এম রাশেদুল হক
১৫ / ১৬
ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নদীপথে ঢাকা শহরে গবাদিপশু আসতে শুরু করেছে। পোস্তগোলা সেতু, ৩ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৬
রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজটে দুর্ভোগে পড়েন নগরের বাসিন্দারা। মেয়র হানিফ ফ্লাইওভার, টিকাটুলী, ঢাকা, ৩ জুলাই
ছবি: সাজিদ হোসেন