নাটোরের গুরুদাসপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। কৃষি বিভাগের প্রণোদনায় ১০০ শতক জমিতে এর চাষ হচ্ছে। পৌরসভার আনন্দনগর মাঠ, ৪ এপ্রিল, নাটোরছবি: প্রথম আলো
২ / ২০
চৈত্রের তীব্র গরমেও মাছ শিকারে বের হয়েছেন কালু মণ্ডল। রোজা রেখে সারা দিন নদীতে খেপলা জাল দিয়ে মাছ ধরেন। পদ্মাঘাট, পাবনা, ৪ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৩ / ২০
উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওর এলাকার আধা পাকা ও কাঁচা বোরো ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। তাই তড়িঘড়ি করে ধান কাটছেন কৃষকেরা। কিশোরগঞ্জের ইটনার বাহিরচর হাওর, ৪ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
চৈত্রের দাবদাহে অস্থির জনজীবন। একটু স্বস্তি পেতে একদল শিশু-কিশোর পুকুরে দুরন্তপনায় মেতে উঠেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকা থেকে তোলা, ৪ এপ্রিলছবি: এম সাদেক
৫ / ২০
খরায় পুড়ছে বোরোখেত। এদিকে ধানের শিষ বের হয়ে দিন দিন পরিপক্ক হচ্ছে। সেখানে সেচ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন নিয়ে যাচ্ছেন কৃষকেরা। আমঝুপি গ্রাম এলাকা , শিবগঞ্জ, বগুড়া, ০৪ এপ্রিলছবি: সোয়েল রানা
৬ / ২০
গত কয়েক দিন চৈত্রের তীব্র গরমে জনজীবনের হাঁসফাঁস অবস্থা। প্রাণিকূলও বাদ যায়নি সেই প্রভাব থেকে। গহিন বনে বসবাসকারী বিপন্ন প্রজাতির উল্টোলেজি বানররা তৃষ্ণার্ত হয়ে দল বেঁধে জলাশয়ের পানি পান করতে এসেছে। সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ, ৪ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৭ / ২০
নদীতে পানি বাড়তে শুরু করেছে, তাই বর্ষার মৌসুম আসার আগে আগেই নৌকা মেরামত করিয়ে নিচ্ছেন মাঝিরা। বন্দর খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ৪ এপ্রিলছবি: দিনার মাহমুদ
৮ / ২০
চা-বাগানের শ্রমিক তিনি। কাজ শেষে বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন। সিলেট শহরতলির ধোপাগুল এলাকা থেকে তোলা, ৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৯ / ২০
মিষ্টি আলু তোলার মৌসুম চলছে। কৃষক আল আমিন নিজের জমি থেকে মিষ্টি আলু তুলছেন। পারারবন্দ, মেঘনা, কুমিল্লা, ৪ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২০
প্রমত্ত পদ্মা নদী শুকিয়ে ধু ধু বালুচর জেগে উঠেছে। তার মধ্য দিয়ে বয়ে গেছে নালা। নালার ভেতর দিয়ে কোনোরকমে নৌকা চলাচল করছে। অন্তার মোড়, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১১ / ২০
রংপুরে সপ্তাহখানেক পর আজ সূর্যের দেখা। কয়েক দিন পলিথিন দিয়ে ঢেকে রাখা ধান শুকাচ্ছেন চাতালের শ্রমিকেরা। রংপুর মাহিগঞ্জ এলাকা থেকে তোলা, ৪ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
কম খরচে পরিবেশবান্ধব সবজি উৎপাদনের জন্য ভোলার মনপুরা উপজেলার কলাতলীর কৃষকদের নানা রকম প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কলাতলী চর, ভোলা, ৪ এপ্রিলছবি: নেয়ামতউল্যাহ
১৩ / ২০
রাজধানীর কাপ্তানবাজার এলাকায় কেরোসিনে জালানো লোহার চুলা ও স্টোভ কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। রক্ষণাবেক্ষণের কারণে সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ছয়টি কূপে উৎপাদন বন্ধ রাখায় সারা দেশে গতকাল থেকে চলছে গ্যাস–সংকট। ঢাকা, ৪ এপ্রিলছবি: দীপু মালাকার
১৪ / ২০
পুকুরে চাষ করা মা মাছ থেকে ডিম ফোটানো হবে। জাল টেনে ডিমওয়ালা মা মাছ ধরছেন তাঁরা। এ সময় কিছু কিছু মাছ জাল থেকে লাফিয়ে পড়ছে। জগন্নাথপুর গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৪ এপ্রিলছবি: সোয়েল রানা
১৫ / ২০
চাপকলের বিশুদ্ধ খাবার পানি বিক্রি করে সারা বছরই সংসার চালান ফরিদপুর সদর উপজেলার আড়কান্দি এলাকার মালেক মোল্লা ও করিম মোল্লা। এখন রমজান মাস উপলক্ষে চাহিদা বেশি। ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা, ৪ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৬ / ২০
পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। ইতিমধ্যে ঢলের পানি ঢুকে পড়েছে বিভিন্ন হাওরে। হাওরে ঢলের পানির প্রবেশ ঠেকাতে কৃষকেরা নিজেরাই পেলোডার দিয়ে বাঁধে মাটি দিচ্ছেন ফসল রক্ষা করতে। সিলেট সদরের গোয়াইবিলের মুখ থেকে তোলা, ৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
ঢলের পানি ঢুকে পড়েছে বিভিন্ন হাওরে। ঢলের পানিতে হাওরের কাঁচা বোরো ধান তলিয়ে গেছে। বিপাকে পড়েছেন হাওরপারের কৃষকেরা। বাকগুল হাওর, সিলেট, ৪ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১৮ / ২০
যশোর সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে পটল, লাউ, পেঁপে, মুলা কৃষকের কাছ থেকে কিনে গ্রেডিং-প্যাকেজিং করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত করছেন শ্রমিক ও ব্যাপারীরা। ৪ এপ্রিলছবি: মনিরুল ইসলাম
১৯ / ২০
পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টির দোকানগুলোতে দইয়ের পাত্রের চাহিদা বেড়ে যায়। তাই বিক্রির জন্য দইয়ের পাত্র তৈরি করে বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন গৃহবধূ আলো রানী পাল। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দেওড়া পালপারা এলাকা থেকে তোলা, ৪ এপ্রিলছবি: আলীমুজ্জামান
২০ / ২০
রাজধানীর ফার্মগেটে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাসে উঠতে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। আবার অনেককেই দেখা যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে। ৪ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ