একঝলক (৬ জুন ২০২২)

১ / ১৯
ধান শুকানোর আগে বৈদ্যুতিক ফ্যানের বাতাস দিয়ে ধানের চিটা সরিয়ে নিচ্ছেন এক কৃষক। দয়াপুর, কুমিল্লা, ৬ জুন
ছবি: এম সাদেক
২ / ১৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে বিএম কনটেইনার ডিপো এখন ধ্বংসস্তূপ। কোথাও কোথাও এখনো জ্বলছে আগুন। ছড়িয়ে-ছিটিয়ে আছে কাভার্ড ভ্যান ও কনটেইনারের ধ্বংসাবশেষ। পড়ে আছে গার্মেন্টস পণ্য। ৬ জুন
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ১৯
শাকসবজির খেতে আগাছা পরিষ্কারের কাজ করছেন একদল নারী-পুরুষ। গরমে অতিষ্ঠ হয়ে মাচাংয়ের আড়ালে ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন তাঁরা। মুড়ালিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ৬ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ধরনের বর্জ্য পোড়ানো হচ্ছে সড়কের পাশের একটি খোলা জায়গাতে। বর্জ্য পোড়ার ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। ফলে সড়কে চলাচলকারীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। মেডিকেল এলাকা, বরিশাল নগর, ৬ জুন
ছবি: সাইয়ান
৫ / ১৯
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে ভোরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের টিলাধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। সাতজনি গ্রামসহ লাগোয়া ঠাকুরের মাটি এলাকার বিভিন্ন টিলা ঘেঁষে ঘর তৈরি করে ঝুঁকি নিয়ে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। জৈন্তাপুর, সিলেট, ৬ জুন
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৯
ভারী বৃষ্টিতে পানি জমে গেছে নিচু অঞ্চলের ধানের জমিতে। সেই জমি থেকে ধান নিয়ে ঘরে ফিরতে কৃষকের পরিশ্রম বেড়েছে ঢের। দুবলিয়া, পাবনা, ৬ জুন
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৯
সীতাকুণ্ডে দুর্ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে এবং অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্স দেওয়াসহ বিভিন্ন দাবিতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ৬ জুন
ছবি: সাইয়ান
৮ / ১৯
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন। আর এর কয়েক দিন পরেই ঈদুল আজহা। তাই এখন ওই সড়কে চলাচলের জন্য নতুন বাস তৈরির তোড়জোড় চলছে গ্যারেজে। সোনাডাঙ্গা, খুলনা, ৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
সীতাকুণ্ডের বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা, ৬ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ১৯
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নোয়াব আয়োজিত ‘আসন্ন বাজেট এবং বাংলাদেশের সংবাদপত্র শিল্পের সমস্যা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনেরা। ঢাকা, ৬ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৯
সড়ক উন্নয়নের কাজ চলছে। ধুলাবালুতে আশপাশে কিছু দেখা যায় না। এই ভোগান্তির মধ্য দিয়ে পথ চলছেন পথচারীরা। তেজগাঁও, ঢাকা, ৬ জুন
ছবি: আশরাফুল আলম
১২ / ১৯
জাতীয় বৃক্ষমেলার স্টল ঘুরে দেখছে দুই শিক্ষার্থী। শেরেবাংলা নগর, ঢাকা, ৬ জুন
ছবি: আশরাফুল আলম
১৩ / ১৯
সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসা নিচ্ছেন ১৫ জন, তাঁদের বেশির ভাগের অবস্থাই আশঙ্কাজনক। ঢাকা, ৬ জুন
ছবি: দীপু মালাকার
১৪ / ১৯
নাতিকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছেন বজলার রহমান। চিলারঝার, রংপুর, ৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালচামট, ফরিদপুর, ৬ জুন
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
সিলেটের জৈন্তাপুরে পূর্ব সাতজনি গ্রামে ভোরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের টিলাধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। চিকনাগুল, সিলেট, ৬ জুন
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
ঝাঁকি জাল তৈরিতে ব্যস্ত জামান মোল্লা। তিনি ৪৫ বছর ধরে এ জাল তৈরি করেন। আকৃতি অনুযায়ী ১ হাজার থেকে ৩ হাজার টাকা দরে এ জাল বিক্রি করেন। কল্যান্দি, বন্দর, নারায়ণগঞ্জ, ৬ জুন
ছবি: দিনার মাহমুদ
১৮ / ১৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৬ জুন
ছবি: সৌরভ দাশ
১৯ / ১৯
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রদীপ প্রজ্বালন করে। কেন্দ্রীয় শহীদ মিনার, ৬ জুন
ছবি: সাজিদ হোসেন