এক ঝলক (২৮ ফেব্রুয়ারি, ২০২২)

১ / ১৭
সবুজ ডোরা কাঠঠোকরা। বিচরণ করে একা কিংবা জোড়ায় জোড়ায়। খাবারের সন্ধানে গাছে গাছে তরতরিয়ে ওপরে ওঠে। শিয়াল চাপড়, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ১৭
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিকেলে কুমিল্লা নগরের ধর্মসাগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি
ছবি: এম সাদেক
৩ / ১৭
ফাল্গুন মাসেও ৪৫টি গাছ থেকে প্রায় ৫০ লিটার খেজুর রস সংগ্রহ করেন কিসমত শেখ। গিলাতলা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
ঢাকা থেকে নদীপথে আসা কার্গো-ট্রলার থেকে সিমেন্ট খালাস করছেন শ্রমিকেরা। এ কাজে তাঁরা একেকজন বস্তাপ্রতি তিন টাকা করে মজুরি পান। ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর থেকে তোলা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৭
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় রোড। ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৭
ইউএনডিপি ও ইপসার শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প থেকে দেওয়া কিশোরীদের জন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বক্স নিয়ে বিদ্যালয় থেকে বাড়িতে যাচ্ছে ছাত্রীরা। খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল ত্রিপুরাপাড়া। ২৮ ফেব্রুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১৭
সিলেটের সুরমা নদীর শাখানদী এটি। পরিচিত কুশিগাঙ নামে। বর্ষায় পানিতে টইটম্বুর থাকা কুশিগাঙে এখন হাঁটুপানি। নদীর বুকে অল্প পানিতে অলস পড়ে আছে জেলেদের নৌকা। সিলেট নগরের কুশিঘাট ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
বৃষ্টির পানি জমে আছে, তাতে ভাসছে মশা। খুলনা সিটি করপোরেশন এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। বাস্তুহারা কেসিসি মার্কেট, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পেখম মেলেছে একটি ময়ূর। ২৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
বাসাবাড়ি নির্মাণে চাহিদা রয়েছে ভাঙা ইটের। ইটভাঙা কলে সেই কাজে ব্যস্ত কয়েকজন শ্রমিক। মেশিনে সারা দিন ইট ভেঙে শ্রমিকেরা মজুরি পান ৪০০ থেকে ৫০০ টাকা। কুশিঘাট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৭
ডানা মেলে চক্রাকারে ঘুরপাক শেষে খাবার শিকারের জন্য পানিতে নামছে শিকারি পাখি চিল। সিলেট সদরের সুরমা নদীর মিরেরচক এলাকা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ধান বোঝাই করা হয়েছে পরিবহনটিতে। সেই ধানের বস্তার ওপর জীবনের ঝুঁকি নিয়ে চড়ে বসেছেন কয়েকজন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নয়াপাড়া এলাকায়। ২৭ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১৩ / ১৭
প্রকৃতিতে এখন বসন্তকাল চললেও, দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে কাটেনি শীতের আমেজ। তবে বেশ কিছুদিন ধরে কমে গিয়েছিল ঘন কুয়াশার দাপট। সোমবার ভোর থেকে হঠাৎ করেই আবার ঘন কুয়াশায় ঢেকে যায় উত্তরের এই জনপদ। সকাল ৮টায় পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকা থেকে তোলা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
১৪ / ১৭
লিটারপ্রতি ১২ টাকা বেশি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পর মূল্যতালিকায় সয়াবিন তেল প্রতি লিটার ১৫৬ টাকা লিখে টাঙিয়ে রাখা হয়েছে এই দোকানে। এর আগে সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় রাজধানীর মৌলভীবাজার এলাকায় এ দোকানের মালিককে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
ভোজ্যতেলসহ দেশে দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্টিলের শূন্য থালায় চামচের আঘাতে শব্দ তৈরি করে ‘ঝংকার সমাবেশ’ করে পিপলস অ্যাক্টিভিটি কোয়ালিশন (প্যাক)। শাহবাগ, ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এবি পার্টি। ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৭
নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। সেখানে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টার, আগারগাঁও, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম