আজ রোববার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। তাই শেষ দিনে নগরের মৎস্য অবতরণকেন্দ্রে ছিল ক্রেতাদের ভিড়। এসব মাছ বেশির ভাগই মেঘনা নদী ও তার আশপাশে থেকে ধরা। বড় সাজিতে বরফ দিয়ে সংরক্ষণ করা ইলিশ বের করছে বিক্রেতারা। পোর্ট রোড, বরিশাল নগর, ৩ অক্টোবরছবি: সাইয়ান