এক ঝলক (০৪ জুলাই ২০১৮)

১ / ১৯
রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনের পাবলিক টয়লেটটি এখন ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। বাঁ পাশের ছবিটি ২০১৫ সালের ২৬ জুলাইয়ের এবং ডানের ছবিটি আজ ৪ জুলাইয়ের। ছবি: আবদুস সালাম
রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনের পাবলিক টয়লেটটি এখন ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। বাঁ পাশের ছবিটি ২০১৫ সালের ২৬ জুলাইয়ের এবং ডানের ছবিটি আজ ৪ জুলাইয়ের। ছবি: আবদুস সালাম
২ / ১৯
বর্ষায় নিচু জমিতে পানি উঠছে, এসেছে মাছ। এই সুযোগে মাছ শিকারে নেমে পড়েছেন এক ব্যক্তি। গঙ্গানগর এলাকা, বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ৩ জুলাই। ছবি: এম মনিরুল ইসলাম
বর্ষায় নিচু জমিতে পানি উঠছে, এসেছে মাছ। এই সুযোগে মাছ শিকারে নেমে পড়েছেন এক ব্যক্তি। গঙ্গানগর এলাকা, বাঞ্ছারামপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া, ৩ জুলাই। ছবি: এম মনিরুল ইসলাম
৩ / ১৯
সবুজ পাতার ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ময়লাপোতা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
সবুজ পাতার ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ময়লাপোতা, খুলনা, ৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
গিনজা তানাকা নামের জুয়েলারি স্টোরের এক কর্মী শুভেচ্ছাবার্তা লেখা সোনালি রঙের ছোট ছোট কাগজ ঝুলিয়ে দিচ্ছেন দোকানের শোভাবর্ধনকারী বাঁশঝাড়ে। ৭ জুলাই ‘তানাবাতা’ বা তারা উৎসব উপলক্ষে চলছে এ আয়োজন। টোকিও, জাপান, ৪ জুলাই। ছবি: এএফপি
গিনজা তানাকা নামের জুয়েলারি স্টোরের এক কর্মী শুভেচ্ছাবার্তা লেখা সোনালি রঙের ছোট ছোট কাগজ ঝুলিয়ে দিচ্ছেন দোকানের শোভাবর্ধনকারী বাঁশঝাড়ে। ৭ জুলাই ‘তানাবাতা’ বা তারা উৎসব উপলক্ষে চলছে এ আয়োজন। টোকিও, জাপান, ৪ জুলাই। ছবি: এএফপি
৫ / ১৯
প্রচণ্ড গরমে কৃত্রিম ঝরনার পানিতে খেলায় মেতে উঠেছে শিশুর দল। প্লেস দেস আর্টস, মন্ট্রিল, কানাডা, ৩ জুলাই। ছবি: এএফপি
প্রচণ্ড গরমে কৃত্রিম ঝরনার পানিতে খেলায় মেতে উঠেছে শিশুর দল। প্লেস দেস আর্টস, মন্ট্রিল, কানাডা, ৩ জুলাই। ছবি: এএফপি
৬ / ১৯
লবণ খামারে কাজ করছেন এক চাষি। বান্দা আচেহ, ইন্দোনেশিয়া, ৩ জুলাই। ছবি: এএফপি
লবণ খামারে কাজ করছেন এক চাষি। বান্দা আচেহ, ইন্দোনেশিয়া, ৩ জুলাই। ছবি: এএফপি
৭ / ১৯
পাহাড়ে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এক ছাতার নিচে চলছে দুই শিশু। গুইমারাবাজার, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি, ৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এক ছাতার নিচে চলছে দুই শিশু। গুইমারাবাজার, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি, ৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
৮ / ১৯
খাঁচায় পোষা টার্কি পেখম মেলেছে। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩ জুলাই। ছবি: আলীমুজ্জামান
খাঁচায় পোষা টার্কি পেখম মেলেছে। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩ জুলাই। ছবি: আলীমুজ্জামান
৯ / ১৯
পাহাড়ে কাঁঠালের মৌসুম এখন শেষের পথে। এখানে আকারভেদে ১০০ কাঁঠাল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গুইমারাবাজার এলাকা, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি, ৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে কাঁঠালের মৌসুম এখন শেষের পথে। এখানে আকারভেদে ১০০ কাঁঠাল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গুইমারাবাজার এলাকা, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি, ৩ জুলাই। ছবি: নীরব চৌধুরী
১০ / ১৯
বৈঠকের আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো (বাঁয়ে) ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম করমর্দন করেন। আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠকের আয়োজন করবে দেশটি। বোগোর প্রেসিডেনশিয়াল প্যালেস, বোগোর, ইন্দোনেশিয়া, ৪ জুলাই। ছবি: এএফপি
বৈঠকের আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো (বাঁয়ে) ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম করমর্দন করেন। আগামী অক্টোবরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠকের আয়োজন করবে দেশটি। বোগোর প্রেসিডেনশিয়াল প্যালেস, বোগোর, ইন্দোনেশিয়া, ৪ জুলাই। ছবি: এএফপি
১১ / ১৯
বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৭ জুন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের বিপক্ষে খেলবে তারা। ৩ জুন খেলা শুরুর আগে স্টেডিয়ামে কলম্বিয়ার এক সমর্থকের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৭ জুন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের বিপক্ষে খেলবে তারা। ৩ জুন খেলা শুরুর আগে স্টেডিয়ামে কলম্বিয়ার এক সমর্থকের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
১২ / ১৯
রাতের আঁধারে মাউন্ট আগুং আগ্নেয়গিরির ভয়ংকর রূপ। গত বৃহস্পতিবার থেকে আগ্নেয়গিরিটিতে উদ্‌গিরণ শুরু হয়। এর ফলে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে ধোয়া ও ছাইয়ে ছেয়ে যায়। বুগবুগ গ্রাম, কারানগাসেম রিজেন্সি, বালি, ইন্দোনেশিয়া, ২ জুলাই। ছবি: রয়টার্স
রাতের আঁধারে মাউন্ট আগুং আগ্নেয়গিরির ভয়ংকর রূপ। গত বৃহস্পতিবার থেকে আগ্নেয়গিরিটিতে উদ্‌গিরণ শুরু হয়। এর ফলে আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে ধোয়া ও ছাইয়ে ছেয়ে যায়। বুগবুগ গ্রাম, কারানগাসেম রিজেন্সি, বালি, ইন্দোনেশিয়া, ২ জুলাই। ছবি: রয়টার্স
১৩ / ১৯
কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের এক শোভাযাত্রায় অংশ নেন দেশটির প্রেসিডেন্ট হুন সেন। রাষ্ট্রের প্রধানকে সামনে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলেন কর্মীদের অনেকে। কান্দাল প্রদেশ, কম্বোডিয়া, ৪ জুলাই। ছবি: রয়টার্স
কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের এক শোভাযাত্রায় অংশ নেন দেশটির প্রেসিডেন্ট হুন সেন। রাষ্ট্রের প্রধানকে সামনে পেয়ে তাঁর সঙ্গে ছবি তোলেন কর্মীদের অনেকে। কান্দাল প্রদেশ, কম্বোডিয়া, ৪ জুলাই। ছবি: রয়টার্স
১৪ / ১৯
রাজধানীর ‘আনোয়ারা উদ্যান’। ফার্মগেট পার্ক নামেই পরিচিত। উদ্যানটির শোচনীয় অবস্থা। ভেঙে ফেলা হয়েছে বেষ্টনী, শ্রীহীন উদ্যানের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ভাগাড়। ফার্মগেট, ঢাকা, ৪ জুলাই। ছবি: আবদুস সালাম
রাজধানীর ‘আনোয়ারা উদ্যান’। ফার্মগেট পার্ক নামেই পরিচিত। উদ্যানটির শোচনীয় অবস্থা। ভেঙে ফেলা হয়েছে বেষ্টনী, শ্রীহীন উদ্যানের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ভাগাড়। ফার্মগেট, ঢাকা, ৪ জুলাই। ছবি: আবদুস সালাম
১৫ / ১৯
গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম ও নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হাসান উদ্দিন সরকারের বাসায় যান। সেখানে তাঁরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তাঁরা একে অন্যকে মিষ্টিমুখ করান। টঙ্গী, গাজীপুর, ৪ জুলাই। ছবি: প্রথম আলো
গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম ও নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হাসান উদ্দিন সরকারের বাসায় যান। সেখানে তাঁরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তাঁরা একে অন্যকে মিষ্টিমুখ করান। টঙ্গী, গাজীপুর, ৪ জুলাই। ছবি: প্রথম আলো
১৬ / ১৯
বিকেলে রাজধানীর আকাশে কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণ পরেই নামে ঝুম বৃষ্টি। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ জুলাই। ছবি: সুমন ইউসুফ
বিকেলে রাজধানীর আকাশে কালো মেঘের ঘনঘটা। কিছুক্ষণ পরেই নামে ঝুম বৃষ্টি। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪ জুলাই। ছবি: সুমন ইউসুফ
১৭ / ১৯
পদ্মায় বানা পুঁতে ও চাঁই পেতে মাছ শিকার করছেন একজন। উস্তে ডাঙ্গী, ফরিদপুর, ৪ জুলাই। ছবি: আলীমুজ্জামান
পদ্মায় বানা পুঁতে ও চাঁই পেতে মাছ শিকার করছেন একজন। উস্তে ডাঙ্গী, ফরিদপুর, ৪ জুলাই। ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই ফুটবল খেলায় মেতেছে শিশুরা। চরকাওনা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ৪ জুলাই। ছবি: তাফসিলুল আজিজ
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই ফুটবল খেলায় মেতেছে শিশুরা। চরকাওনা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ৪ জুলাই। ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ১৯
বাড়ির পাশ দিয়ে বয়ে চলা খালে এসেছে বর্ষার নতুন পানি। সেখানে মাছ ধরতে জাল ফেলেছেন স্থানীয় সাহেরা বেওয়া। তাঁর সঙ্গে নিয়েছেন আদরের নাতনি সোহাইব হোসেনকে। আশেকপুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৪ জুলাই। ছবি: সোয়েল রানা
বাড়ির পাশ দিয়ে বয়ে চলা খালে এসেছে বর্ষার নতুন পানি। সেখানে মাছ ধরতে জাল ফেলেছেন স্থানীয় সাহেরা বেওয়া। তাঁর সঙ্গে নিয়েছেন আদরের নাতনি সোহাইব হোসেনকে। আশেকপুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৪ জুলাই। ছবি: সোয়েল রানা