মাছ শিকারের অপেক্ষায় পানকৌড়ি। ছবিটি গতকাল বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার তাঁতী কালিয়ানী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১৯
সড়ক বিভাজকের ওপর ফুটেছে ফুল। ছবিটি গতকাল বুধবার খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ ধরছেন কয়েকজন জেলে। ছবিটি গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় কালীগঙ্গা নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৪ / ১৯
বিলের পানিতে খাবারের খোঁজে সাদা বক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের কানিকাটা এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৯
স্বামী জ্যারেড কুশনারের হাত ধরে ইভাঙ্কা ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জর্ডানের বাদশা আবদুল্লাহর সংবাদ সম্মেলন চলাকালে ছবিটি তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
ইকুয়েডরের ডুরানে বৃষ্টিতে ভেসে গেছে রাস্তা। পানি ভেঙে হেঁটে যাচ্ছেন দুজন। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স
৭ / ১৯
চরাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে তা শহরে বিক্রির পর বাড়ি ফিরছেন এক ব্যবসায়ী। ছবিটি গতকাল বুধবার ফরিদপুর সদর উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
মেঠো পথে ডিগবাজি দিচ্ছে এক কিশোর। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ১৯
গাছ উঠে দুরন্তপনায় মেতেছে তিন শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৯
মাচায় ঝুলছে লাউ। ছবিটি আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৯
রাজধানীর বনশ্রীর প্রধান সড়ক এমন বেহাল। সড়কের বিভিন্ন স্থান ভাঙা। যানবাহন চালাতে চালকদের বেগ পেতে হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বনশ্রীর সি ব্লক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৯
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কারওয়ান বাজার অংশের ওয়াকওয়ের এক পাশ কেটে রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু যাত্রী ছাউনিটি সরানো হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যাত্রী ছাউনিটি। ঝুঁকি নিয়েই এখানে বসছে সাধারণ মানুষ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৯
রাজধানীর মালিবাগ রেলগেট থেকে মৌচাক পর্যন্ত একপাশের সড়ক দীর্ঘদিন ধরে কেটে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দুর্ভোগ পোহাচ্ছে এই সড়ক ব্যবহারকারীরা। একটু বৃষ্টি হলে দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছায়। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মালিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ১৯
বৃহস্পতিবার রাজধানীতে সম্মেলনের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সম্মেলন শেষে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন সম্মেলনে অংশ নেওয়া আলেম-ওলামারা। ছবিটি বিকেলে ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৯
আজ বৃহস্পতিবার ঢাকা কার্যালয়ে অর্থনীতি বিষয়ে এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭’-এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়ৎসানা ভার্মা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৯
রাজধানীতে ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পারাপার হয় বেশির ভাগ মানুষ৷ ছবিটি আজ বৃহস্পতিবার সকালে শ্যামলী থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৭ / ১৯
চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে ছয় দিনব্যাপী ‘প্রেম-প্রকৃতির খোদাই কাব্য’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। উদ্বোধনের পর মন্ত্রী ও আগত দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখেন। ছবিটি আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
১৮ / ১৯
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু মেলা শুরু হয়েছে। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য নিজস্ব পোশাকে তঞ্চঙ্গ্যা তরুণীরা। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ১৯
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু মেলা শুরু হয়েছে। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন রাখাইন তরুণীরা। ছবি: সুপ্রিয় চাকমা