টমটম খেলনা হাতে এক শিশু। মাহিগঞ্জ, রংপুর, ৮ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
একসঙ্গে উড়তে থাকলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। বাদামি এই হাঁসের নাম সরালি বা পাতিসরালি। শীত মৌসুমে এই জাতের পাখি দিঘি-জলাশয়ে দল বেঁধে বেড়ায়। খেপ্পোপাড়া, রাঙামাটির শহর, ৮ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৪
মধুমতী নদীর ভাঙনে ভাটিয়াপাড়া বাজারের ২৫টি দোকান বিলীন হয়ে গেছে। ছবি: কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জ, ৮ অক্টোবরছবি: নূতন শেখ
বাঁশের মোড়া ফেরি করে বেড়ান এই বিক্রেতা। প্রতিটি মোড়া ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়ে থাকে। ট্রাফিক মোড়, পাবনা, ৮ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৪ / ১৪
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এ সময় তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা, ৭ অক্টোবর।ছবি: আইএসপিআর