পাহাড়েও ধান কাটা চলছে। কাটা শেষে পাহাড় বেয়ে ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। গুগড়াছড়ি, খাগড়াছড়ি, ১১ নভেম্বরছবি: নীরব চৌধুরী
২ / ৭
প্রতিবছর বিলের পানি শুকালে সেই নরম মাটিতে রোপণ করা হয় রসুন। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে বর্ষা থাকায় পানি নামতে বেশ সময় লেগেছে, বিড়ম্বনায় পড়েছেন চাষিরা। খৈলশেগাড়ি বিল, বিলচলন, চাটমোহর, পাবনা, ১০ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৩ / ৭
চোখ তুলে দেখছেন স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা প্রান্তের কাছাকাছি লঞ্চ থেকে তোলা, মাদারীপুর, ১১ নভেম্বরছবি: নাঈম মাহমুদ
৪ / ৭
ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পথচারীদের ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। আলিয়া মাদ্রাসার সামনে, খানজাহান আলী সড়ক, খুলনা, ১১ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ৭
বাউড়ি পাখিটি খাচ্ছে পাকুড় ফল, নানা রং বাড়তি আকর্ষণের সৃষ্টি করেছে। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি, ১১ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৭
বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী সব নৌকার স্মৃতিই যেন ধরা আছে এই ছোট্ট নৌকাগুলোতে। বিভিন্ন জেলার প্রায় ৮০টি নৌকার মিনিয়েচার রেপ্লিকা তৈরি করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগী প্রতিষ্ঠান ‘নদী’। সাভার, ঢাকা, ১১ নভেম্বরছবি: আবদুস সালাম
৭ / ৭
কে আগে যাবে, তা নিয়ে দুটি বাস রেষারেষি করছিল। এর একটি বাসের ধাক্কায় রিকশাটির পেছনের চাকা বেঁকে অচল হয়ে যায়। রিকশাচালক তাঁর অচল রিকশাটি নিয়ে বাসের গতিরোধ করে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু বাসচালকের সহকারী ও লাইনম্যান তাঁকে রিকশাসহ সরিয়ে দেন। অবশেষে ক্ষতিপূরণের দাবিতে রিকশাচালক বাসটির সামনে শুয়ে পড়েন। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় বাসের চালকের কাছ থেকে ১০০ টাকা ক্ষতিপূরণ নিয়ে রিকশাচালককে বুঝিয়ে দেওয়া হয়। ১১ নভেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনেছবি: জয়দেব সরকার