এক ঝলক (১২ নভেম্বর, ২০২০)

১ / ১২
ভোরে জমিতে কাজ করতে ছুটছেন কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
শীতের সকালে গ্রামের মাঠে দল বেঁধে কাজ করছেন নারী কৃষকেরা। কদিমপাড়া, বগুড়া, ১২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ১২
পাহাড়ে শীতের প্রকোপ বাড়ছে। মা বানরেরা বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে। কর্ণফুলী জাতীয় উদ্যান, রাঙামাটি, ১২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
শিশিরভেজা সকালের আলোয় ধানখেত থেকে যেন মুক্তা ঝরছে। মধ্যক্যাতুলী, গাবতলী, বগুড়া, ১২ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১২
হাওরগুলোতে পানি কমে আসছে। অল্প পানিতে জাল দিয়ে মাছ ধরছেন হাওরপাড়ের এক জেলে। উফতার হাওর, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
ঘরে তোলা নতুন ধানমাড়াই ও ঝাড়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিষান-কিষানি। ফ্যান লাগিয়ে ধান ঝাড়ার কাজ সারছেন এক কৃষক। মালিগাছা, পাবনা, ১১ নভেম্বর
হাসান মাহমুদ
৭ / ১২
বাবা আশরাফ সিদ্দিকীর সঙ্গে শিশু আয়েশা এসেছে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে আয়েশার মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন বাবা। আয়েশা হাসপাতালের বিভিন্ন জায়গায় মাস্ক মুখে লাগিয়েই ঘুরে বেড়াচ্ছিল। ১২ নভেম্বর, ঢাকা
ছবি: মানসুরা হোসাইন
৮ / ১২
১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে উপকূল ফাউন্ডেশন। তোপখানা রোড, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ১২
বান্দরবানের চিম্বুক পাহাড়ে ‘ম্রো’দের ভূমি দখল করে হোটেল ও পর্যটন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তোপখানা রোড, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১২
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল। তোপখানা রোড, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১২
গার্মেন্টস শ্রমিকদের অবৈধ ছাঁটাই বন্ধ করা, ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। তোপখানা রোড, ঢাকা, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১২
‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২০’ অনুষ্ঠানে কথাসাহিত্যে অবদানের জন্য হাসনাত আবদুল হাই ও নবীন সাহিত্য শ্রেণিতে পুরস্কার পেয়েছেন গল্পকার নাহিদা নাহিদ। পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে বিচারকমণ্ডলী ও অতিথিরা। বাংলা একাডেমি, ১২ নভেম্বর
ছবি: দীপু মালাকার