মহাসড়কে অবৈধ যান নছিমনে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। রেলগেট এলাকা, ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ১২ নভেম্বরছবি: এম রাশেদুল হক
২ / ১১
জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ১২ নভেম্বর, ঢাকাছবি: আশরাফুল আলম
৩ / ১১
ছুটির দিনে গাছে উঠে খেলায় মেতেছে দুই কিশোরী। মানিক কান্দি গ্রাম, কুমিল্লা, ১২ নভেম্বরছবি: এম সাদেক
৪ / ১১
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লাল খাঁ এলাকায় গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১২ নভেম্বরছবি: দিনার মাহমুদ
৫ / ১১
তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ১২ নভেম্বর, ঢাকাছবি: আশরাফুল আলম
৬ / ১১
পালপাড়ায় সারা বছরই মাটির তৈজসপত্র তৈরির ব্যস্ততা থাকে। দইয়ের পাতিল তৈরি শেষে স্বপন কুমার পাল সেগুলো পোড়ানোর জন্য স্ত্রী পলি রানী পালকে সঙ্গে নিয়ে ভাটায় (পুইন) সাজাচ্ছেন। দেওড়া, ফরিদপুর, ১২ নভেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ১১
বিভিন্ন রুটে অযৌক্তিক বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেন গণসংহতি আন্দোলন জেলা শাখা। নারায়ণগঞ্জ, ১২ নভেম্বরছবি: দিনার মাহমুদ
৮ / ১১
রাঙামাটির রাজবন বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে চীবর মাথায় সব বয়সী পুণ্যার্থী প্রার্থনায় মগ্ন। রাঙামাটি, ১২ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১১
বরগুনা সদর উপজেলার কালিরতবক এলাকায় আবাদ করা হয়েছে বিদেশি সাম্মাম ফল। নিজ খামার থেকে ফল কাটছেন তরুণ চাষি আলীম। বরগুনা, ১২ নভেম্বরছবি: মোহাম্মদ রফিক
১০ / ১১
নতুন ধানে হবে রে নবান্ন। তাই তো মাঠ থেকে ধান কেটে আঁটি বেঁধে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন দুই কৃষক। বাগমারা গ্রাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১২ নভেম্বরছবি: সোয়েল রানা
১১ / ১১
ডিজেল-কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। ঢাকা, ১২ নভেম্বরছবি: দীপু মালাকার