এক ঝলক (১২ ফেব্রুয়ারি, ২০২২)

১ / ১৫
নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠিত অনুসন্ধান কমিটির সঙ্গে আজ শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের বৈঠক হয়। ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
২ / ১৫
প্রতিবন্ধীবান্ধব করে নির্মাণ করা হলেও হুইলচেয়ারে করে ফুটপাতে চলাচল করতে বিপাকে পড়তে হয় প্রতিবন্ধীদের। ফুটপাতে মোটরসাইকেলের দৌরাত্ম্য বন্ধ করতে রাজধানীর অধিকাংশ ফুটপাতেই লোহার ব্যারিকেড দিয়ে এ রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। রমনা, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ১৫
অযত্ন ও অবহেলায় কোটি কোটি টাকায় কেনা ডেমু ট্রেনগুলো বছরের পর বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। যাত্রীসেবা সহজ করতে এবং দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে ২০১৩ সালে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হয় ২০টি ডেমু ট্রেন। ট্রেনগুলোর মেয়াদ ধরা হয়েছিল ২০ বছর। কিন্তু ৯ বছরেই বেশির ভাগ ডেমু ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কমলাপুর, ১২ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
প্রতিবছরের ৪ মাস (ডিসেম্বর থেকে মার্চ) পুলিশের ব্যবহৃত গাড়ি রেখে মতিঝিল সরকারি কলোনি ঈদগাহ মাঠ দখলে থাকে। এ সময় এলাকার ছেলেমেয়েদের এই মাঠে খেলাধুলা নিষিদ্ধ থাকে। ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৫
ইনসেপটা ফার্মা সহযোগিতায় আন্তর্জাতিক মৃগীরোগ দিবস-২০২২ উপলক্ষে সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠক। চ্যানেল আই ভবন, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: খালেদ সরকার
৬ / ১৫
জাতীয় প্রেসক্লাবে আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৫
সড়ক সম্প্রসারণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বিভিন্ন অংশে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। পটিয়ার মনসা এলাকা, চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি
ছবি: সৌরভ দাশ
৮ / ১৫
গাছে গাছে ফুটেছে পলাশ আর শিমুল। বসন্তের সূচনায় ফুলের আকর্ষণে পাখির আনাগোনা। মধুর খোঁজে শিমুল ফুলে পাখি। নিয়ামতপুর মধ্যপাড়া, কিশোরগঞ্জ, ১২ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৫
দিনমান ব্যাপারীদের আলু ধুয়ে বস্তায় ভরে দিচ্ছেন একদল নারী। লাল টুকটুকে রুমানা পাকড়ি জাতের আলু প্রতি মণ পাইকারি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দিনভর আলু ধুয়ে দিয়ে প্রতিজন নারী মজুরি পান ২০০ টাকা। কাজীপাড়া এলাকা, কাহালু উপজেলা, বগুড়া, ১২ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১০ / ১৫
পয়লা ফাল্গুনে পুতুলের বিয়ে পাশের পাড়ার বন্ধুর পুতুলের সঙ্গে। তাই পুতুল সাজাতে ব্যস্ত শিশুরা। দেবীতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১২ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
ডুবে ডুবে মাছ শিকারে পটু পানকৌড়ি। বাঁকানো ঠোঁটে কখনো বড়, কখনো বা ছোট মাছ ধরে তারা। বাইম মাছ শিকার করে উড়ে যাচ্ছে পাখিটি। বলরামপুর, পাবনা, ১২ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন এক জেলে। ধীরে ধীরে জাল ফেলে নৌকা চালাচ্ছেন। মোহাম্মদপুর এলাকা, কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ১৫
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন ফলদ বাগানে ফল রক্ষার্থে জাল টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই জালে আটকে আছে ফিঙে। কর্তৃপক্ষের অবহেলায় প্রায়ই আটকে পরা পাখিগুলো মারা যাচ্ছে। রাঙামাটি, ১১ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
ফুটপাথে বসে সাত বছরের সন্তান আন্ধারিকে স্বরবর্ণ শেখাচ্ছেন মা জরিনা। পান্থপথ এলাকায় পথের ধারে তাঁদের বসবাস, বিকেল হলে পান্থকুঞ্জ পার্কের সামনে বসেন সাহায্যের আশায়। শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ করতে না পারা জরিনার স্বপ্ন একমাত্র মেয়েকে একদিন মানুষের মতো মানুষ করবেন। ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
আর এক দিন পরই পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। চাদরমোড়া শীতকে বিদায় জানিয়ে শহরেও বইছে বসন্তের বাতাস। সঙ্গে ভালোবাসা দিবসের উষ্ণ ছোঁয়া। শাহবাগ, ঢাকা, ১২ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার