এক ঝলক (১৩ ডিসেম্বর, ২০২১)

১ / ১৭
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ রং করা হচ্ছে। এখানে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। গল্লামারী, খুলনা, ১৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
সিলেটে আজ সোমবার থেকে স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ছবিটি নগরের মিরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৭
একঝাঁক হাঁস চরাচ্ছেন কিশোর আরফান আলী। আঘোর শাল, কাহালু উপজেলা, বগুড়া, ১৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ১৭
খাবারের খোঁজে জলাশয়ে ঘুরছে একঝাঁক বক। চকভালি গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ১৭
নরসিংদীর চিনিশপুরের ঘোড়াদিয়ায় রেশমী আক্তার ও সালমান সাফায়ার হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনদের আহাজারি
ছবি প্রথম আলো
৬ / ১৭
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে পেশাজীবী সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাব, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৭
রংপুরে তিস্তা চরাঞ্চলে আমন ধান কাটা শেষের দিকে। ধান কেটে কয়েকদিন শুকানোর পর ঘোড়ার গাড়িতে ধুলাবালুর পথ পেরিয়ে বাড়ি ফিরছেন একজন কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যানে লোহার তৈরি মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। এসব মালামালের কিছু অংশ ঝুঁকিপূর্ণভাবে বের হয়ে আছে বিভিন্ন দিকে। অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। গড়িয়ার পাড় এলাকা, বরিশাল সদর, ১৩ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৯ / ১৭
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাবা সিরাজুদ্দীন হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে বধ্যভূমি স্মৃতিসৌধে এসেছেন ছেলে তৌহীদ রেজা নূর। স্ত্রী সোনিয়া আশরাফিকে সঙ্গে নিয়ে ছেলে সৃজন সমৃদ্ধ রেজাকে দাদার গল্প শোনাচ্ছেন তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা সাংবাদিক, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা সিরাজুদ্দীন হোসেনকে রাজধানীর চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যান। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। রায়েরবাজার, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৭
প্রায় ২০০ বছর পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ৫০ জন তেলেগু সম্প্রদায়ের সদস্যের চাকরি পাওয়া উপলক্ষে প্রধানমন্ত্রী ও মেয়রকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা বের করেন তেলেগু সম্প্রদায়ের লোকজন। প্রেসক্লাব, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৭
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা–১২ আসনের উদ্যোগে পতাকা মিছিল হয়। মানিক মিয়া এভিনিউ, ১৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৭
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র, ১৩ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৭
নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত দুই দিনের সম্মেলনের শেষ দিনে ‘শ্রমবাজারে করোনার প্রভাব’ শীর্ষক অধিবেশন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
১৪ / ১৭
ইউএআইডি, পাথফাইন্ডার ও প্রথম আলো আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা: প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। প্রথম আলো কার্যালয়, ঢাকা, ১৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী এখন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণের শিকার। শিল্পবর্জ্যে পানিদূষণের কারণে এ নদীর পরিবেশও বিপন্ন হওয়ার পথে। তা ছাড়া মাছ ধরার ট্রলারগুলো থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। এতে বায়ুদূষণ বাড়ছে। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়, চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
১৬ / ১৭
হাওরে পানি কমেছে। খাল পাড়ি দিলেই হাঁটাপথে যাওয়া যাবে বাড়ি। হাওরের পানি কমলেও খালের পানি কমেনি। কোলের শিশুসহ বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছেন মা। সামাউড়াকান্দি গ্রাম, সিলেট, ১৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
খালের পাড়ে ফোটা বুনো ফুলে বসেছে রঙিন প্রজাপতি। বোয়ালখালী খালপাড়, খাগড়াছড়ি, ১৩ ডিসেম্বর
ছবি: পলাশ বড়ুয়া