সপ্তম শ্রেণির ছাত্রী মির্জা আরমিন নওশিন। তার শরীরে দেখা দিয়েছে করোনার উপসর্গ। ভাইয়ের সঙ্গে সকাল ৮টায় বুথে এসেছে করোনা নমুনা পরীক্ষা করাতে। ২ ঘণ্টা অপেক্ষা করেও আসেননি নমুনা সংগ্রহকারী। এরই মধ্যে অসুস্থ বোধ করায় একটি বেঞ্চে শুয়ে পড়ে সে। ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঢাকা, ১৬ আগস্টছবি: দীপু মালাকার
২ / ১৮
করোনার টিকা নিতে আসা লোকজনের লম্বা লাইন। পিটিআই কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, ১৬ আগস্টছবি: আনোয়ার হোসেন
৩ / ১৮
করোনার টিকা নিতে আসা মানুষের লাইন। টিকাকেন্দ্র ছাড়িয়ে লাইন চলে গেছে সড়ক পর্যন্ত। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট।ছবি: দিনার মাহমুদ
৪ / ১৮
গাজীপুরে আলেমা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভানোর চেষ্টা চালাতে দেখা যায়। ভোগড়া পেয়ারাবাগান এলাকা, গাজীপুর সিটি করপোরেশন, ১৬ আগস্ট।ছবি: মাসুদ রানা
৫ / ১৮
আজ মনসাপূজা। এ উপলক্ষে প্রতিমা কিনছেন ভক্ত পূজারিরা। ওল্ড পুলিশ ক্লাব রোড, ময়মনসিংহ, ১৬ আগস্টছবি: আনোয়ার হোসেন
৬ / ১৮
রাজশাহীতে করোনার টিকা নিতে নারীদের ভিড়। ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, তেরোখাদিয়া, রাজশাহী, ১৬ আগস্টছবি: শহীদুল ইসলাম
৭ / ১৮
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর বানিয়াজান স্পারে আবারও ভাঙন। স্পারের সঙ্গে বেলমাউথ বিচ্ছিন্ন। বগুড়া, ১৬ আগস্টছবি: মাসুদ রানা
৮ / ১৮
বৃষ্টির পর মাঠে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। বেড়েরবাড়ী, ধুনট উপজেলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলাছবি: সোয়েল রানা
৯ / ১৮
প্রতীকী ক্লাস নিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ আগস্টছবি: তাপস কুমার সরকার
১০ / ১৮
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মো. হিরণ মিয়া গোমতী নদীর চরের ৮০ শতাংশ জমিতে শখের বশে মাল্টা চাষ করেছেন। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে মাল্টা। কুমিল্লা, ১৪ আগস্টছবি: এম সাদেক কুমিল্লা
১১ / ১৮
বাড়ির সামনেই খোঁড়াখুঁড়ি করে সড়ক নির্মাণের কাজ দেখে বাবার কাছে খেলনা এক্সকাভেটর কিনে দেওয়ার বায়না ধরেছিল নাইম। এক্সকাভেটর দিয়ে এখন সে খেলাচ্ছলে মাটি খুঁড়ছে, তৈরি করছে খাল। নিউজপ্রিন্ট গেট, খুলনা, ১৬ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
করোনার দ্বিতীয় ডোজের জন্য সকাল থেকেই লাইন দিয়েছেন টিকাগ্রহীতারা। খুলনা জেনারেল হাসপাতাল, ১৬ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন চার্জসহ সব ধরনের ফি মওকুফ করার দাবি নিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজ ও বরিশাল সিটি কলেজের শিক্ষার্থীরা অশ্বিনীকুমার হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সদর রোড, বরিশাল নগর, ১৬ আগস্টছবি: সাইয়ান
১৪ / ১৮
বিমানবন্দরে ঢোকার জন্য এভাবে টেনে এক শিশুকে দেয়ালে তুলছেন একজন। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর, কাবুল, আফগানিস্তান, ১৬ আগস্টছবি: রয়টার্স
জমিতে ডারকির ফাঁদ বসিয়ে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। শ্যামপুর, রংপুর, ১৬ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
হিন্দু সম্প্রদায়ের মনসাপূজার জন্য প্রতিমা তৈরি শেষে রঙের আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পী। ভাজনডাঙ্গা, ফরিদপুর, ১৬ আগস্টছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
দ্বিতীয় ডোজের টিকা নিতে সকাল নয়টা থেকে অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে সড়কের পাশের ফুটপাতে বসে পড়েছেন তাঁরা। চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ১৬ আগস্টছবি: জুয়েল শীল