অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামীকাল ১৮ জানুয়ারি থেকে। অনুশীলনে তাই ব্যস্ত সময় পার করছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ২৬
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্বামী-সন্তান। হিলারির স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আইওয়ার আব্রাহাম লিংকন হাই স্কুলে বক্তব্য দেন। ছবি: রয়টার্স
৪ / ২৬
চীনের ঐতিহ্যবাহী লাবা উৎসব উদযাপনের অংশ হিসেবে লামা মন্দিরে ফুল নিয়ে যাচ্ছেন এক নারী। এই উৎসব উপলক্ষে দেশটিতে ছুটি থাকে। ফসলের ভালো উৎপাদন, সুখ ও শান্তি কামনায় মানুষ প্রার্থনা করে এবং বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন করেন। ছবিটি বেইজিং থেকে আজ রোববার তোলা। ছবি: এএফপি
বার্ষিক ‘শিশু যিশু’ উৎসবে খ্রিষ্ট ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ ফিলিপাইনের ম্যানিলার রাস্তায় নেমে আনন্দ করছেন। ছবি: এএফপি
৭ / ২৬
খেতের টমেটো ও ফুলকপি ট্রলারে করে হাটে নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাওটানা গ্রামের তালতলা শাখা নদী থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৮ / ২৬
বুনোফুল থেকে মধু আহরণে ব্যস্ত বর্ণিল প্রজাপতিটি। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৬
গন্ধহীন লাল রঙের এই ফুলটির ছবি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৬
আগামী ২১ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলছে তার প্রস্তুতি। ছবিটি সিলেট নগরের চৌহাট্টা-রিকাবিবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ২৬
রাজধানীর ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না। ফলে পথচারীরা ফুটপাত রেখে সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ছবিটি আজ রোববার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ২৬
রাজধানীর পুরানা পল্টনে বাসসের কার্যালয়ের ঠিক সামনে ম্যানহোলের ঢাকনা নেই। প্রতিদিন ম্যানহোল থেকে ময়লা উপচে পড়ে সড়কে। গর্তে চাকা পড়ে উলটে যাচ্ছে রিকশা, আটকে যাচ্ছে অন্যান্য যানবাহন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ২৬
তাইওয়ানের রাজধানী তাইপের জাতীয় নাট্যশালার সামনে ফটো শোটের সময় ক্যামেরা সামনে এক মডেল। ছবি: রয়টার্স
১৪ / ২৬
ভারতের অমৃতসরে পোলিও টিকাদান কর্মসূচিতে এক শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে। এই কর্মসূচির আওতায় এবার পাঁচ বছরের কম বয়সী ১৭ কোটি ৪০ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। ছবি: এএফপি
১৫ / ২৬
ম্যাক্সিকো সিটিতে গোধূলির আকাশে একটি উড়োজাহাজ।ছবিটি ১৬ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স
১৬ / ২৬
‘আসল বিএনপি’র কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে এলে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা পালিয়ে গেলে তাঁদের সঙ্গে থাকা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবিটি বিকেল পৌনে চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে তোলা। ছবি: হাসান রাজা
১৭ / ২৬
বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সোবহান মিয়ার পোল সংলগ্ন এলাকায় খাল, পুকুর ভরাট অপরাধে ভ্রাম্যমাণ আদালত আজ রোববার একজন আটকসহ ২ লাখ টাকা জরিমানা করেছে। ছবিটি বেলা দুইটার দিকে তোলা। ছবি: সাইয়ান
১৮ / ২৬
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উৎসবে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা
১৯ / ২৬
রাজবাড়ী সদরের সুলতানপুর ইউনিয়নের শালকাঠি এলাকার গৃহবধূ শাবানা আক্তার নিজের হাতে লাগানো পুঁই শাকের মাচা থেকে পুঁই এর গোটা তুলছেন। এগুলো তার স্বামী বাজারে বিক্রি করবেন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান
২০ / ২৬
সারা দেশ থেকে প্রতিভাবান ফাস্ট বোলার খুঁজে বের করতে আজ রোববার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচি। ছবি: আনিস মাহমুদ
২১ / ২৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ রোববার দুপুরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শাহ আমানত সেতুর নিচ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২২ / ২৬
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ রোববার উদ্বোধন করা হয়। মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা প্রযুক্তির উদ্ভাবন দেখতে ভিড় করে। ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৬
প্রধান বিচারপতি হিসেবে এক বছর দায়িত্ব পালন করায় সুরেন্দ্র কুমার সিনহাকে (এস কে সিনহা) আজ রোববার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এস কে সিনহা দেশের ২১তম প্রধান বিচারপতি। ছবি: বিজ্ঞপ্তি
২৪ / ২৬
রাজধানীতে নারীদের জন্য পর্যাপ্ত বাস নেই৷ অন্য বাসগুলোতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নারীদের উঠতে হয়, যা অনেক সময় সম্ভবপর হয় না। রাজধানীর শাহবাগে মোড়ে ঝুঁকি নিয়ে বিআরটিসির চলন্ত বাসে ওঠার চেষ্টা করছেন এই নারী। ছবি: সাবিনা ইয়াসমিন
২৫ / ২৬
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যতম আকর্ষণ নানান রঙের বাতি তুরস্ক প্যাভিলিয়নের একটি অংশে জনসমাগম শুধু রঙিন আলো দেখার জন্য। কেউ ক্রেতা, কেউ বা একান্তই দর্শক ছবি আজ সোমবার তোলা হয়েছে। ছবি: সাবিনা ইয়াসমিন
২৬ / ২৬
জরায়ুমুখের ক্যানসার সচেতনতা নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানমন্ডির ভিকারুননিসা নুন স্কুল প্রাঙ্গণে। ছবি: সাবিনা ইয়াসমিন