এক ঝলক (১৭ জানুয়ারি, ২০২২)

১ / ১৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়। রাজশাহী, ১৭ জানুয়ারি
ছবি: প্রথম আলো
২ / ১৮
নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল-পটুয়াখালী মহাসড়ক, সদর, ১৭ জানুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ১৮
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে মাঘের শীত। টানা চার দিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈতপ্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদের মানুষ। হাড়কাঁপানো শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দুই বৃদ্ধা। পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তোলা। ১৭ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
৪ / ১৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের প্রচার চলাকালে গ্রেপ্তার নেতা–কর্মীদের ছাড়াতে আদালত প্রাঙ্গণে আসেন পরাজিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জেলা আদালত প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়ে শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৮
প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। তাই করোনার টিকা নিতে আগ্রহ বেড়েছে মানুষের। আজ সোমবার কুমিল্লা সিটি করপোরেশনে টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন। কুমিল্লা সদর, ১৭ জানুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ১৮
হিমেল বাতাস আর হাড়কাঁপানো শীতের সকালে সাইকেলে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। বাহাদুরশিং, শহরতলি, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
ঢিল ছুড়ে বক মারার চেষ্টা কিশোরের। খুলনা রেলস্টেশন–সংলগ্ন এলাকা, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
কবি বন্দে আলী মিয়ার ১১৬তম জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়ার আয়োজন করে কবি বন্দে আলী মিয়া স্মৃতি স্মরণ পরিষদ। এ সময় কবির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রাধানগর, পাবনা, ১৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৮
মোটরসাইকেলে যাচ্ছিলেন মার্কেটে, আসাদ গেট সিগন্যালে এসে দাঁড়ালে পেছন থেকে এসে ধাক্কা দেয় গাড়ি। সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। ১৭ জানুয়ারি
ছবি: খালেদ সরকার
১৩ / ১৮
ধেয়ে আসছে ট্রেন, কিন্তু পথচারীদের যেন সে দিকে ভ্রুক্ষেপ নেই। ঝুঁকি নিয়েই দ্রুত রাস্তা পার হতে ব্যস্ত একজন, অন্যদিকে লাইন ঘেঁষে সাইকেল নিয়ে যাচ্ছে এক কিশোর। চলাচলকারীদের এ ধরনের অসাবধানতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এফডিসি রেলক্রসিং, কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১৪ / ১৮
সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে করোনার টিকা দিচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
১৫ / ১৮
টিকা নিতে বহির্বিভাগের ফটকের সামনে ভিড় করেন লোকজন। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
১৬ / ১৮
দিঘির পাড়ে ছানা নিয়ে খাবার খাচ্ছে রাজহাঁস। নান্দাইল দীঘি, কালাই উপজেলা, জয়পুরহাট , ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
তৈমুর আলম খন্দকারকে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী মিষ্টিমুখ করান। বিকেলে মাসদাইরের তৈমুরের বাসায়। নারায়ণগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৮ / ১৮
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি ছাত্রসংগঠন। ঢাকা, ১৭ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ